অ্যাম্বিগ্রাম ও আমি

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: রবি, ১২/০৭/২০০৯ - ১২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(অ্যাম্বিগ্রামের সাথে আমার পরিচয় অনেকের মতই ড্যান ব্রাউনের হাত ধরে। দ্য ডা ভিঞ্চি কোড এর বহুল জনপ্রিয়তার পর সবার হাতে হাতে তার বই চারটা ঘুরেছে। আমিও এক বড়ভাই এর কাছ থেকে নিয়ে পড়ে ফেলি। অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স পড়ার সময় খুবই আশ্চর্য হই বইটিতে পাওয়া অ্যাম্বিগ্রামগুলো দেখে। মুগ্ধতারও কমতি হয় না। অনেকেই জানেন হয়তো এটি সম্পর্কে, তবুও যারা জানেন না তাদেরকে এই শিল্পের সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্যেই আজকের এই লেখা। )

অ্যাম্বিগ্রাম(Ambigram) শব্দটির ভিতরেই এর অর্থ অনেকখানি লুকিয়ে আছে। শব্দটি ভাংলে আমরা পাই অ্যাম্বি এবং গ্রাম। অ্যাম্বি অর্থ উভয় এবং গ্রাম মানে লেখা বা আঁকা। অর্থাৎ অ্যাম্বিগ্রাম হলো লেখার এমন এক পদ্ধতি যেটা লেখাটি ভিন্ন ভিন্নভাবে দেখলে তার উপর ভিত্তি করে একই বা দুই রকম লেখা পাওয়া যাবে। অর্থাৎ আমরা কি দেখব সেটা নির্ভর করবে কোন দিক থেকে লেখাটি দেখা হচ্ছে, কোন দৃষ্টিভংগিতে দেখা হচ্ছে ইত্যাদি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অনেকে মনে করে থাকি অ্যাম্বিগ্রাম হচ্ছে সেই লেখাগুলো যেগুলো ১৮০ ডিগ্রি ঘোরালেও একই থাকে। অর্থাৎ লেখাটি উলটে দিলেও আমরা একই লেখা পাবো। উদাহরণস্বরূপ অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স বইয়ের বিখ্যাত সেই ইলুমিনাটি আর্থ এয়ার ফায়ার ওয়াটার সিম্বলটি দেখতে পারেন এখানে। তবে অ্যাম্বিগ্রামের আরও প্রকারভেদ রয়েছে। সেগুলো লেখার পরের অংশগুলোতে সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রাথমিক ভাবে বলতে পারি অ্যাম্বিগ্রাম হল এমন এক ছবি, যেটাতে বিভিন্ন বিন্যাসে দর্শকদের বিভিন্ন শব্দ দেখায়। ক্যালিগ্রাফির সাথে এটা তার পার্থক্য বলা যেতে পারে। একি শব্দের বিভিন্ন রকম অ্যাম্বিগ্রাম হতে পারে, সেটা নির্ভর করে শিল্পীর উপরে।

আবার ফেরত আসি আমার গল্পে। ড্যান ব্রাউনের বইটা দেখার পরে আমার মনে হয়, মজার ছবি তো... তবে এমনটা করতে পারা মনে হয় প্রায় অসম্ভব। তারপরও বিভিন্ন সময় খাতার মার্জিনে কলমের আঁকিবুকিতে চেষ্টা করতে থাকি। হঠাৎ কিভাবে যেন নিজের ডাকনাম (TANIM) এর একটা অ্যাম্বিগ্রাম তৈরি করে ফেলি।

TANIM

কাজটা শুরু করি এভাবে, প্রথমে নামটা সোজা ও উলটো করে লিখি, তারপরে দুই লাইনের মধ্যে মিল রাখার চেষ্টা করি। মাঝামাঝি একটা স্থানে আসলে তারপরে ক্ষান্ত দেই। এভাবেই শেষ হয় আমার প্রথম অ্যাম্বিগ্রাম । তখন মাত্র অর্কুট ব্যবহার করা শুরু করেছি। প্রোফাইলে ছবি হিসেবে সেই ছবিটা ঝুলিয়ে রাখি, বন্ধুরা দুই একজন প্রশংসা করল। তারপরে আস্তে আস্তে এর কথা ভুলেই গেলাম। অনেকদিন পরে, সেদিন কি মনে করে যেন গুগলিং করছিলাম বিষয়টি নিয়ে, বইটিতে ব্যবহৃত ছবিগুলো কার তৈরি জানার ইচ্ছা থেকে। একটা মজার ব্যাপার খেয়াল করলাম। শিল্পীর নাম জন ল্যাংডন (গল্পের নায়কের নাম কোথা থেকে পেলেন তাও এখানে জানা গেল)। জনের ওয়েবসাইট থেকে পেলাম তার আরও কিছু সৃষ্টিকর্ম। সেগুলো নিয়ে কথা বলার আগে অ্যাম্বিগ্রাম এর ইতিহাসটা একটু বলে নেই।

