সাতরঙ্গা আলো...

দুষ্ট বালিকা এর ছবি
লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: মঙ্গল, ১৬/০৩/২০১০ - ৪:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Orient sky smile up on us
As we pledge our love anew
Holy Cross, we shall be loyal
Holy Cross, we shall be true...

প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় গনগনে রোদের মাঝে দাঁড়িয়ে সিস্টার পলিন, সিস্টার জোসেফ মারি আর সিস্টার মেরিয়ান টেরিজার সোপরানোদের মতো গায়কীকে কানের বারোটা বাজাতে দিয়ে আড়াইশ ছাত্রীর সামনে যখন মাইকে এই গান গাইতে হতো তখন কায়মনোবাক্যে কলেজ থেকে আস্ত অবস্থায় বেরোতে চাইতাম! হলিক্রস সঙ্গীত ছাপিয়ে তখন 'তুলি দুই হাত, করি মোনাজাত, হে রহিম রহমান...' ধরনের গান মাথায় ঘুরত!

এরপরে সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসেবে দিন পেরিয়েছে বহু... ২০০৪ এর সেই তরুণ দিনগুলো এখন ছয় বছর আগের অতীত। ভাবতে বসলে নিজেকে এখন বুড়ো লাগে... আজ যখন হঠাৎ কলেজের জন্য মন কেমন করতে শুরু করলো তখন ভাবলাম...আচ্ছা, আমি যদি বুড়ো হই তবে আমার প্রিয় শিক্ষক শিক্ষিকারা যাদেরকে কলেজে পড়ার সময়েই মনে হতো থুত্থুরে, তাঁদের কী বলবো? শুনেছি মিত্র স্যার অবসর নিয়েছেন, ক্যান্সারে মারা গেছেন প্রীতি মিস, সিস্টার পলিনের শরীরও ভালো নেই, আইডি স্যার বিয়ে করেছেন, কলেজে কমার্স ফ্যাকাল্টি খোলা হয়েছে, এরকম কতশত কথাই কানে আসে, কিন্তু অলস আমার ২০০৪ এ ফেলে আসা প্রাঙ্গনে পা বাড়ানো হয় না আর...

হুড়মুড় করে বেড়িয়ে আসা স্মৃতিদের শেষমেশ বলতে হয়, 'রোসো!' কান-মাথা গরম হয়ে যাচ্ছে, চোখের কোণে কি দু'ফোঁটা নোনা পানি? 'আমার?' 'কলেজের জন্য?' এও কী সম্ভব? প্রতিদিন ওভারব্রিজ পার হতে হতে যে আমি ভাবতাম কী করলে আজকের দিনটা ঝামেলা বিহীন কাটাবো, তার জন্যে কলেজের জন্য 'পেটপুড়া!' বলতে গেলে একটা অসম্ভব ব্যাপার! কিন্তু খোদা আমাকে এমন দিনও দেখালো! দেরাজ ঘেঁটে কলেজের পরিচয়পত্র বের করলাম, স্যুভেনিরটা ঝোলানো ছিলো আয়নার পাশেই। পেন্সিল দিয়ে চশমা আঁকা ছবিটা দেখে হাসি সামলাতে পারলামনা... আয়নায় দেখতে পেলাম ফ্রক পরা সেই আমাকে যে কিনা প্রতিদিন দাঁতমুখ খিঁচাতো কলেজের পোশাক [ফ্রক] পরার সময়! ক্ষোভে-দুঃখে-বঞ্চনায় যাকে শাস্তির ভয় দেখিয়েও নটরড্যাম কলেজে বিভিন্ন প্রতিযোগিতায় কলেজের পোশাকে পাঠানো যেতনা!

পরিচয়পত্রে সেই ভয়াবহ ছবি!
ID card...

স্যুভেনির, কলেজের শেষ দিনে পাওয়া...
souvenir...

