টিভি নিয়ে জরিপ

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ১০/০৫/২০১০ - ১:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছোট্ট একটা জরিপ। বিশ্বের যে কোনো দেশেই বাস করুন না কেন, ঘরে টিভি থাকলেই অংশগ্রহণ করতে পারেন। একটাই অনুরোধ, একটু কষ্ট করে গুণেগেঁথে সঠিক সংখ্যাটা বলুন।

এই জরিপে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে আরেকটা ছোটো পোস্ট দিতে চাই। আপনাদের সময়ের জন্যে অসংখ্য ধন্যবাদ।


মন্তব্য

পাঠক [অতিথি] এর ছবি

ঢাকা শহরে ৩/৪টি প্রধান অপারেটর-এর একটির উইকি পেজ পেলাম। তাদের ৮২টি চ্যানেল লিস্ট দেখুন

http://en.wikipedia.org/wiki/United_Communication_Service

হিমু এর ছবি

আমি আসলে দর্শক টিভিতে কয়টি চ্যানেল পাচ্ছেন, সেটা জানতে চাইছি। সব টিভি সেটে সব চ্যানেল সরাসরি আসে না।

লিঙ্কের জন্যে ধন্যবাদ।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

অতিথি লেখক এর ছবি

হিমু ভাই আপনার এই জরিপের উদ্যোগকে স্বাগত জানাই আশা করি সিনেমার উপরও যদি এরকম একটা জরিপ চালাবেন তবে জরিপ শুধুমাত্র সচলে ব্লগারদের মাঝেই এটা সীমাবদ্ধ না রেখে বাকি ব্লগগুলিতেও এই জরিপ কার্য পরিচালনা করেন. বর্তমানে আমি প্রবাসি এবং ছাত্র একারনে ঘরে টিভি নেই তবে দেশে থাকতে জীবনের একটা বড় সময় বোকার বাক্স এর সামনে পার করেছ। ফারুকির কেরাম বা ৪২০ যেমন দেখেছি সে রকমভাবে একতা কাপুরের সিরিয়াল কিউকি সাস ভি কাভি বহু থিও মিস করতাম না কখনও ! এ অভিজ্ঞতা থেকে বলতে পারি জরিপের প্রশ্নের কিছুটা পরিমার্জন দরকার কারণ প্রবাসে কারো ঘরে কে কয়টা চানেল দেখবে তা নির্ভর করে তার ব্যক্তিগত রুচির উপর যেহেতু পেইড চানেল ব্যবস্থা সেখানে ,কিন্তু বাংলাদেশে কার টিভিতে কয়টা হিন্দি চানেল কয়টা বাংলা চানেল কিংবা ইংলিশ চানেল থাকবে তা নির্ভর করে যে লাইণ সরবাহ করে তার মর্জির উপরে একারনে কার ঘরে কয়টা টিভি চানেল আছে এ প্রশ্নের সাথে কে কোন চানেলের পিছনে সবচেয়ে বেশি সময় দেয় এবং হিন্দি, ইংরেজি, বাংলা চানেলের কোন অনুষ্ঠানটা তার প্রিয় এ প্রশ্নগুলিও এড করেন, আর একটা ব্যাপার হচ্ছে জরিপের ফর্ম পূরণ করার সময় সবাইকে অনেষ্ট হতে হবে কারণ নিজেরে বেশি বেশি দেশপ্রেমি দেখানোর জন্য অনেকেই ব্লগে এসে আমাদের সংস্কৃতির উপর হিন্দি ইংরেজির আগ্রাসন বলে বড় বড় লেখা দিলেও ঠিকই টিভি সিট অন করলে তখন এ সব বেমালুম ভুলে যায়। নিজের কথাই বলি বাইরে মানুষের সামনে এফডিসি মুভি গুলার অশ্লীলতা নিয়ে তুলাধুনা করলেও কলেজ জীবনে ক্লাস ফাকি দিয়ে দোশ্তদের সাথে নিয়ে ডিপজলের মুভি দেখা ছিল আমার একটা বড় বিনোদনঃ) জরিপের সঠিক চিত্র পাওয়ার জন্য সকলকে সঠিক তথ্য দেওয়ার জন্য অনুরোধ করলাম।

হিমু এর ছবি
ধুসর গোধূলি এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

বিশ্বের যে কোনো দেশেই বাস করুন না কেন, ঘরে টিভি থাকলেই অংশগ্রহণ করতে পারেন।

বুঝেছি, আপনার ঘরে টিভি নাই মনে হয় চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি

- সেইজন্যই বাবাজীর দৃষ্টি আকর্ষণ করলাম। জরিপে অংশ নিতে হলে সিঁড়ি ডিঙ্গিয়ে ওপরের তলায় বারোয়ারী টিভিকক্ষে তশরিফ আনতে হইবে। গিয়ে হাতের তালুতে থুতু লাগিয়ে, ঘঁষে ঘঁষে রিসিভারের "একবার কাজ করে, তো একবার করে না" বোতাম চেপে চেপে বের করতে হবে জর্মন চ্যানেল ছাড়া কয়টা ভিন্দেশী (!) চ্যানেল ধরে! বহুত খাটুনী! বয়স্ক মানুষ বাবা, এতো কষ্ট কি সইবে এই বুড়ো হাঁড়ে! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

এরশাদকে বলিস মরার পর হাড্ডিগুলি তোর নামে লিখে দিয়ে যেতে।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