প্রথম পাওয়া অ্যাম্বিগ্রামটি তৈরি হয় ১৮৯৩ সালে। শিল্পী পিটার নিওয়েল যিনি মার্ক টোয়েন এবং লুইস ক্যারলের বইতে ইলাস্ট্রেশনের জন্য বিখ্যাত। তার একটি বইএর শেষে THE END কথাটি লেখা ছিল, যেটি উলটো করে পড়লে দেখা যেত PUZZLE। বইটির দ্বিতীয় খন্ডেও একই রকম অ্যাম্বিগ্রাম ছিল। পরবর্তীতে বিভিন্ন জনের আঁকায় তা লক্ষ্য করা যায়। জন ল্যাংডনের মতে তিনি নিজে এবং স্কট কিম অ্যাম্বিগ্রাম পৃথক পৃথক ভাবে আবিষ্কার করেছেন। প্রকৃতপক্ষে ৭০ এর দশক থেকেই বিভিন্ন শিল্পীর পৃথক পৃথক চেষ্টায় এই শাখাটি বিস্তৃতি পায়। প্রথমে এই আর্টটি ইনভারসন নামে পরিচিত ছিল। ১৯৮৩-৮৪ সালে প্রথম অ্যাম্বিগ্রাম শব্দটি ব্যবহৃত হয়। পরবর্তীতে ২০০০ সালে ড্যান ব্রাউনের বইতে আবারও ছাপা হয় ল্যাংডনের ৬টি অ্যাম্বিগ্রাম। দ্য ডা ভিঞ্চি কোড এবং অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স এর থিয়েটার ভার্সনেও ল্যাংডনের তৈরি অ্যাম্বিগ্রাম ব্যবহৃত হয়েছে।

ল্যাংডনের সাইট ঘুরে দেখা গেল তার দারুণ দারুণ কিছু সৃষ্টি । তবে আমার সবচেয়ে যা কাজে লেগেছে তা হল তার সাইটে দেওয়া অ্যাম্বিগ্রাম তৈরির টিপস। সেটি পড়ার পরই আমার মনে হয় আরো চেষ্টা করে দেখা যেতে পারে। এবং চেষ্টার ফল হিসেবেই অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্সের অ্যাম্বিগ্রামের আদলে আমার নাম নিয়ে তৈরি করি আমার পরের অ্যাম্বিগ্রামটি।

GMTANIM

ততদিনে শুরু হয়েছে ফেসবুক যুগ। ফেসবুকে শেয়ার করি অ্যাম্বিগ্রামগুলো। আবারো আগের মত উৎসাহ আসে। সেই সাথে যোগ হয় অনুরোধ। অনেক বন্ধু বলেন তাদের নামের অ্যাম্বিগ্রাম তৈরি করে দিতে। ঢোলের বাড়ি আর কি! আমিও চেষ্টা চালিয়ে যাই। সচল ইশতি এই সময় আমাকে বলে বাংলা অ্যাম্বিগ্রাম তৈরির কথা। বাংলা বর্ণের জটিলতার কথা বলে পালিয়ে যাই সেই দফা। তার পরামর্শ মত সচলের একটা অ্যাম্বিগ্রাম তৈরির চেষ্টা করি। ইংরেজি বা বাংলা কোনটাতেই তেমন সাফল্য মেলে না। কিন্তু কপালের জোরে একটি ইঙ্গ-বাংলা অ্যাম্বিগ্রামের সৃষ্টি করে ফেলি। এটি অন্যান্য অ্যাম্বিগ্রামের মত রোটেশনাল সিমেট্রির নয়। বরং একই লেখা বাংলা ও ইংরেজিতে পড়লে দুই ভাষার বর্ণে সচলায়তন লেখাটি পাওয়া যাবে।