আহ! সেই দিনগুলো! মিত্র স্যারের 'ওরা এগারোজন', ক্লাসে আসার সাথে সাথে যাদের উনি আলাদা করে ফেলতেন প্রতিষ্ঠিত ক্রিমিনাল বলে! বেশিরভগ ক্লাসে আমার স্থান হতো উনার টেবিলের সামনের চেয়ারে কারণ আমার শরীর থেকে নাকি 'রেডিয়েশন' বের হয়! তাই আমার চারপাশের মেয়েরা সব হাসে! প্রীতি মিসের "রক্তাক্ত প্রান্তর" নাটক পরানোর মাঝে রোল প্লেয়িং এর সময় জিনিয়ার 'আতা খাঁ! আতা খাঁ!! আতা খাঁ!!!' সংলাপের পর আমার চাপা গলায়, 'ওরে! এতো আতা খাসনে, পাতলা ছাড়া শুরু হবে যে!' শুনে 'আতা খাঁ' রুপী কাশফির হাসতে হাসতে পড়ে যাওয়া! মিস এমির প্রিয় পাত্রী হওয়ায় রীনা মিসের অবধারিত কম নাম্বার, আমাদের সেই উদ্ভট গানের দল 'ফাঁটা বাঁশ!' এর নানা প্যারোডি, বারো মাসের তেরো পার্বনে উৎসবমুখর কলেজ প্রাঙ্গনে আল্পনার কাজ, আইডি স্যারের ব্যাবহারিকের চাপে আমাদের নাভিঃশ্বাস উঠা, বুড়ো ধাড়ি কলেজের মেয়েদের জন্যেও সিস্টার জোসেফ মারির সাপ্তাহিক হাতের লেখা ক্লাস... এসব ছাঁপিয়ে মনে পড়ে সিস্টার পলিনকে... আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার, যাকে দেখলে মেয়েদের মুখ শুকিয়ে আমশি হতো, গমগমে ক্লাসরুমে তৈরী হতো পিনপতন নীরবতা, কী করে যেন ২০০২-০৪ শিক্ষাবর্ষের সবচেয়ে দুষ্ট বালিকাটি স্থান করে নেয় এই ভীতিকর সিস্টারের হৃদয়ে! পড়ালেখায় ভীষণ অমনোযোগীর ছাত্রীটিকে মনোযোগী করার দায়িত্ব যেন শুধুই তাঁর! প্রতিদিন টিফিন ব্রেকে জাতীয় সঙ্গীত গাইবার পরে দুষ্ট বালিকাটিও তার টিফিন বাক্স হাতে হাজির হতো উনার দরজায়, হাত নেড়ে ছুটিয়ে দিতো কথার ফোয়ারা! কৃতজ্ঞতার অন্ত নাই এই সিস্টারের কাছে, গভীর ভালোবাসায় অভিমানী বালিকাটিকে যিনি সময় দিয়েছেন প্রতিদিন, মন খারাপের আবোলতাবোলের শ্রোতা হতে গিয়ে অসুহিষ্ণু হয়ে উঠেননি একবারও! উনার গাছের আম চুরি করে, গাছ থেকে লাফ দিয়ে উনার সামনে পরে যখন আমার গলা শুকিয়ে কাঠ, তখনও রেগে যাবার বদলে উনার হাসি চাপার প্রচেষ্টা দেখে দুষ্ট আমার উল্লাস, এসব স্মৃতি ভুলি কী করে?

বাম দিক থেকেঃ পদার্থ বিজ্ঞানের মিত্র স্যার, রসায়নের সরকার স্যার, গণিতের সাত্তার মিস!
Mitra sir, Sarkar Sir, Sattar Miss

বাম দিক থেকেঃ সিস্টার জোসেফ মারি, স্টুডেন্ট অ্যাডভাইজার সিস্টার পলিন, রসায়নের মান্নান মিস, আর মানবিকের দুইজন শিক্ষিকা...
Sister Joseph Marie, Sister Pauline, Mannan miss, arts er teacherera...

