গাংচিলের পালকের ওম

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: বিষ্যুদ, ০২/০৮/২০০৭ - ৫:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মোর ঘুম ঘোরে এলে মনোহর
নমঃ নমঃ নমঃ নমঃ ।

জাগ্রত অবস্থায় এসেছিলো
হুট হাট করে গাংচিল এর পাখনায়,
মোহময়ী নদীর মত দুকূল আছড়ে
তখন ও জপে যাই ,
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
একি মোর অপরাধ ।

বললে এটা ব্যামো,
চোখের ব্যামো
মনের ব্যামো,
সকাল বিকেল হরিৎ পাতা চিবোও, কালা জিরা দিয়া
ব্রেইন ও খুলবে, চোখ ও আর টাটাবে না।

হাত ধরে ডাক দিলে
চলো না ঘুরে আসি কফি হাউসে
আমি আবার একমনে ভাবি বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
যারে পাবি তারে ছোঁ।

কিন্তু আমি কেন?
আমি কি তবে বুড়ো নাবিক
পথ দেখাতে এসেছে গাংচিল,
স্বচ্ছ স্রোত চিরে ছুটে যাবে সলজ্জ ঢেউ ভেঙ্গে
আমার স্বপ্ন তরী।

প্রথম টিউশানির বেতন পেয়েছে
প্রথম আয়,প্রথম ব্যয়
মাঝখানে আমি হয়ে গেলাম নিদারুণ ভাবাপন্ন অব্যয়ী ভাব সমাস,
যে সমাস বিস্তৃত ও হয়না, সংকুচিতও হয় না
ঠায় দাঁড়িয়ে থাকে
অবিচল
স্থানু।

গাংচিলের পালকের ওমে,
লুকিয়ে থাকা স্বপ্ন নিয়ে চলো যাই
স্বপ্নচূড়ায়।

বুড়ো নাবিক নিয়েছিল হট-চিলি স্যুপ
নাকের মুখের পানিতে ভেসে গেল
আদিগন্ত বিস্তৃত জাহাজের ডেক।

আর গাংচিল, বুড়ো নাবিকের
স্বপ্নভূমির সন্ধানে রিকশার হুড ফেলে রওয়ানা দিল ।

১৪'ই জুলাই, ২০০৬

* নটে গাছ কিন্তু এখানেই মুড়োয় নি।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

মাইকেল টু সাইকেল -সবাইরে মিলাইয়া চিলি সস বানাইয়া দিলেন?

বুড়ো নাবিককে নাকানিচুবানি খাইয়ে গাংচিল চলে গেলো শেষে? সোনালী ডানার চিল, ফিরে আসবে তো আবার কোনো মেঘের দুপুরে?

নটে গাছ মুড়ায়নি যখন,আশাবাদী ব্যাকরনের বিস্তৃতির সম্ভাবনা থেকেই গেলো তবে ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

নতুন কিছু নাযিল করেন দাদা। সবাই ফাঁকি মারলে কেমনে কি?


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হযবরল এর ছবি

বিস্তৃতির সম্ভাবনা আদিগন্ত,নিজেকে সম্প্রসারনশীল এবং
সহমর্মী রাখতে পারাটাই এখন কাজ। তবে গ্লোবাল ওয়ার্মিং ভাবিয়ে তুলেছে। বুঝলেন হাসান মোরশেদ।

নাযিল করবো! কি বলো ঝরা? হেরা গুহায় কে অপেক্ষা করছে ? @ ঝরা।

হাসান মোরশেদ এর ছবি

উষ্ণতা তো সম্প্রসারন বান্ধব বলেই জানতাম হে !

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

পুরো পৃথিবীটাই তো এখন একটা গুহা হে ব্রাদার।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সেই রকম!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।