নির্জনার চিঠি

নীল রোদ্দুর এর ছবি
লিখেছেন নীল রোদ্দুর [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৩/০২/২০১০ - ৭:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাউথ অরগানটার সুর আস্তে আস্তে মিলিয়ে যায়। আশেপাশে কোন বাড়িতে অজানা কেউ বুঝি বাজাচ্ছিল, হয়ত সে অজানা নয়, কিন্তু কে সে জানে না নির্জনা। জানার কোন ইচ্ছাও কাজ করেনা, সুরস্রষ্টা নয়, সুরটা তাকে ছুঁয়ে গেল। মনে হচ্ছিল সুরটা বুঝি তারই জন্য, কখনও ঝর্ণার মত উচ্ছল, উচ্ছলতার শেষে এক নির্জনা সে, রাতির মত শান্ত, নিকষ অন্ধকার সেখানে... সেই গভীর অন্ধকারের মাঝে আনন্দ আছে না কষ্ট আছে, উচ্ছল ঝর্ণার চোখে এখন জোৎস্না নাকি আরেকটি ঝর্ণা, কেউ দেখতে পায় না তা। মাস ছয়েক আগেও নির্জনার যখন ঘুম আসতো না, তখন চারপাশে নিস্তব্ধতা ভেঙ্গে একটা বাঁশির সুর বেজে উঠতো... সেই বাঁশিওলা বুঝি চলে গেছে অন্য কোথাও, অনেকদিন শোনেনা সেই বাঁশির সুর। যখন হলে থাকতো সে, জানালার পিছনে ছিল অনেকগুলো আম-কাঁঠালের গাছ, তাতে রাজ্যের পাখিরা ভর করে ছিল, মাঝরাতে মাঝে মাঝে সব পাখি একসাথে ডেকে উঠতো, ঘুম ভেঙ্গে যেতো নির্জনার। কিছুক্ষন চুপ করে বসে থাকতো, তারপর বারান্দায় গিয়ে রেলিং এর উপর পা দুটো তুলে আকাশের দিকে চেয়ে থাকতো। কখনও সেখানে বিস্তৃত ছেড়া ছেড়া মেঘ, প্যাঁজা তুলোর মত ভেসে বেড়াচ্ছে, কখনো বা আকাশ ভরা তারা।

গতকাল রাতে অরণ্যকে লেখা একটা পুরোনো চিঠি হঠাৎ খুলে ফেলেছিল সে... তারপর বসে বসে সেই চিঠি পড়তে লাগলো... নির্জনার মনে হতে লাগলো... এমন স্রোতের মত ভাষায় সে চিঠি লিখতো! কি সুন্দর কথাগুলো! কত স্বপ্ন... কত আত্মবিশ্বাস চিঠিতে! কত শক্তিশালী কথা, “খুব সম্ভবত আমি আমার স্বপ্নের ব্যাপারে আপনার চেয়েও বেশী উন্মাদ।” এইভাবে কি এখন আর নির্জনা বলতে পারে? নিজেকে প্রশ্ন করে সে... ভিতর থেকে উত্তর আসে না... মনের ভিতরে যে লু্কানো মনটা তার সাথে কথা বলত, সে হারিয়ে গেছে। বাইরের কেউ না... হারিয়ে গেছে ভিতরের কিছু একটা অথবা সেই মনটা এখন বধির হয়ে গেছে। কোন প্রশ্ন তাকে আর আলোড়িত করে না। কি ছিল স্বপ্নগুলো, চিঠি পড়ে বুঝার চেষ্টা করে নির্জনা। একটা দেশ, সেই দেশটার জন্য এতোদিনেও কিছু করতে না পারার যন্ত্রনা, একটা পতাকা কে উর্ধে তুলে ধরার স্বপ্ন,একজন অরণ্য, অরণ্যের স্বপ্নগুলো আপন করে নেয়া, সেই স্বপ্নগুলোর জন্য যেকোন কিছু করতে চাওয়ার মত মানসিক দৃঢ়তা!

আজ নির্জনার মনে হচ্ছে, ঐ চিঠিটা তার লেখা না, এক দুঃসাহসী মেয়ের লেখা! সেই মেয়েটাকে আজ এখন এই নির্জন দুপুরে আরেকবার দেখতে ইচ্ছা হচ্ছে...

