যাপিত জীবন-০৬ : : আপনার আরডস নাম্বার কত ?

ইমরুল কায়েস এর ছবি
লিখেছেন ইমরুল কায়েস (তারিখ: শুক্র, ০৭/১১/২০০৮ - ২:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আরডসআরডস<১> কয়েকদিন আগে গ্রাফ থিওরির ক্লাসে স্যার জিজ্ঞাসা করলেন তোমাদের কারও কি নিজের আরডস নাম্বার জানা আছে । আমরা আকাশ থেকে পড়লাম । কে এই আরডস ? আমাদের কাছে কি আদৌ তার কোন নাম্বার থাকার কথা ? থাকলে জানি না কেন ? মহাখাপ্পা বিষয় হয়ে যাচ্ছে না ! তবে স্যার যখন জিজ্ঞাসা করছেন তখন নিশ্চই আমাদের আছে ! আমরা সবাই আরডস নাম্বার থেকেও না জানার বিহবলতা থেকে তার দিকে তাকালাম । স্যার বলতে শুরু করলেন ।

আরডস সাহেব একজন হাঙ্গেরিয়ান গণিতবিদ । গণিতবিদ তো কি হয়েছে ? কেন তার নম্বর থাকবে ? আসলে আরডস সাহেব ছিলেন একজন অমানুষিক(!) গণিতবিদ । ওনার ১৫০০ খানা গণিত বিষয়ক রিসার্চ পেপার আছে । যারা রিসার্চ কাজে আছেন তারা জানেন এতখানা বিসার্চ পেপার থাকার মানে কি ! আরডস এই বিশাল কাজগুলো করেছেন ৫১১ জন সাঙ্গপাঙ্গ নিয়ে । এই সাঙ্গপাঙদের আরডস নাম্বার ১ আর আরডস সাহেবের নিজের আরডস নাম্বার ০ । আরডস নাম্বার ২,৩ এগুলো তাহলে কাদের । আরডস নাম্বার ২ হল তাদের যারা আরডসের সাঙ্গপাঙদের সাথে অন্তত একখানা পেপার বের করতে পেরেছেন যদিও এরা সরাসরি আরডসের সাথে কোন কাজ করেন নি । এভাবে আরডস নাম্বার ৩ কাদের সেটা এখন নিশ্চয় বুঝতেই পারছেন ।

স্যার এটা বলার পর আমরা বুঝে গেলাম যে আমাদের আরডস নাম্বার ১ হওয়ার কোন কারন নেই কারন আরডস সাহেবের সাথে কাজ কোনদিন করেছি বলে মনে পড়ে না ! আরডস নাম্বার ২,৩,৪ কিছু একটা হওয়ার কারন থাকতে পারে কিন্তু সেটা নির্ভর করছে স্যারের উপর । অনেকেই তো ওনার আন্ডারে থিসিস করছি । যা-তা করে খেটেখুটে স্যারের সাথে একটা পেপার বের করলেই হল । ব্যস আরডস নাম্বার আর ঠেকায় কে ? স্যারের আরডস নাম্বারের সাথে ১ যোগ করলেই হবে । আমরা আরডস নাম্বার প্রাপ্তির আশায় স্যারের মুখের দিকে তাকালাম । স্যার বললেন তার আরডস নাম্বার ৩ হতে পারে । মুখটা চকচক করে উঠল আমাদের । ৪ আরডস নাম্বার প্রাপ্তি তাহলে সময়ের ব্যাপার মাত্র ? যাক না আর কয়েকটা দিন ।

* আরডস নাম্বার নির্ণয়ের একখানা তালিকা দিলাম । দেখুন খুঁজে পান কি না আপনার আরডস নাম্বার কত ?

<২> আরডস সাহেবের কিছু মহান উক্তি -

১। শিশুরা হল এবসাইলন (গণিতে ক্ষুদ্র ধনাত্বক মান সূচিত করতে এবসাইলন ব্যবহৃত হয়) ।

২। নারীরা হল বস(Boss) , নররা কৃতদাস (!)।

৩। যে গণিত করা বন্ধ করেছে সে মৃত ।

৪। বিবাহিত পুরুষ বন্দী ,অবিবাহিত পুরুষ মুক্ত ।

৫। সঙ্গীত মানে হল গোলমাল , কলরব , অহেতুক শব্দ ।

----------------------------------------------------------
উত্তর বাংলার অনাহারী যুবক


