বরাহদের গোপন সক্রিয়তা, অনলাইনে মুক্তিযুদ্ধের ভিডিও-ক্লিপস সরিয়ে ফেলার অপচেষ্টা

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ১৩/০৭/২০১০ - ৯:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কীন বিশ্ববিদ্যালয়ের এই পেইজটিতে মুক্তিযুদ্ধের ওপর বেশ কিছু ডকুমেন্টারির লিঙ্ক তালিকাবদ্ধ করা হয়েছিলো।

প্রতিটি ভিডিও ইউটিউবে কোনো বরাহশাবক রিপোর্ট করে সরিয়ে ফেলেছে।

আপনাদের প্রতি অনুরোধ, মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ সংক্রান্ত যে কোনো ভিডিও ক্লিপ ডাউনলোড করে আবার আপলোড করে দিন অন্যান্য ভিডিও-হোস্টিং সাইটে। ভিমিও ইউটিউবের একটি চমৎকার বিকল্প। এ ছাড়াও অসংখ্য ভিডিও হোস্টিং সাইট রয়েছে, বেছে নিন।

আপলোড করার পর লিঙ্কটি বা লিঙ্কগুলো নিজের কাছে সংরক্ষণ করুন। চট করে প্রকাশ করার প্রয়োজন নেই। যখন প্রয়োজন হবে, শেয়ার করবেন।

শুয়োরের বাচ্চারা কয়টা ক্লিপ সরাবে? যতবার সরাবে, আমরা ততবার তুলবো।

গুরুত্বপূর্ণ খবরটা দেয়ার জন্যে টীঙ্গুকে ধন্যবাদ।


মন্তব্য

কৌতুহলী এর ছবি

চিন্তার কথা। কী বলে রিপোর্ট করেছে, সেটা কি জানা গেছে? ইউটিউব টাইপের সামাজিক সাইট, যেগুলো ইউজার ফিডব্যাকের উপর চলে, সেগুলোতে ভুল রিপোর্ট করে সরানো সহজ হলেও ঠিকমত ডিফেন্ড করতে পারলে ভুল রিপোর্টকারী পার পাওয়ার কথা না, যদিও পুরো প্রসেসটায় একটু সময় লাগে।

গৌতম এর ছবি

কারো কাছে মুক্তিযুদ্ধ-বিষয়ক এরকম কোনো লিঙ্ক থাকলে আমাকে কিংবা WCSF-এ লিঙ্কটি পাঠিয়ে দিতে পারেন।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কনীনিকা এর ছবি

ঠিক এই আশঙ্কাটার কথাই কিছুদিন আগে আমি আর আমার এক বন্ধু আলোচনা করছিলাম! ভিডিওগুলো ডাউনলোড করে ব্যক্তিগত সংগ্রহে রেখে দেয়ার কথা ভাবছিলাম, কিন্তু নেটের ধীর গতি আর ঘন ঘন লোডশেডিং এর কারণে শেষ পর্যন্ত করা হয়ে ওঠেনি। মন খারাপ

------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.

------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.

অগ্নিবীণা এর ছবি

আমরা বার বার ভুলে যাই ওদের চক্রান্তের কথা...কিন্তু বাস্তবতা হলো ওরা এখনো স্বাধীন বাংলার বিরুদ্ধে প্রচন্ড রকম সক্রিয়! হিমুকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ ব্যাপারটি গোচরে আনার জন্য!

মাহবুব লীলেন এর ছবি

সমর্থন

বাউলিয়ানা এর ছবি

শুয়োরের বাচ্চারা যে এমন করতে পারে, তা আগেই জানতাম।

কিন্তু কথা হচ্ছে ইউটিউবেতো মুক্তিযুদ্ধ সম্পর্কিত আরও কিছু ক্লিপ এখনো আছে। সেগুলোও কি তারা এভাবে রিপোর্ট করে সরিয়ে ফেলতে পারবে? এন্টি রিপোর্টিং জাতীয় কিছু কি আছে যাতে সেগুলো আবার উদ্ধার করা সম্ভব?

অন্য ভিডিও আপলোডার সাইট একটা ভাল অপশন। কিন্তু ইউটিঊব যেরকম জনপ্রিয় তাতে ভিডিও ক্লিপগুলো সেখানেও রাখার ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখা জরুরী।

অছ্যুৎ বলাই এর ছবি

কেন ইউটিউব থেকে মুক্তিযুদ্ধের ক্লিপ সরানো সমর্থন করি:

১। মুক্তিযুদ্ধের অনেক ক্লিপেই ভায়োলেন্স আছে। যেমন, ঢাকা ইউনিভার্সিটি ম্যাসাকারের যে ভিডিও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর টেক করেছিলেন, তাতে অনেক গোলাগুলি দেখতে পাওয়া যায়। এছাড়া অনেক ভিডিওতেই আগুন বা মৃতদেহ দেখা যায়। কোনো কোনো ভিডিওতে ধর্ষিতার ছবি বা সাক্ষাৎকারও আছে। এগুলো কোমল তুলতুলে বাচ্চামানসের জন্য অনেক ক্ষতিকর।

২। এসব পুরোনো কাসুন্দি ঘেটে দেশকে বিভাজনের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এখন বিভাজনের সময় নয়, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার সময়।