অতিথি লেখক এর ছবি

আমার মনে হয় আপনি দেশে এসে, মোষের গাড়ি্তে বসে খাঁচির খাঁচি আম শেষ করতে করতে অংশ নিতে পারেন! চিন্তিত খাইছে

যাযাবর ব্যাকপ্যাকার
___________________
নীলগিরি ডাকছে আমায়
ভাসতে হবে মেঘের ভেলায় ...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওরে হাঁটুপানির কাইন্ঠা দস্যু আমি তো টিভিই দেখি না। আমার কী হবে রে?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

এই যে, এইটাই আমিও বলেছি গতকালকেই মনে হয়!
আমি এখন পাইরেটেড-ডাউনলোডেড জিনিস ছাড়া আর কিস্যু দেখি না জলদস্যু (টিভিদস্যু চিন্তিত) ভাই। দেঁতো হাসি

যাযাবর ব্যাকপ্যাকার
___________________
নীলগিরি ডাকছে আমায়
ভাসতে হবে মেঘের ভেলায় ...

দ্রোহী এর ছবি

জরিপে অংশগ্রহণ করলাম। হাসি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এই জরিপটাতে অংশ নিতে গেলে বাসার টিভির রিমোটটা নিয়ে (অধিকাংশ সময় ছেলের দখলে থাকে, বাকি সময় কই থাকে তা ছেলে বলতে পারবে) গোড়া থেকে শুরু করে প্রায় ৭৯/৮০ টা চ্যানেল ঢুঁড়ে (সাথে সাথে কোনটা কোন ভাষার লিখে রাখতে হবে) তারপর সচলে বসে লিখতে হবে। জরিপটা আমার জন্য একটু কঠিন হয়ে গেল।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

দুর্দান্ত এর ছবি

আটবছর নিরামিশ ওলন্দাজ কেবল টিভি খেয়ে খেয়ে চোখে চড়া পরে যাচ্ছিল। তাই গত মাসে একটা স্যাটালাইট কিট কিনে 'নিজে করি' ভিত্তিতে লাগিয়ে ফেল্লাম। কেবল অপারেটরের খেতায় আগুন। এখন তিনটা উপগ্রহের মাগনা চ্যানেল আছে তার সবগুলোই হাতের মুঠোয়। বাংলা চ্যানেল পাওয়া গেছে ৫ টা। অন্যদিকে হিন্দী-উর্দু চ্যানেল হাজার-বেশুমার-ধুন্দুমার। আরও আছে প্রায় অসীম সংখ্যার ফিল্ম চ্যানেল। প্রতি রাতেই ১০-১২ টাতে ভাল ছবি দেখাচ্ছে। গত একমাস টরেন্ট ডাউনলোড এর কথা মনে আসেনি।

দময়ন্তী এর ছবি

এইটা কদ্দিন খোলা থাকবে? মানে, আমি এই সপ্তাহান্তে টিভি কিনব, তাই জিগ্যেস করছিলাম৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

দিগন্ত এর ছবি

আমার টিভিতে বাংলা-হিন্দি কোনো চ্যানেলই নেই। আমি বাংলা প্রোগ্রাম দেখে নিই ইন্টারনেটে - মূলত টক শো জাতীয় প্রোগ্রাম, বা বাংলা সিনেমা। হিন্দি প্রোগ্রাম দেখিনা, ভারতে থাকতেও দেখতাম না। ভারতীয় যা প্রোগ্রাম দেখি সবই একচেটিয়া ইংরেজী - বিশেষত সিএনএন-আইবিএন ও এনডিটিভি।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

বইখাতা এর ছবি

ভালো। চ্যানেল গুনে দেখতে হবে, তারপর জরিপে অংশ নেব।

নূপুরের ছন্দ এর ছবি

জরিপে অংশগ্রহন করলাম।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি টিভি একেবারেই দেখি না। টিভি বেশিরভাগ সময় মা মেয়ের দখলে থাকে। নূপুর তো দেখলাম জরিপে অংশ নিলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

- আমার মনেহয় জরিপটা টিভি চ্যানেল ভিত্তিক না হয়ে অনুষ্ঠান ভিত্তিক হলে আমাদের যাদের টিভি নাই কিন্তু নেটে গুঁতাগুঁতি করে নানা অনুষ্ঠান দেখে থাকি, তারাও অংশ নিতে পারতাম।

জি সিনেমা দেখার সৌভাগ্য না হলেও আমরা নেটে ভেজাফ্রাই ডট কম বা ইন্টারভাল ডট ইন— এ হিন্দি ছবি দেখি। স্যাটেলাইট কানেকশন না থাকলেও নানা ফোরামে গিয়ে এনডিটিভি ইমাজিনের সিরিয়াল গুলো নামিয়ে দেখে থাকি। জাম্প টিভির মেম্বারশিপ থাকলে সেখানেও বেশ কিছু অনুষ্ঠান দেখা হয়। বিবিসি, সিএনএন, সিএনবিসি এগুলো তো অনেকেই অনুসরণ করি আমরা। আর হাতের কাছে ইউটিউব তো আছেই।

সম্ভব হলে জরিপটা একটু সম্পাদনা করে আবার দে। ভালো সাড়া পাওয়া যাবে, বোধকরি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

জরিপে অংশগ্রহণ করলাম।

যদিও জরিপের উদ্দেশ্য সম্পর্কে ধারণাটা পরিষ্কার হলোনা। আশা করি ফলাফল বিশ্লেষণ দেখে পরবর্তীতে বুঝে নিতে পারবো।

নবীন পাঠক

shahriarsajib@gmail.com

আনন্দী কল্যাণ এর ছবি

টিভি নাই মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।