নক্ষত্র কাহিনি

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: সোম, ১৩/০৮/২০০৭ - ২:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার কাছে জানতে চেয়োনা
চুরি করেছিলাম কিনা কোনো নক্ষত্র
সেই নক্ষত্র বিক্রি করেছিলাম কিনা কোন সৌরজগতে
যেখানে সোনালী চুলের সুন্দরীরা আসে
ছড়ি হাতে কালো চশমার অন্ধ জুয়াড়ীরা আসে

জানতে চেয়োনা সেই নক্ষত্র পাহারায় রাত জাগি কিনা
কাঁদি কিনা সেই নক্ষত্রের আলোয়

জানতে চেয়োনা আমি প্রদক্ষিন করি কিনা তার কক্ষপথ
জানতে চেয়োনা সেই নক্ষত্রের গতি পথে
ইতিহাসের পাতা থেকে উঠে আসে কিনা মহাজাগতিক যোদ্ধারা
কফিন খুলে বেরিয়ে আসে কিনা এলোচুলের শাদা রাজকুমারীরা
যারা নিহত হয়েছিল গ্রীসে,রোমে,কায়রোয় কিংবা দিল্লীতে-

আমি চুরি যাওয়া সেই নক্ষত্রসম্পর্কেততটুকুই জানি
একটি কবর সম্পর্কে যতটুকু জানে একটি মৃতদেহ।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি
অছ্যুৎ বলাই এর ছবি

শক্তিময় আবেগ। উপমাগুলোও দুর্দান্ত। ভালো লাগলো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসান মোরশেদ এর ছবি

পড়ে যাই ।
আলোচনা-সমালোচনায় কি আর কবিতাকে ধরা যায়?

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জ্বিনের বাদশা এর ছবি

উপমাগুলো উপভোগ্য ,,, পড়তে ভাল লেগেছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।