সচলায়তন - SACHALAYATAN

লেখার এ পর্যায়ে বিভিন্ন প্রকার অ্যাম্বিগ্রামের বর্ণনা দিয়ে নেই। অ্যাম্বিগ্রাম অনেক রকমের হয়ে থাকে। তবে সাধারণভাবে একে দুই ভাগে ভাগ করা যায়। প্রতিসম (সিমেট্রিক) ও অপ্রতিসম (অ্যাসিমেট্রিক)। এই লেখার প্রথম দিকের গুলো প্রতিসম এবং ঘূর্ণন প্রতিসম। মানে সেগুলো ১৮০ ডিগ্রি ঘুরালেও একই লেখা পাওয়া যায়। ঘূর্ণন ছাড়াও প্রতিবিম্ব প্রতিসম (আয়নাতে দেখলেও একই রকম দেখায়), শেকল প্রতিসম(যেগুলো আলাদা শব্দ আকারে লিখলে হয় না, কিন্তু একাধিকবার টানা লিখলে প্রতিসম হয়) এসব রকমের হতে পারে । আবার অপ্রতিসম হচ্ছে যেগুলো ভিন্ন ওরিয়েন্টেশনে বা ভিন্ন ভংগিতে দেখলে ভিন্ন শব্দ পাওয়া যায়। সচলের দুই ভাষায় লেখা অ্যাম্বিগ্রামটি এমনই একটি। আবার অনেক ক্ষেত্রে এমন হতে পারে সোজা ভাবে পড়লে এক লেখা, আর ঘূর্ণনের ফলে অপর লেখা পাওয়া যায়। এরকম কিছু প্রকারভেদ উইকিপিডিয়া ও ল্যাংডনের সাইটে পাওয়া যাবে।

এইখানে আরেকটি অ্যাম্বিগ্রাম শেয়ার করার লোভ সামলাতে পারছিনা। আমার তৈরি বাংলাদেশের অ্যাম্বিগ্রাম। BANGLADESH

লেখার এই পর্যায়ে বলি বাংলা অ্যাম্বিগ্রামের কথা। বাংলায় অ্যাম্বিগ্রাম করার চেষ্টা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কার্টুনিস্ট মেহেদি হকের সাথে বুয়েট ক্যাফেতে আড্ডা দিচ্ছিলাম। ওনাকে অ্যাম্বিগ্রামের কথা বলতেই উনি মজা পেয়ে চেষ্টা শুরু করলেন। তারপরে "তানিম" নামটার একটা অ্যাম্বিগ্রাম বাংলায় তৈরির উপায় বলে দিলেন। গুরুদক্ষিণা হিসেবে তাই আমিও ওনার নামে একটি অ্যাম্বিগ্রাম তৈরি করলাম। আমার ফেসবুক অ্যালবামে সেই দু'টি রয়েছে। চেষ্টার ফলাফল হিসেবে শেষ পর্যন্ত সচলায়তন এরও একটি বাংলা অ্যাম্বিগ্রাম তৈরি করা সম্ভব হয়। জন্মদিনে দিতে পারলে ভাল লাগত কিন্তু কিছুদিন দেরি হয়ে গেল উপহারটি দিতে।সচলায়তন

সবশেষে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক দিয়ে লেখাটা শেষ করি। কারো যদি অ্যাম্বিগ্রাম তৈরির ব্যাপারে আগ্রহ থাকে তাহলে আমার মতে এই লিংকটা অনেক সাহায্য করবে। আবার কেউ যদি নিজে কষ্ট করতে না চান, তাহলে অনলাইন অ্যাম্বিগ্রাম জেনারেটরও ব্যবহার করতে পারেন। ফ্লিপস্ক্রিপ্ট ডট কম এমনই একটি সাইট। নানা ধরণের অ্যালগরিদম ব্যবহার করে তৈরি করা এই সাইটের জেনারেটরে তৈরি অ্যাম্বিগ্রামগুলো বেশ ভালো হয়। তবে কপিরাইটের ইস্যু রয়েছে সম্ভবত। নিজে নিজে শব্দ নিয়ে খেলে মজা পাওয়ার জন্যে বেশ। সব শব্দের অ্যাম্বিগ্রাম অবশ্য এই জেনারেটরেও সম্ভব হয় না। তবে এমন অটোমেটেড জেনারেটরের অ্যালগরিদম নিয়ে কাজ করতে পারলে, ভিতরের লজিকগুলো ঘাটতে পারলে অনেক ভাল লাগবে। পরিশেষে সেই বন্ধুদের ধন্যবাদ যাদের উৎসাহ নিয়ে কিছু একটা করার সামান্য চেষ্টা করতে পেরেছি।


মন্তব্য

হিমু এর ছবি
জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ হিমু ভাই।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

লীন এর ছবি

অনন্যসাধারণ। ভাইয়া অনেক দিন খাটছেন এই নিয়া...

