কথা নয় চুপ চুপ, নিশ্চুপ, আঁধারের গান শুধু শুনবো

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ২৩/০৮/২০০৭ - ১১:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার খুব প্রিয় একটা গান। এর গীতিকার বা সুরকারের নাম জানিনা, কার গাওয়া ভুলে গেছি। চান্দাচাম্পু যুবরাজ আর বিদ্যুৎ মিত্র টুকুর পাল্লায় পড়ে যখন প্রতি সন্ধ্যাতেই ভুগতাম দীর্ঘজীবী শক্তিচ্ছেদে, তখন হেঁড়ে গলায়, কখনো গীটার কখনো হারমোনিয়াম সহযোগে এই গান গাইতাম।

আজ এই পরিস্থিতিতে, যখন দেশে সান্ধ্য আইন সারা দিন জুড়ে সন্ধ্যা ছড়িয়ে দিচ্ছে, তখন এই গানটাই ঘুরে ফিরে মনে পড়ছে। কারফিউ শুরু হয়েছে, "সুযোগসন্ধানী" মহলের ভাঙচুর বন্ধ হয়েছে, জেনে ভালো লাগছে, কিন্তু সুযোগের সন্ধান পেয়ে ছাত্রদের ধরে নির্বিচারে পেটাচ্ছে দেশের বীর সেনা, জেনে একদম ভালো লাগছে না।

আঁধারের গানই শুনতে পাচ্ছি বিজ্ঞজনের মুখে। কথা নয়, সবাই চুপ, অ্যাকদম চুপ, নইলে মেরে পস্তা উড়িয়ে দেবো চুদিরভাই সিভিলিয়ান কোথাকার।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মন খারাপ

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কেমিকেল আলী এর ছবি

আমরা সিভিলিয়ান তো জলপাইয়ের কাছে চুদির ভাই-ই।

মুহম্মদ জুবায়ের এর ছবি

আমার পিতার এক বন্ধুকে বলতে শুনেছি, বাংলাদেশে যুদ্ধ কখনো হবে না, যদি হয় আমাদের জেতার সম্ভাবনা শূন্য। তাহলে এতো বড়ো আর্মি আমাদের দরকার কি?

দরকার অবশ্যই আছে। নিরস্ত্র হাত-পা বাঁধা মানুষকে পিটিয়ে শুইয়ে দিয়েও বিজয়ী হওয়া যায়। যায় না?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আছহাবুল ইয়ামিন এর ছবি

একটি ব্যপার মনে হয় বাদ পড়ে যাচ্ছে।

প্রতিরক্ষা বাহিনী যত বড় হবে, তত বেশী যুদ্ধাস্ত্রের প্রয়োজন হবে। বড় বড় ফ্রিগেট আর বেশি বেশি মিগ-২৯ কিনতে হবে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হুমম।।।।

দ্রোহী এর ছবি

ঘটনা কি? সোনা(!)বাহিনী ধইরা নিয়া গেল নাকি?


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।