সেই অরণ্য, যার স্বপ্নের পাশে থাকার সবটুকু চেষ্টা করেও একদিন নির্জনার মনে হয়েছিল, সে পারেনি... সে পারেনা, নিজেকে সেদিন খুব ব্যর্থ একজন মানুষ মনে হয়েছিল তার। আজ অনেক দিন পর সে জেনেছে, সে স্বপ্নের চোখেও স্বপ্ন আঁকতে পেরেছিল। আজ তার চোখে জল, অরণ্যের জন্য নয়, মনের মাঝে লুকিয়ে থাকা মনটার জন্য, সাহসী মেয়েটার স্বাপ্নিক চোখের জন্য।

অরণ্য তার কানে ফিসফিসিয়ে বলেছে, নির্জন অরণ্যের নির্জনতা ভেঙ্গে প্রানের সুর লহরীর কথা। নির্জনা মনে মনে বলে, আমার চোখ দুটোকে ক্যানভাস ভেবে তাতে ইচ্ছেমত স্বপ্ন একে দাও। কিভাবে স্বপ্ন দেখতে হয়... এবার আমাকে তাই শেখাও। ছোট্টোবেলায় যেমনি করে ঘুড়ি উড়াতে আর ভাবতে, আমার ঘুড়িটা একদিন সবচেয়ে উঁচুতে উঠবে, নাহয় এবার সেই স্বপ্নটাই দেখতে শেখাও।

চপলা নির্জনা ভাবে, একদিন পৃথিবীটা অরণ্যময় হয়ে উঠবে। ঘন মেঘের আড়ালে একটুখানি আলোর আভা। সমস্ত পৃথিবীতে সে এবার অরণ্যের বীজ বুনে দেবে...

ফেব্রুয়ারী ৩, ২০১০।


মন্তব্য

তুলিরেখা এর ছবি

লেখাটা ছুঁয়ে গেল খুব ভিতরের কোনো তার, রিনরিন করে সাড়া দিয়ে উঠেছে সে।
ভালো থাকবেন, এরকম নীল অরণ্যে ভাসিয়ে নিয়ে যাবেন আপনার লেখার যাদুতে।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নীল রোদ্দুর এর ছবি

তুলি দিদি, আমি আপনার কমেণ্ট পড়েই মুগ্ধ হয়ে যাই। আপনার কথাগুলো কেমন জলের মত... মনের মধ্যে প্রশান্তি ছড়ায়.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

তাহসিন আহমেদ গালিব এর ছবি

আজ নির্জনার মনে হচ্ছে, ঐ চিঠিটা তার লেখা না, এক দুঃসাহসী মেয়ের লেখা!

চিঠি লেখার ব্যাপারে আমারও অনেক আগ্রহ ও কৌতুহল আছে।
ভাল লিখেছেন।

নীল রোদ্দুর এর ছবি

আমাদের সময়ে এসে কাগজের চিঠির প্রচলন প্রায় বিলুপ্তির পথে... আমার কাগজে লেখা হৃদয়ের রঙ ছড়ানো চিঠির কথা ভাবতেই ভালো লাগে।

অবশ্য, ইমেইল করতেও খুব ভালো লাগে...
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

শাহেনশাহ সিমন এর ছবি

চলুক
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নীল রোদ্দুর এর ছবি

হাসি .
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

ধুসর গোধূলি এর ছবি

- নির্জনার মতো আমারও একটা চিঠি আছে, কাউকে দেয়া হয়নি। "টু হুম ইট মে কনসার্ন" হিসেবে লেখা। অ-নে-ক বড়। হাবিজাবি সব কথাবার্তা লেখা ওখানে। হয়তো কোনো একদিন কাউকে দেয়া হবে, হয়তো হবে না। যদি দেয়া হয়, সে পর্যন্ত গিয়ে চিঠিটার আকার কী দাঁড়াবে তাই ভাবি! চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রাফি এর ছবি

আমার কেস্‌ অ্যাঁ

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

নীল রোদ্দুর এর ছবি

আমাদের সবারই বুঝি না দেয়া এমন চিঠি আছে... হাসি.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

নীল রোদ্দুর এর ছবি

নির্জনার এই চিঠিটা হয়ত চিঠির চেয়েও বেশী কিছু! হয়ত সে তার আত্মাকে বা স্বপ্নটুকুকেই চিঠির মধ্যে ছড়িয়ে দিয়েছিল। হাসি.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