______________________________________
বৃষ্টি ভেজা আকাশ

______________________________________
লীন

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ। শিল্পের সাথে মনের শান্তির একটা কোথায় যেন যোগ আছে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

onnorokom ekjon এর ছবি

এরপর সবাই আপনার কাছে ambigram করতে আসবে

জি.এম.তানিম এর ছবি

হাহাহা! ঢাল তলোয়ার থুক্কু কাগজ কলম নিয়ে রেডি হই তাইলে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সুহান রিজওয়ান এর ছবি

দুর্দান্ত তানিম ভাই !!!
পছন্দের পোস্টে যুক্ত করলাম...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

শান্ত [অতিথি] এর ছবি

অসাধারণ। সালাম আপনাকে

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ। সালাম!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সুমন চৌধুরী এর ছবি
জি.এম.তানিম এর ছবি

লইজ্জা লাগে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অনিকেত এর ছবি

শুধু দুর্দান্ত বললে কম বলা হয়----!!!
তুমুল হয়েছে!

জি.এম.তানিম এর ছবি

এমনভাবে বললে তো ভীষণ লজ্জা পেতে হয়... লইজ্জা লাগে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সাইফ তাহসিন এর ছবি

জটিলস্য জটিল উত্তম জাঝা!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ... উৎসাহ দিয়ে যাবেন।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রেনেট এর ছবি

দারুন!
অসাধারণ অ্যাম্বিগ্রাম , এবং একই সাথে দারুন তথ্য সমৃদ্ধ পোস্ট চলুক
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

জি.এম.তানিম এর ছবি

অনেক ধন্যবাদ রেনেট ভাই। প্রবন্ধ টাইপের আত্মকথন লেখার চেষ্টা এই প্রথম। অনেক ভয়ে আছি পাঠকের রুচি হবে কিনা ভেবে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

লাখে এক...এরকম পোস্ট!!!
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জি.এম.তানিম এর ছবি

অনেক অনেক ধন্যবাদ এমন উদার উৎসাহের জন্যে!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্বপ্নহারা এর ছবি

মহাজটিল!! মহা-অসাধারণ!!! মহা-কঠিন!!!!!
আসেন আমরা একটা ব্যবসা খুলি...আপনে বানাবেন...আমি অর্ডার নিব...দেঁতো হাসি
------------------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

জি.এম.তানিম এর ছবি

মহা-মন্তব্য! খাইছে

ব্যবসার আইডিয়া মন্দ না চিন্তিত টাকা পয়সা কেমুন আসবে সেইটা বলেন...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সিরাত এর ছবি

ভাল লাগলো দোস্ত। হাসি

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ দোস্ত!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ধুসর গোধূলি এর ছবি

- একসময় মাথায় আকুপাকু তৈরী করেছিলো এই জিনিষ। তারপর আবার জগৎ সংসারের চিপায় পড়ে হারিয়েও গেছে সেই আকুপাকু। আপনার পোস্ট পড়ে একটু গুঁতাগুঁতি করতে মোটামুটি কঙ্কালটা ধরতে পেরেছি। মাথায় ঢুকতেছে না, ফন্টগুলোর মাজেজা! ল্যাংডন সাহেবের টিপস পড়লে কাজে দিবে? নাকি আঁকিবুঁকি জানতে লাগবে? দ্বিতীয়টা হলে তো আমার অ্যাম্বিগ্রাম শিক্ষা এখানেই পরিসমাপ্তি। ছোট বেলায় ব্যাঙ আঁকলে বন্ধুরা বলতো, "বাহ্ দোস্ত, তোর আঁকা গরুটা তো জোশ!"