সিস্টার শিখার সাথে দেখা হয়েছিলো বছর দুয়েক আগে আড়ং এ, পেছন থেকে ডাক দেবার পরে নিজে থেকে পরিচয় দিতে হয়নি! আমার নাম, রোল নাম্বার, দুষ্টুমীর কিছু ঘটনা সব মনে রেখেছেন উনি! তারপর যখন জড়িয়ে ধরলেন তখন জাবির উপস্থিত বন্ধুদের ফ্যালফ্যাল দৃষ্টি উপেক্ষা করেও চোখের পানি আটকানো অসম্ভব হয়ে পড়েছিলো!

স্কুলের কথা নাহয় আরেকদিন হবে... দশ বছর কাটিয়েছি যে স্কুলে সংখ্যা বিচারে উল্লেখযোগ্য ঘটনা অবশ্যই সেখানেই বেশী! তবে ২৪ বছরের আমার- মন ও মানসিকতার গঠনে হলিক্রস, আমার প্রিয় কলেজের অবদান কোনও অংশে কম নয়! আমার প্রিয় বিদ্যায়তন, প্রিজমের ভিতর দিয়ে আনন্দের সাতরঙ্গা আলোর প্রদর্শক, তোমারে সেলাম!

আমাদের গানের দল, ০৩ ব্যাচের বিদায়ী অনুষ্ঠানে 'আই হ্যাভ আ ড্রিম' গাইবার দিনঃ আমি ক্যামেরার পিছে বলে এইখানে অনুপস্থিত!
amader ganer dol...

আমাদের স্কুলের যে ক'জন হলিক্রসে এসেছিলাম...
Preparatory group in HCC

এবার একটা গান...


মন্তব্য

কাকুল কায়েশ এর ছবি

আহহা, একটা ফাটাফাটি রিইউনিয়ন হয়ে গেল দেখছি আপনাদের। বেশ ভাল লাগল দেখে।
যাই হোক, রেকর্ড ভাঙ্গতে তো মনে হয় আর দেরি নাই। সর্বোচ্চ মন্তব্যের রেকর্ডটা আসলে কত? (লাগলে আমিও কিছু সাহায্য করতে পারি)!

=====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

দুষ্ট বালিকা এর ছবি

কায়েশ ভাই, হেহেহে সত্যিই...মজা হলো অনেক... হাসি

বিডিয়ারের পোস্টে মন্তব্যের সংখ্যা ৩১৭...এত সোজা না...অনেক বাকি! খাইছে

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

কাকুল কায়েশ এর ছবি

এহ, টার্গেটটা আরেকটু কম হলে ভাল হত!

একটা আইডিয়া দিতে পারি......(আইডিয়াটা এসেছে আজকে বাচালায়তনের আড্ডার বিষয়টা থেকে, যেখানে পাত্রীর জন্য বিভিন্ন বয়সের সচল-হাচল কান্নাকাটি শুরু করে দিসে)।

আপনারা বিভিন্ন ব্যাচের ক্রসামাররা তাদের স্ব স্ব ব্যাচের যোগ্য বান্ধবীদের ফটো (গ্রুপ ফটোও হতে পারে, কিন্তু অবশ্যই জুমায়িত) পোস্টাইয়া দেন।
আমি নিশ্চিত, এতে বিডিয়ারের রেকর্ড তো বটেই, লারার রেকর্ডও ভেঙ্গে যাবে। চোখ টিপি

====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

শরতশিশির এর ছবি

এজন্যই নাম 'বাচালায়তন' - সব কাছা খুলে কথা বলতে থাকে কিছুক্ষণ পরেই।

না, সেটা হচ্ছে না (আপনার সাজেশান অনুযায়ী করণীয়)। এতদূর কথা হয়েছে, সেই ঢের বেশী। হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

দুষ্ট বালিকা এর ছবি

আইডিয়া পঁচা...খেলুম্না...খাইছে

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

কাকুল কায়েশ এর ছবি

হাহাহা......রেকর্ড ভাঙ্গাটাই আমার মূল উদ্দেশ্য ছিল কিন্তু চোখ টিপি
====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