মন্তব্য

তুলিরেখা [অতিথি] এর ছবি

গণিতবিদ ভদ্রলোক সত্যই মানুষ না! ১৫০০ পেপার !!!!!!!উফফফ
লোকটা খেত কখন? ঘুমতো কখন? ওনার বৌছেলেমেয়েকেই(যদি থাকে) বা নিয়ে বেড়াতে যেত কখন?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পুরাটা তো ভালোই ছিলো... এই ৫ নম্বর উক্তিটা কইরাই তিনি আমার চিত্ত থেকা উইঠা গেলেন...
এইটা কি কইলেন উনি? গণিত দিয়া কি হয়? সঙ্গীত ছাড়া তো দুনিয়া আন্ধা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ডেপথ অফ এ জেনারেল ট্রি। আমার আরডস ইনফিনিটি - যেহেতু রুট থেকে কোন পাথ নাই আমার পর্যন্ত।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

খেকশিয়াল এর ছবি

সঙ্গীত নিয়া কথাটা মানতে পারলাম না আর বোধকরি কখনই ঠিক না, আমার চিন্তায় সঙ্গীতও গণিত ।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা (সব জানি কি না নিশ্চিত না, তাই লগিন করলাম না) এর ছবি

মনে পড়ে গেল, মেটাল ব্যান্ড মাডভেইন (Mudvayne) এর কথা, যারা নিজেদের দাবি করে ম্যাথ মেটাল ব্যান্ড নামে।

তানিয়া এর ছবি

আরডস স্যার মনে হয় তিশমার গান শুনার পরে এই কথা বলেছেন হো হো হো

জিজ্ঞাসু এর ছবি

খেকশিয়াল ঠিক বলেছেন। আসলে সঙ্গীতে কিন্তু যথেষ্ট গণিত আছে। গাণিতিক সমন্বয়হীন হলে সঙ্গীত বেসুরো হয়ে পড়ে।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

ইমরুল কায়েস এর ছবি

আরডস মনে হয় মিছা কন নাই । আমার এক বন্ধুও সঙ্গীতের উপর এরকম ক্ষ্যাপা । তার কথা হল "সাধারণ কথাবার্তা এরকম সূর দিয়ে কইতে হবে ক্যান" । নেন , এরে এখন কি বুঝাইবেন ?
----------------------------
কেউ একজন অপেক্ষা করে

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
আপনার বন্ধু তো মিছা বলে নাই।
এই লাইনে তো কখনো ভাইবা দেখি নাই। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সঙ্গীতে যে গণিত আছে তা কিন্তু আমাদের প্রমিথিউস বিপ্লব প্রমাণ কইরা দিছে... তার একটা কি জানি গান আছে না? এক এক্কে এক... (আমি তার গান শুনি না বিধায় মনে করতে পারতেছি না) সম্ভবত গানটার শিরোনাম নামতা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আলমগীর এর ছবি

শেষ পাঁচটা কথার অর্থ বুঝলাম না। অনুবাদে কিছু হারায়নি তো?
১৫০০ পেপার থাকা কেউ ফালতু কথা কবেন না নিশ্চয়ই।

ইকারুস_ এর ছবি

৫ নম্বরটা ঠিক আছে ,,,,,,,হারায় নি অনুবাদ
Music is noise , unnecessary sound

রণদীপম বসু এর ছবি

আরডসের ৩ নম্বর উক্তি অনুয়ায়ী মৃত মানুষের পক্ষ হইতে আমি প্রথম দুইটি নিয়া কোন মন্তব্য করিব না, কেননা কিছুই বুঝি নাই।

চতুর্থ উক্তিটি যথাযথ গাণিতিক মন্তব্য হইয়াছে।

তবে পঞ্চম উক্তিতে ইহা স্পষ্ট যে, আরডস গান গাহিতে মঞ্চে উঠিয়া নিশ্চয়ই পঁচা ডিমের ঢিল খাইয়াছিলেন ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

আরডস নাম্বার পেতে হলে কি শুধুমাত্র গণিতের উপরই পেপার থাকতে হবে?