গরু আঁকা এই আমি অ্যাম্বিগ্রামের ফন্ট আঁকুম কেমনে? সমাধান দিয়েন বস।

আপনের অধ্যবসায়ের জন্য বিরাট একটা অভিনন্দন জিএমটি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জি.এম.তানিম এর ছবি

শুরু করে দেন... আমার যেটা মনে হয় একটা বর্ণ কত ভাবে লেখা যায়, কতটা ভেঙ্গে লেখা যায় এইটা চিন্তা করতে থাকলে অ্যাম্বিগ্রাম তৈরি করাটা অনেক সহজ হয়ে যায়। কানে কানে বলি, আঁকিবুকি জানাটা মনে হয় খুব বেশি জরুরি না, আমার গরুকে তো ব্যাং, ঘোড়া, কুমির থেকে ডাইনোশুয়ার পর্যন্ত মনে হয়... খাইছে

অনেক অনেক ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ভুতুম এর ছবি

অতীব চমৎকার! এদ্দন্ডে এই অ্যাম্বিগ্রাম খানা সচলায়তনের ব্যানারে লটকে দেয়ার ঘোর দাবী জানাচ্ছি।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

ইশতিয়াক রউফ এর ছবি

দাবিতে সহমত। ব্যানারে অ্যাম্বিগ্রাম চাই।

জি.এম.তানিম এর ছবি

অনেক ধন্যবাদ ভুতুম। ব্যানারে যদি দেওয়াই হয় তাহলে অ্যানিমেটেড জিআইএফ ফরম্যাট হলে ভাল... রোটেশনাল হলে দেখতে ভাল লাগবে... আমার আবার ফটোশপ জ্ঞান তলানিতে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

পান্থ রহমান রেজা  [অতিথি] এর ছবি

দারুণ দেখালেন তো তানিম ভাই।

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ পান্থ ভাই!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নিবিড় এর ছবি

দারুন কাজ দারুন চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ! হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

দুষ্ট বালিকা এর ছবি

কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

সবার সব কিছু হইল, কিন্তু আমারটার আর নাম গন্ধও পাওয়া গেলনা...

তুমি কচু খাও!!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

জি.এম.তানিম এর ছবি

তুই আরেকটু সবুর কর... শেষ হয়ে আসছে প্রায়!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ইশতিয়াক রউফ এর ছবি

অ্যাম্বিগ্রাম আঁকার নিয়ম ও কৌশলে অনেক দিন ধরেই প্রতিষ্ঠিত হলেও তা মোটেও সহজ না। এই শ্রমসাধ্য ও কৌশল রপ্ত করার জন্য তানিমকে অনেক অভিনন্দন।

শুধু আঁকতে পারাই অ্যাম্বিগ্রামের জন্য যথেষ্ট না। এর জন্য প্রখর কল্পনাশক্তি লাগে। আলাদা করে মুগ্ধতা জাগিয়েছে এই দিকটা।

সবচাইতে দুর্দান্ত ব্যাপার হল বাংলায় অ্যাম্বিগ্রাম তৈরি। তানিমসহ যাঁরা এর পেছনে আছেন তাঁদের অনেক অনেক অভিনন্দন। খুবই চমৎকার লেগেছে বাংলা অ্যাম্বিগ্রাম এবং দুই ভাষায় সচলায়তন লেখাগুলো।

তানিমের ফেসবুকে আরও বেশ কিছু অ্যাম্বিগ্রাম আছে। সেগুলোর লিংক এই পোস্টেই আছে। সেগুলো আঁকার সময় কী কী বিষয় মাথায় রাখতে হয়েছে, এবং ধাপে ধাপে কীভাবে আঁকা হয়েছে, সেগুলো নিয়ে পোস্টের দাবি পেশ করে গেলাম।

জি.এম.তানিম এর ছবি

একটা কথা এখানে বলে রাখি। বাংলায় অ্যাম্বিগ্রাম, বাংলায় সচলের অ্যাম্বিগ্রাম এবং বাংলাদেশের অ্যাম্বিগ্রাম সবগুলোর পিছনে একজন মানুষের গুঁতোগুঁতি রয়েছে। আর কেউ নয়, ইশতিয়াক। মেসেঞ্জারে বার বার বলেছে চেষ্টা করতে, আমার নানা অজুহাত দেখানো সত্ত্বেও।এর আগে তার মাধ্যমেই সচলের জগতের সাথে পরিচিত হই। অনেক অনেক কৃতজ্ঞতা জমে যাচ্ছে এই বন্ধুটির কাছে।

অফ দ্য টপিক (এবং ব্যক্তিগত বিজ্ঞাপন খাইছে) : ফেসবুকের যে লিঙ্কটি দেওয়া আছে তা পাব্লিক লিংক। যে কেউ দেখতে পারবেন। ফেসবুকের মেম্বার হওয়ার প্রয়োজন নেই।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই পোস্ট এবং এর কারিগর-- দুজনকেই উত্তম জাঝা!