৩। সর্বোপরি মানবতার প্রশ্ন। এসব ভিডিও দেখলে মানুষ হিসেবে অন্যের প্রতি ঘৃণা সৃষ্টি হবে। পাকিস্তানীরা কিংবা রাজাকার, আল-বদররাও মানুষ। তাদের প্রতি ঘৃণা সৃষ্টিকারী এসব ভিডিও মানবতার জন্য বিরাট হুমকিস্বরূপ। যারা অন্যায় করেছে, তাদের বিচার হোক। কিন্তু এসব ভিডিও দেখলে একটা জাতি বা গোষ্ঠী বা দল বা সংঘের প্রতি ঘৃণা সৃষ্টি হতে পারে, যা মানব সভ্যতার জন্য অকল্যাণকর। আমরা এখন আর প্রাগৈতিহাসিক যুগে বাস করি না, আমরা উত্তরাধুনিক যুগের মানুষ। আমাদেরকে এসব মানায় না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ফায়ারফক্সাররা এই এড-অনটা ইন্সটল করে নিতে পারেন ... তারপর এমন কোন ভিডিও দেখলে এক ক্লিকে হার্ডড্রাইভে নামায়ে রাখেন ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

অ।ন।ন এর ছবি

কয়টা সরাবে ালারা? বিকল্প আছে।

শাফি [অতিথি] এর ছবি

ডাউনলোড তো করবো, কিন্তু যে ভিডিও গুলা রিমুভড হইছে সে গুলা কি ফিরে পাবার আর কোনো উপায়ই নাই? কী লজ্জার কথা, ছি ছি...ওরা সামান্য ভিডিও সহ্য করতে পারল না অথচ ৭১-এ তো ওরাই সব করেছিল।

শাফি।

আরিফ জেবতিক এর ছবি

আজকে আরো দুইটা ধাড়ি শুওর ধরেছে। হাসি
ইনশাল্লাহ আগামী কয়েক বছরে মগবাজার থেকে পে করার মতো কোনো শুওর থাকবে না, তখন আর এসব ঝামেলা হবে না। আপাতত কয়েকটা দিন রয়ে সয়ে।

হিমু এর ছবি

হ, কালুতে পড়লাম, কাশু বরাহের সাথে টেকাপয়সা নিয়া নাকি গণ্ডগোল।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

রাগিব এর ছবি

----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | টুইটার

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

এসএম এর ছবি

কোনো একটা অফশোর হোস্টে আপলোড করে দেয়া যায়। রিপোর্ট নিয়ে চিন্তা কম।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সচলে কি কোনো একটা কিছু খোলা যায় না? যেখানে সবগুলো ভিডিও আপলোড করে রাখা যাবে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সচল জাহিদ এর ছবি

এইটাতে সমর্থন দিলাম

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অতিথি লেখক এর ছবি

সহ-জিজ্ঞাস্য (সহমতের মত)

পলাশ রঞ্জন সান্যাল

মাসকাওয়াথ আহসান এর ছবি

সচলায়তনে একটা গ্যালারী ৭১ করা গেলে মনে হয় প্রদর্শন সংরক্ষণ দুটোই ভাল হয়। হিমুকে ধন্যবাদ খবরটা জানানোর জন্য।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

ধুসর গোধূলি এর ছবি

- ভিডিও হোস্ট করতে গেলে, সেই ভিডিও এক্সেস করার সুযোগ রাখতে হলে সচলায়তনের পরিধি মনেহয় অনেক অনেক গুণ বিশাল করতে হবে। এটা আমার কাছে সচলায়তনের একটা সীমাবদ্ধতাই মনে হচ্ছে আপাতত। মুর্শেদ হয়তো বিশদে বলতে পারবে এ নিয়ে।

ইউট্যুবের বাজে একটা দিক হলো, কেউ রিপোর্ট করলেই ভিডিও সরিয়ে দেয় এবং তারপর এর আপলোডারকে জানায়। আর আপলোডার তারপর সারাদিন, মাস, বছর কান্নাকাটি করলেও তেমন কোনো ফল আসে না।

অথচ, ভিডিওটা সরানোর আগেই আপলোডারকে সেটা জানানো সমীচীন হওয়ার কথা ছিলো তার ব্যাখ্যা চেয়ে।

যারা এ ধরনের ভিডিও আপলোড করবেন, তারা ইউট্যুবকে হিসাব থেকে বাদ রেখে আপলোড করতে পারেন। অন্য যেকোনো হোস্টিং সাইটে ভিডিও তুলে দিয়ে সেটা ফেসবুক, টুইটার, বায্- যার হাতে যা কিছু আছে তাই দিয়ে ছড়িয়ে দিতে চেষ্টা করুন আনাচে-কানাচে। সাথে ব্যাকআপ রেখে দিন নিজের পিসিতে, নিজস্ব সাইটে, গুগল সাইটে, বক্স ডট নেট প্রভৃতিতে। তারপর খালি কপি আর পেস্ট।

কয়টা মুছবে বরাহের বাচ্চারা? এক ইউট্যুব থেকে মুছলে আরও দশটা সাইটের লিংক যোগ হবে। এক ব্যবহারকারীর ভিডিও মুছলে আরও দশজন আমরা সেটা তাদের নাকের ডগায় তুলে ধরবো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অনিন্দ্য এর ছবি

আচ্ছা,মেটাক্যাফে সাইট ও কিন্তু ভিডিও আপলোড করার জন্য ভালো। ওখানে রাখা যায় না?
সাইট হিসেবে মেটাক্যাফেও কিন্তু অনেক জনপ্রিয়।

দ্রোহী এর ছবি

মন খারাপ

কয়েকটা ডাউনলোড করে রাখলাম।


কি মাঝি, ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।