ইমরুল কায়েস এর ছবি

না। আরডসের সহকারী বা তার সহকারী কিংবা তারও সহকারী কিংবা তারও.........সাথে পেপার থাকলেই হল ।
----------------------------
কেউ একজন অপেক্ষা করে

অতন্দ্র প্রহরী এর ছবি

তাহলে তো আমার আরডস নাম্বার থাকার ক্ষীণ একটা সম্ভাবনা আছে... আপনার দেওয়া লিংকটা ভালোভাবে দেখে নেই তাহলে... হাসি

আরিফ জেবতিক এর ছবি

আরডস বলিয়াছেন :
৫। সঙ্গীত মানে হল গোলমাল , কলরব , অহেতুক শব্দ ।

তখন কি হিমুর শৃগালায়তন ছিল ?

আরডস বিষয়ে যারা জানল , তাদের কোন নাম্বার নাই ? তাহলে আমরাও একটা আরডস নাম্বার পাইতাম । হাসি

বজলুর রহমান এর ছবি

১।এরড্যোস কখনও বিয়ে করেন নি, তাই সাংসারিক সব ঝামেলামুক্ত ছিলেন।
২। হাঙ্গেরীয় ইহুদী ধর্মে অবিশ্বাসী ছিলেন, তাই ধর্মকর্মে সময় নষ্ট হয় নি।
৩। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রথমে সংযুক্ত থাকার পরে যাযাবরের মত প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে ঘুরে বেরিয়েছেন। ক্লাসে পড়াতে হয় নি, খাতা দেখতে হয় নি, গবেষণা সুপারভাইজ করতে হয় নি (প্রথম দিকে তিন চারটি ছাড়া)।
৪। খুব যত্নের সাথে পরবর্তী সহযোগী খুঁজে চলতেন, যাঁরা সক্রিয়, যেখানে ভাগ বসানো যায়।
৫। প্রচুর কফি আর এম্ফিটামিন খেতেন, যাতে ঘুম না পায়।
৬। তা সত্ত্বেও দীর্ঘজীবন (৮৩) লাভ করেছিলেন, ফলে অনেক পেপার লিখে যেতে পেরেছেন।

তবে গণিতের ইতিহাসে সর্বকালের সব চেয়ে উৎপাদনশীল প্রতিভা ছিলেন অয়লার।

ইমরুল কায়েস এর ছবি

তথ্যের জন্য ধন্যবাদ । গণিতের ইতিহাসে সর্বকালের সব চেয়ে উৎপাদনশীল প্রতিভা ছিলেন অয়লার কথাটা ঠিক ।
----------------------------
কেউ একজন অপেক্ষা করে

এনকিদু এর ছবি

অয়লার সম্পর্কে কোথাও পড়েছিলাম, ১৯ সন্তানের জনক এই ভদ্রলোকের বাড়িতে সবময়ই এমন একটা পিচ্চি থাকত যার দিকে সর্বক্ষন নজর রাখা দরকার । বিভিন্ন সালে অয়লার বিভিন্ন সন্তানকে কোলে বসিয়ে রেখেই তার গবেষণা পত্র গুলো লিখতেন । এই লোক আসলেই বাপ !!

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তুলিরেখা [অতিথি] এর ছবি

অথচ অয়লারের বিয়ে হয়েছিলো, অনেক ছেলেমেয়ে ছিলো!!!!!! চিন্তিত

রাগিব এর ছবি

হা হা, আমার এরডোশ নাম্বার কিন্তু ৩। তা হলো এইভাবে।

পল এরডোশ -> রুথ সিলভারম্যান -> বিল ইয়ুরচিক -> আমি

---------

কাজেই এরডোশ নাম্বার চাইর বানাতে চাইলে ভাইসব একটু আওয়াজ দিবেন চোখ টিপি

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

এনকিদু এর ছবি

আমারো ৩, কমিয়ে ২ করার ইচ্ছা আছে জানিনা সম্ভব হবে কিনা ।

যতদূর মনে পড়ে কোথাও পড়েছিলাম Erdös এর উচ্চারন আরডিশ । ভুল করে থাকলে শুধরে দিয়েন ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তুলিরেখা [অতিথি] এর ছবি

১৯ না, ১৩ জন ছেলেমেয়ে ছিলো লিওনহার্ড অয়লারের। তাদের মধ্যে ৬ জন বড়বেলা পর্যন্ত বেঁচেছে। বাকীরা শিশুবয়সেই মারা যায়, তখন গোটা দুনিয়াতেই শিশুমৃত্যুর হার অনেক বেশী ছিলো।

রেজওয়ান এর ছবি
s-s এর ছবি

ইন্টারেস্টিং , কিন্তু সঙ্গীত নিয়ে উল্টাপাল্টা বলার মানে কি?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।