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ pro-প্রেমিক চোখ টিপি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রায়হান আবীর এর ছবি

জাস্ট জটিল। আপনারে দেইখাই বুঝছিলাম আপনি একটা বিরাট প্রতিভা দেঁতো হাসি


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

জি.এম.তানিম এর ছবি

হ! তোমারে কইসে... চোখের ডাক্তার দেখাইতে হবে মনে হয়...

অনেক ধন্যবাদ উৎসাহের জন্যে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্নিগ্ধা এর ছবি

চমৎকার!!

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

এনকিদু এর ছবি

দারুন হচ্ছে তো কাজ গুলো । ল্যাংডনের সাইটটা দেয়ার জন্য ধন্যবাদ ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ। গুগল ঘাটলে আরো অনেক মজার মজার অ্যাম্বিগ্রামের সাইট পাওয়া যাবে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

কাজী আফসিন শিরাজী [অতিথি] এর ছবি

ফকির লালন বরাবরই সাধনার কথা বলে এসেছেন, সাধনায় মানুষ লোহাকেও কচুরিপানার মত ভাসিয়েছে পানিতে। সাধনা আর চেষ্টায় শিল্প কোন উচ্চতায় পৌছায় তা আবারো স্মরন করিয়ে দিলেন। তানিম ভাই এমন প্রচেষ্টা বিরল এবং চমকপ্রদ। এমন আরো চমক দেখার জন্য বেশ তৃষ্ণাই তৈরী করে দিলেন, অপেক্ষায় থাকলাম। অনেক শূভকামনা।

জি.এম.তানিম এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। উৎসাহময় মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

কাজী আফসিন শিরাজী [অতিথি] এর ছবি

ফকির লালন বরাবরই সাধনার কথা বলে এসেছেন, সাধনায় মানুষ লোহাকেও কচুরিপানার মত ভাসিয়েছে পানিতে। সাধনা আর চেষ্টায় শিল্প কোন উচ্চতায় পৌছায় তা আবারো স্মরন করিয়ে দিলেন। তানিম ভাই এমন প্রচেষ্টা বিরল এবং চমকপ্রদ। এমন আরো চমক দেখার জন্য বেশ তৃষ্ণাই তৈরী করে দিলেন, অপেক্ষায় থাকলাম। অনেক শূভকামনা।

কনফুসিয়াস এর ছবি

দারুণ কাজ করেছেন। গ্রেট!

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

জি.এম.তানিম এর ছবি

অনেক ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

যুধিষ্ঠির এর ছবি

অসাধারণ! মুগ্ধ হলাম!

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ ধর্মপুত্র!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

কঠিন জাঝা চলুক
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

জি.এম.তানিম এর ছবি

লইজ্জা লাগে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অমিত এর ছবি

মিসটেক করে মিস কর্ছিলাম
চলুক

জি.এম.তানিম এর ছবি

কৃতজ্ঞ হলাম পরের বার মিস না করার জন্যে!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ধুসর গোধূলি এর ছবি

- বিরাট সিরিয়াস জিনিষরে ভাই। বহুত সবুরের দরকার। আমার আবার এই জিনিষের ব্যাপক অভাব দেখা দিছে ইদানিং। গুঁতাগুঁতি কইরা প্রিয় হিমু'র নামটা নিয়াই শুরু করছিলাম। কী ফলাফল হইলো সেইটা শেয়ার করি।

প্রথমে সোজা-উল্টা লেখা নিয়া মাথায় চান্দি খাউজাইলাম পুরা একটা বেলা। অ্যাম্বিগ্রামবান্ধব নাম himu নিয়াও যে পরিমান পেইন খাইছি, একটু কঠিন চুদুরবুদুর মার্কা নাম হইলে কী অবস্থা হৈতো সেইটা চিন্তা কইরা খাবি খাই।

