Humor in Uniform

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: শুক্র, ২১/০৯/২০০৭ - ৯:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

রিডার্স ডাইজেস্ট হাতে পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে ‘Laughter the Best medicine’ পড়ে ফেলা। সেই সাথে বিভিন্ন আর্টকেল এর শেষে টিপ্পনি মার্কা জোক্স পড়ে ফেলা, বেশ কিছুদিন যাবৎ ওরা নতুন একটা বিভাগ চালু করেছে। সেটা হচ্ছে ‘Humor in Uniform’। মার্কিনিদের উর্দি নির্ভরতার জন্য করেছে কি না জানি না, তবে আমি পছন্দ করি। সত্যি বললে বলতে হয় বেশ পছন্দ করি। এবারের সংখ্যায় সামরিক বাহিনীর অতি সতর্কতা বিষয়ক একটা জোক পড়লাম, শেয়ার করবার লোভ সামলাতে পারলাম না। দেশের বর্তমান অবস্থা ও, বোধহয় আমার এই মানস গঠনের জন্য কিছুটা দায়ী।

The MILITARY leaves nothing to chance, as shown by a Department of Defense manual that includes the definition of what a first page is:

If the document has no front cover, the first page will be the front page. If it has a cover, the first page is defined as the first page you see when you open the cover. In some documents, the title page and the first page may be the same.’- ELEUTERIO EVANGELISTA


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

হাহা হা !!
বেশ মজার।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অছ্যুৎ বলাই এর ছবি

হা হা হা! কোনো কোনো ডকুমেন্টে লাস্ট পেইজই যে ফার্স্ট পেইজ, এটা ডেফিনিশনে বাদ গেছে। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতিথি লেখক এর ছবি

চমৎকার!
আমার কালেকশনে প্রচুর ফৌজি কৌতুক আছে। 'জলপাই-প্রীতি আমার অত্যন্ত প্রবল' বলে সোৎসাহে সংগ্রহ করে চলেছি বহু বছর হলো। একবার ভেবেছিলাম, সচলায়তনে ছাড়তে শুরু করি। পরে মনে হলো, ফরম্যাটে খাপ খায় না।

- সংসারে এক সন্ন্যাসী

হাসান মোরশেদ এর ছবি

হাসি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।