দুষ্ট বালিকা এর ছবি

তা আর হবে বলে মনে হয়না! খাইছে

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

চড়ুই এর ছবি

হলিক্রস থেকে বের হয়েছি '৮৮ তে, অনেকদিন পর এ লেখা পড়ে পুরোনো অনেককিছুই মনে পড়লো। কতদিন সেদিকে যাওয়া হয়না। চাকরীর সুবাদে অবশ্য সিস্টার জোসেফ মেরীর সাথে কয়েকবারই দেখা হয়েছে এবং আশ্চর্য উনি এই মার্কামারা আমাকে ঠিকই চিনতে পেরেছিলেন। ভালো শিক্ষকরা মনে হয় এমনই হন, নিজ সন্তানের মত ছাত্রদের কথাও তাঁদের মনে থাকে।

মুস্তাফিজ এর ছবি

হলিক্রস থেকে বের হয়েছি '৮৮ তে
বুড়ী

...........................
Every Picture Tells a Story

দুষ্ট বালিকা এর ছবি

আপ্নে কি সেদিনের নওল কিশোর? খাইছে

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শরতশিশির এর ছবি

ইশ! মুস্তাফিজ ভাই যেন ''হেইয়ো, গ্রামের নওজোয়ান''! দুই হাতে আপনের বয়স গোনা যায় না, আবার ডায়ালগ! খাইছে

নাহ্‌, রিতা ভাবিকে বলতে হবে যে কে যেন ওনাকে ''খান্ডারনী'' বলছে! দারান! চোখ টিপি দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

লাবণ্য [অতিথি] এর ছবি

বাহ্‌! এখানে দেখি এখনও আলো জ্বলছে!

উদ্ধৃতি
হলিক্রস থেকে বের হয়েছি '৮৮ তে
বুড়ী

মন্তব্যে আপত্তি জানিয়ে গেলাম। আমি ও যে ...... মন খারাপ

মুস্তাফিজ এর ছবি

আপত্তি গৃহীত হইলো উইদয়াউট এনি ভেলিড রিজন

...........................
Every Picture Tells a Story

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ লেখাটা পড়ার জন্যে... হাসি মানুষ হিসেবে আমি মনে হয় কিছুটা অকৃতজ্ঞ গোছের...তাই বের হবার পর আর ওপথ মাড়াইনি...তবে স্মৃতিকাতরতায় আজকাল না যাবার জন্যে নিজেকে চড় মারতে মন চাইলেও ওভারব্রিজটা পেরোনো আর হয়ে উঠেনা... মন খারাপ

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

কই গেল সব নোনতা আর মিডারা? চোখ টিপি খাইছে

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

শরতশিশির এর ছবি

তুমি আবার কাকে কাকে ডাকাডাকি করছো? তোমার ''দা ......" নামটা কি এত সহজে ভুলে গেলা? খাইছে

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

দুষ্ট বালিকা এর ছবি

আপু, ঐযে ইনিতো গাছেরটা খেয়ে তলারটাও কুড়ানোর পাব্লিক! খাইছে

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

যা পাই তাই লাভ গড়াগড়ি দিয়া হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

দুষ্ট বালিকা এর ছবি

গরররররর... :|

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

প্রেজেন্ট প্লিজ! খাইছে

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রেনেট এর ছবি

আইছি যতক্ষন, ট্রিপল সেঞ্চুরীটা করেই যাই!
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দুষ্ট বালিকা এর ছবি

রেনেটদা, আপ্নের কী হইসে! ইয়ে, মানে...