যাউকগা, কঙ্কাল হিসেবে himu খাড়াইলো নিম্নরূপে-
him
u

এইবার himu'র শরীরে ছাল-বাকল লাগানোর পালা। এইখানে আইসা আমি সবচাইতে পেইন খাইছি। সর্বডান আর সর্ববাম নিয়া কোনো ঝামেলা নাই, তার লগের দুইটা নিয়াও তেমন সমস্যা নাই, যতো ঝামেলা বাধলো i আর m রে যোগ করা নিয়ে। খোঁজা শুরু করলাম অ্যাম্বিফন্ট। খুঁজতে খুঁজতে একটা খনি পাওয়া গেলো বটে, কিন্তু মাইর খেয়ে গেলাম ধৈর্য্যের কাছে। এতো এতো ফন্টের ভেতরে ঠিক কোন ফন্টটা যে i-m-i একসাথে যোগ করে দেখাবে এইটা নিয়ে ব্যয় করলাম আরো দেড়টা বেলা। পরে খাতার পাতায় বিভিন্ন স্টাইলের নকশা, আঁকিবুঁকি ধুরুবাল বলে টেবিলে ফিক্যা মেরে ফেলে সব বন্ধ করে সিনেমা দেখা শুরু করলাম, আফ্রিকা স্ক্রীমস।

তবে আউটপুট খানা যা খাড়াইলো এইটা না দেখাইলে ক্যামনে হয়?
himu

আমি মানি এইটারে কয়েক দশকগুণ দর্শনীয় করা সম্ভব। কিন্তু ঐযে ধৈর্য্যের অভাব। ফন্ট খুঁইজা খুঁইজা অক্ষর বাইর করার কুদি পাইলাম না বইলা himu এযাত্রা আমার হাতে পইড়া স্বয়ংক্রিয় না হইয়া হস্তচালিত অ্যাম্বি হইয়াই রইয়া গেলো!

তানিম, ভাইরে এতো পেইন নিছেন ক্যামনে আপনে? ব্যাড্ডাই আপনে একটা। স্যালুট আপনেরে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

খাইছে!!!!! আপনেও................????????

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার প্রকৃতিপ্রেমিক নামটাকে করে দেননা ভাইডি চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি
জি.এম.তানিম এর ছবি

আপনি লোকটা আসলেই বস! আপ্নারেও স্যালুট! দারুণ হইতেসে আপনারটা...

লাইগা থাকেন... নতুন নতুন আরো দেন... একা একা পাগলামি করতে ভাল্লাগেনা... গ্রুপ পাগলামির মজা আলাদা... দেঁতো হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

দ্রোহী এর ছবি

অসাধারণ, দুর্দান্ত শুধু এটুকু বলে চলে গেলে কাজটা এবং এর পেছনের কষ্টটুকুকে খাটো করা হবে।

আমি শমচৌদার সাথে কন্ঠ মিলিয়ে বলবো, লাখে একটা পোস্ট।

জি.এম.তানিম এর ছবি

লইজ্জা লাগে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তানবীরা এর ছবি

মিলিওনিয়ার হওয়ার পথে আমাদের তানিম। আমাদেরকে ভুলে যেও না আবার
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

জি.এম.তানিম এর ছবি

হা হা হা! এইটা একটা কথা কইলেন আপু! কাক বক এঁকে কে কবে মিলিওনার হইসে? তবে আপনাদের ভুইলা যাব এইটা ভাবলেন কেমনে? মন খারাপ
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আরে বাহ!
____________
অল্পকথা গল্পকথা

