হারিকেন সিডর -- আর্থিক সাহায্য পাঠানোর লিংক

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: রবি, ১৮/১১/২০০৭ - ১২:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রবাসী অনেক বাঙালি বিভিন্ন প্ল্যাটফরমে দেশের এই দুর্যোগমুহূর্তে সাহায্য পাঠানোর উপায় জানতে চাইছেন। প্রতিবছর ভার্জিনিয়া টেকের ছাত্রদের উদ্যোগে দেশে আর্থিক ও সামাজিক সাহায্য দেওয়া হয়। টাকা পাঠানোর জন্য এই লিংক অনুসরন করুন।

http://www.bang.org.vt.edu/makhan.html

এই ওয়েবসাইটে PayPal-এ ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা দেবার সুযোগ আছে। টাকা জমা হবে Association for Bangladeshi Students at Virginia Tech-এর অ্যাকাউন্টে। বিশ্বস্ততার প্রশ্নে দ্বিধা না থাকলে টাকা পাঠাতে পারেন।

আন্তর্জাতিক অনেক সাহায্য-সংস্থা থেকেও টাকা নেওয়া হচ্ছে। সকলকে অনুরোধ জানাচ্ছি নিজ নিজ পছন্দের চ্যারিটিতে টাকা জমা দেবার। দেশে টাকা পাঠানোই মুখ্য। আমরা আমাদের সঞ্চিত ফান্ডের টাকা এই মুহূর্তে পাঠাচ্ছি। বাকি টাকা নিয়ে এখানকার ছাত্ররা আগামী দুই সপ্তাহের মধ্যেই দেশে যাচ্ছে।

PayPal-এর খাবলে খাওয়া ন্যূনতম ফাইন্যান্স চার্জ বাদ দিয়ে পুরো টাকাই আর্তদের সাহায্যে যাবে। বড় সংস্থার মত জৌলুস বা ওভারহেড খরচ থাকবে না আমাদের কার্যকলাপে। অনুগ্রহ করে এই লিংকটির কথা ছড়িয়ে দিন চেনা মহলে।

জিজ্ঞাস্য থাকলে মন্তব্যে প্রশ্ন রাখুন। সকলকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তে,

ইশতিয়াক রউফ
প্রেসিডেন্ট, এবিএস-ভিটি


মন্তব্য

নিঘাত তিথি এর ছবি

ইশতিয়াক,
আমি আপনার অনুমতি না নিয়েই এই লিংক অনেককে দেয়া শুরু করেছি। এখন সেই কথা বলতে এসে এই পোস্ট দেখলাম। আমার ব্লগস্পটে এই লিংকটি দিয়েছি। এছাড়া অরকুট, ফেসবুক ইত্যাদি কমিউনিটিগুলোতে ছড়িয়ে দিবো।
আবারো ধন্যবাদ।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ইশতিয়াক রউফ এর ছবি

আমাকে ধন্যবাদ দেবার কিছুই নেই এখানে। এই পেজ আগে থেকেই তৈরি ছিল। গেল বছর এখানে 'ভবদহ' নিয়ে টাকা তোলা হয়েছিল। এসএসসি পরীক্ষার ফি দিয়েছিলাম আমরা ওখানকার ছাত্রদের। এবার কথা ছিল বাড়তি টাকা দিয়ে বৃত্তির ব্যবস্থা করে দেওয়া হবে শীতের ছুটিতে। এই চিন্তা থেকেই প্রায় সব ছাত্র এবার দেশে যাচ্ছে। কে জানে, আদৌ সেই চর/গ্রাম আর আছে কিনা সিডরের পর।

কালোবিড়াল এর ছবি

Hello Ishtiaq, made a small donation there (definitely, my paypal name will not appear as'কালোবিড়াল').I appreciate your initiative.

দ্রোহী এর ছবি

আমার সামর্থ্য খুবই কম। তারপরও খুব সামান্য কিছু অর্থ সাহায্য করলাম। আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনগুলোতে গুতোগুতি করা শুরু করেছি। দোয়া করবেন সবাই।

সেভ দ্য চিলড্রেন - ইউ. এস এর মাধ্যমে তিনবার চেষ্টা করলাম। বললো, কার্ড এরর। এখন যদি দেখি তিনবারই অ্যাকসেপ্ট হয়েছে তাহলে আগামী সপ্তাহে আমার জন্য একটা ফান্ড খুলতে হবে।


কি মাঝি? ডরাইলা?

ইশতিয়াক রউফ এর ছবি

ডরাইয়ো না, মাঝি।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এটা স্টিকি করা হল। তাছাড়া প্রথম পাতায়, বামে লিংকটা দেয়া হল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইশতিয়াক রউফ এর ছবি

ধন্যবাদ।

সৌরভ এর ছবি

ধন্যবাদ।
কতোটা তাড়াতাড়ি এই সাহায্য পৌঁছুনো সম্ভব হবে, এটা জানতে পারলে কৃতার্থ হবো।
আমার মনে হয়, সবচেয়ে জরুরি, এই শীতের মধ্যে দুর্গতদের কাছাকাছি পৌঁছানো। সামনের শীতে মাথার উপরে ছাদ ছাড়া লাখ লাখ মানুষ থাকবেন - এটা মাথায় রাখা খুব খুব জরুরি।


আবার লিখবো হয়তো কোন দিন

কনফুসিয়াস এর ছবি

উইকেন্ড থাকায় কারো সাথে যোগাযোগ করা যায় নি ভাল করে, আগামীকাল থেকে খুব দ্রুত কিছু টাকা তোলার চেষ্টা করবো। এক সপ্তাহের মধ্যেই যতটুকু পারি পাঠাবো আশা করি।
অনেক ধন্যবাদ আপনাকে।

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

হাসিব এর ছবি

১. আন্তর্জাতিক রেড ক্রস এ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি লিংক

২. সেইভ দ্য চিলড্রেন লিংক

৩. ওয়ার্ল্ডভিশন লিংক । এরা বাংলাদেশে সাইক্লোন শেল্টার বানানোর কাজে সহায়তা করে ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনার লিংকগুলো বামের প্যানেলে তুলে দেয়া হল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

Tasneem Khalil এর ছবি

Will it be possible for you to email me an English translation of this post? Keen on circulating this through http://www.e-bangladesh.org. Keep up the good work.

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই পোস্টের লিংক বামের প্যানেলে দিয়ে এটাকে আনস্টিকি করা হল। প্রয়োজন মনে করলে স্টিকি করবার অনুরোধ জানাতে ভুলবেন না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইশতিয়াক রউফ এর ছবি

উহু, এটাই ভাল। আমি সঞ্জীবের ছবি চাইতে এসেছিলাম। মনটা খুব বেশি খারাপ। এখনই ভাল আছে। সচলায়তনের সবাইকে ধন্যবাদ। ইমেইলে ছাড়বো এবার এই লিংক।

তানভীর এর ছবি

স্পন্দন-বি-এর লিঙ্কটা নীড়পাতার বামে দেয়ার জন্য অনুরোধ করা হল। প্রবাসীরা এখানে পে-পাল এবং ক্রেডিট কার্ডের সাহায্যে ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য অর্থ সাহায্য পাঠাতে পারেন। বিস্তারিত নীচের লিঙ্ক-এ দেখুন।

http://www.spaandanb.org/cyclone.html

========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।