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রেনেট এর ছবি

উইকেটে টিকে থাকলে রান হবেই।
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দুষ্ট বালিকা এর ছবি

আমি সেই তখন থেকে হাস্তেসি... হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

হুমমমম...কন্সেন্ট্রেট ভাইয়া... খাইছে

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রেনেট এর ছবি

মনঃসংযোগ বজায় রাখতে হবে।
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দুষ্ট বালিকা এর ছবি

একা একা কত কথা বলেরে! খাইছে

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রেনেট এর ছবি

ট্রিপল সেঞ্চুরী!
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দুষ্ট বালিকা এর ছবি

ইয়েই... [হাহহাহহাহা... ]

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

একটি শিশিরকণা এর ছবি

২০০৭ এ সব বান্ধবীদের খবর দিলাম ২৩ তারিখ রিয়ুনিওন এ আইস, দেখা হবে বহুদ্দিন বাদে, কিন্তু যেদিন রাতে রিয়ুনিওন হইল, সেদিন রাতে এয়ারপোর্ট বসে ছিলাম বিলাতের প্লেন ধরতে। এইবার ইনশাল্লাহ ডিসেম্বরে দেশে যাব, কোনভাবেই রিয়ুনিওন মিস করব না। কবে হচ্ছে এইবার?
আহারে স্কুল কলেজের কত যে স্মৃতি!
@ দুষ্ট বালিকা, তোমার 'i have a dream' গানের দলে আমার চাচাতো বোনের মুখ দেখলাম (একদম বামে দাঁড়ানো ) , ও '০৪ ইন্টার। (আমি '৯৯ স্কুল, ০১' কলেজ)

আমার বোন, বন্ধু দুই ই আছে ভিকি, মানুষ ভালো মন্দ কেমন হয় সেটা শুধু স্কুলের উপর আমার কাছে মনে হয় অরা হইতেছে্‌ 'material girl', ওদেরকে এটা শিক্ষা দেয়া হয়, জ়ীবনে সফল হবার উপায় হিসেবে। এরা বিচারবুদ্ধি খাটায়া বৈষয়িক লাভ লোকসান চিন্তা করে সিদ্ধান্ত নেয়।
আর আমাদেরকে ঘর ঝাড়ু দেও, মাদার তেরেসা হোমের জন্য টাকা তুল, গার্মেন্টসের মেয়েদের পড়ালেখা শিখাও কত সব আজাইরা কাজ যে করাইছে... লাভ কি হইছে জানি না, কিন্তু ক্রসামারদের দেখছি, বেশিরভাগ follow your heart মুডে চলে, লাভ- ক্ষতি পরে চিন্তা করে। মানুষ ভাল হইলে হার্ট ভাল কথাই বলে। চোখ টিপি

অকুতোভয় বিপ্লবী এর ছবি

ম্যাটেরিয়াল গার্ল...ভাল বলেছেন, আমারো তাই ধারণা। বৈষয়িক লাভ চিন্তা না করলে আর সফল কেম্নে !!
Follow your heart ভাল মানুষের মুড, কোন সন্দেহ নাই, কারণ আমিও এউ মুডে চলি (আমার দাবি) চোখ টিপি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

শরতশিশির এর ছবি

দাল্লু ভাইজান, অনেক হইসে আপনার, এখন বাড়িত যান।

একে তো লবণখোর, আবার ওদিকে সুবিধাবাদী দ্য গ্রেট। তোমার তো সিরিয়াস খবর আসে আমার সামনে পড়লে, হে হে! দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

আর বলবেন্না আফামণি, চান্স পেলেই ব্যাড জোকের জইন্য এমনিতেই খুন করে ফেলার অফার....থুড়ি....হুমকিতে আছি, ম্যালা টেন্শন ইয়ে, মানে...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

দুষ্ট বালিকা এর ছবি

শেষ মন্তব্যের সাথে মোটামুটি একমত যে আমাদের শেখানো হতো হৃদয়বৃত্তি... তবে ভিকিদের ব্যাপার জানিনা, আমার খুব ভালো কিছু বন্ধু ভিকি, কিন্তু ওদের কখনও এমন মনে হয়নি! ইয়ে, মানে...

রিইউনিয়নে আমারো যাওয়া হয়নি! কখনই! দেখি এইবার... হাসি

আপু, ধন্যবাদ মন্তব্যের জন্য!

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।