জি.এম.তানিম এর ছবি

হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

শাহেনশাহ সিমন এর ছবি

আসলেই লাখে এক পোস্ট! জটিল কাজ জটিলভাবে সমাধা করলেন দেখে জটিলরকমের ভাল্লাগছে।

_________________
ঝাউবনে লুকোনো যায় না

জি.এম.তানিম এর ছবি

অনেক ধন্যবাদ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

তানিম ভাই, অজস্র ধন্যবাদ এই লেখাটি দেবার জন্য। আমি অনেকদিন ধরেই এ্যম্বিগ্রাম বানানোর চেষ্টায় ছিলাম। বেশ কিছু বন্ধুর নামের এ্যম্বিগ্রাম করে দিয়েছিলাম (যদিও কোন ছিরিছাদ ছিলো না) ইংরেজীতে। যদিও তারা মর্ম বুঝতে পারে নাই :(। আপনার এ পোস্টটা অনেক কাজে আসবে বলে মনে হচ্ছে। বাংলা এ্যম্বিগ্রাম করার চেষ্টা করেছিলাম বেশ কয়েকবার, তার পর মাত্রা এবং রেখার বৈচিত্রের কারনে আর তৈরী করা হয়ে ওঠেনি। আপনার পোস্টটা পড়ে আবার চেষ্টা করার ইচ্ছে হলো। স্বার্থপর মানুষ বলে নিজের নামের এ্যম্বিগ্রাম দিয়েই শুরু করলাম।
http://photos-h.ak.fbcdn.net/hphotos-ak-snc3/hs189.snc3/19656_1330423864415_1345533775_30942118_4339316_n.jpg
ফালতু হয়েছে, জানি। কিন্তু একবার শুরুতো করা হলো।
অশেষ ধন্যবাদ গুরু।

---- মনজুর এলাহী ----

অতিথি লেখক এর ছবি

তানিম ভাই, অজস্র ধন্যবাদ এই লেখাটি দেবার জন্য। আমি অনেকদিন ধরেই এ্যম্বিগ্রাম বানানোর চেষ্টায় ছিলাম। বেশ কিছু বন্ধুর নামের এ্যম্বিগ্রাম করে দিয়েছিলাম (যদিও কোন ছিরিছাদ ছিলো না) ইংরেজীতে। যদিও তারা মর্ম বুঝতে পারে নাই :(। আপনার এ পোস্টটা অনেক কাজে আসবে বলে মনে হচ্ছে। বাংলা এ্যম্বিগ্রাম করার চেষ্টা করেছিলাম বেশ কয়েকবার, তার পর মাত্রা এবং রেখার বৈচিত্রের কারনে আর তৈরী করা হয়ে ওঠেনি। আপনার পোস্টটা পড়ে আবার চেষ্টা করার ইচ্ছে হলো। স্বার্থপর মানুষ বলে নিজের নামের এ্যম্বিগ্রাম দিয়েই শুরু করলাম।
auto
ফালতু হয়েছে, জানি। কিন্তু একবার শুরুতো করা হলো।
অশেষ ধন্যবাদ গুরু।

---- মনজুর এলাহী ----

জি.এম.তানিম এর ছবি

এটাকে ফালতু বলা বেশি রকমের বিনয় হয়ে যাচ্ছে। ভালো হয়েছে। আরও করতে থাকুন। কয়েকটা করলেই দেখবেন মাথায় চড়ে বসেছে। (উদাহরণ হিসেবে সচলদেরই দেখুন না কেন?)

কেউ বাংলায় অ্যাম্বিগ্রাম করছে দেখতেই ভালো লাগে। আমার কাজে কেউ উৎসাহিত হলে সেটা শতগুণে অনুপ্রেরণা হয়ে ফেরত আসে। অনেক ধন্যবাদ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মৃদুল আহমেদ এর ছবি

ভয়াবহ অবস্থা দেখি... এই পোস্ট কিনা এতদিন মিস কইরা ছিলাম!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

জি.এম.তানিম এর ছবি

এবারে জরিমানা দিন। টানা কিছুদিন ছড়া চাই আপনার। অনেক ফাঁকি দিয়েছেন।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

বর্ষা এর ছবি

বুনোহাঁসকে ধন্যবাদ, লিংক্টা দেবার জন্য, এতোদিন পড়িনি তো!! দারুন তানিম, দারুন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ বর্ষাপু। বুনোহাঁসকেও ধন্যবাদ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অনন্যা এর ছবি

দারুন!!...অসাধারণ।।!!!...সত্যি প্রশংসণীয়...হাসি

জি.এম.তানিম এর ছবি

অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মেঘা এর ছবি

ভাইয়া অসাধারণ লাগলো!! খুব ইচ্ছা করছে আমিও চেষ্টা করি কিন্তু কিভাবে কি করে করবো কিছুই বুঝতেই পারছি না মন খারাপ

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ। এই লিঙ্কে সচলে ছাপা হওয়া অ্যাম্বিগ্রাম বিষয়ক সমস্ত লেখকের পোস্ট রয়েছে। কীভাবে কী করতে হবে সেটা নিয়ে কয়েকজনের লেখা আছে। সেগুলো দেখতে পারেন। এছাড়া, আমার এই লেখায় ল্যাংডনের সাইটের যে টিউটোরিয়ালের লিঙ্ক আছে সেটাও দেখতে পারেন।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।