ধুসর গোধূলি এর ছবি

- ঠিক একই কথা বলা যায় ধুগোর চিঠিটার ক্ষেত্রেও। এটা কেবলই একটা চিঠি না, এটা কিছু স্বপ্নের সম্মিলন। কিছু না বলতে পারা কথা। নিজের লুকিয়ে থাকা অন্য সত্ত্বার পরিচিতি। যে ধুগোকে কখনো কেউ দেখতে পায় নি, সেই ধুগোর আত্মিক পরিস্ফুটন!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নীল রোদ্দুর এর ছবি

যে ধুসর গোধূলিকে সবাই দেখতে পায়, তার অনুপ্রেরণা যদি হয় সেই অদেখা ধুগো, সে সামনে এলে যদি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে থাক সে অন্তরালে... আর তা যদি না হয়ে থাকে, তাহলে আশা রাখি, একদিন অদেখা ধুসর গোধূলিকে নিয়ে আসবেন একেবারে চোখের সামনে, মধ্যাহ্নের আলোতে।.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

হরফ এর ছবি

বাঃ. আচ্ছা রোদ্দুর আপনার নির্জনা কি কলেজজীবেন এই চিঠিটা লিখেছিল? বজায় আন্মনা হয়ে গেলাম আপনার লেখা পড়ে, almost মন খারাপ করে দিলেন .

নীল রোদ্দুর এর ছবি

নাহ, নির্জনা এই চিঠি কলেজ জীবনে লেখেনি... আরেকটু বড় হয়ে লিখেছিল... যখন তার মনের স্বপনগুলো পৃথিবীর আলো দেখবার জন্য চিৎকার করতে শুরু করেছিল... যখন সে তার স্বপ্নগুলো ভাগাভাগি করে নেবার মত আরেকটা মন পেয়েছিল... হাসি

মন খারাপ করলেন কেন? সবকিছুর পরও তো একটুখানি আলোর আভা দেখা যাচ্ছে, মেঘের আড়াল থেকে যে বের হয়ে আসছে....
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

অনার্য সঙ্গীত এর ছবি

গল্প ট্যাগ দেখে অন্য কিছু প্রত্যাশা করেছিলাম। আমি সনাতন পাঠক কিনা!

তবে লেখাটা ভাল লেগেছে। হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নীল রোদ্দুর এর ছবি

আর আমি যে বড়ই খামখেয়ালী ... ট্যাগিং গুলোতে লেখার ভাব ফোঁটে না তাই....
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

সুরঞ্জনা এর ছবি

দিবাস্বপ্নের মত লেখা।
মন খারাপ করা।
...................................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নীল রোদ্দুর এর ছবি

সুর, সমস্ত পৃথিবীতে নির্জনা এবার অরণ্যের বীজ বুনে দেবে... হাসি.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

রাফি এর ছবি

নির্জনা নামটা সুন্দর তো!!
লেখাটাও হাসি

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

নীল রোদ্দুর এর ছবি

আমার মনে হয় ন প্রিতী আছে!
ধন্যবাদ রাফি!.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সুন্দর
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নীল রোদ্দুর এর ছবি

ভাইয়া, আপনার মন্তব্য পেয়ে আসলেই ভালো লাগছে আমার....
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দূর থেকে ভেসে আসা কোনো সুরের মতো লাগলো যেন...

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নীল রোদ্দুর এর ছবি

সুরটুকু মনকে ছুঁয়ে গেলেই আমি সার্থক। হাসি.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

আশরাফ মাহমুদ এর ছবি

এই চিঠি তো মনে মনে আমি লিখেছি কতো! খাইছে
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

নীল রোদ্দুর এর ছবি

খাইছে.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

রিখি এর ছবি

আপনার চিঠিগুলো পড়ার পর নিজের চিঠিগুলোকেই মনে হয় কপি-পেস্ট। কী যে করেন না!!

নীল রোদ্দুর এর ছবি

আপনার কথা পড়ে মজা পাইলাম। রিখির মনের মধ্যে আমি নিঃশব্দে ঢুকে গেছি, তারপর ঐ চিঠিগুলো লিখাইছি... দেঁতো হাসি
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

মিঠু [অতিথি] এর ছবি

ভালো লাগলো।।

উদ্ধৃতি...

ঐ চিঠিটা তার লেখা না, এক দুঃসাহসী মেয়ের লেখা! সেই মেয়েটাকে আজ এখন এই নির্জন দুপুরে আরেকবার দেখতে ইচ্ছা হচ্ছে...

আমাদেরও দেখতে ইচ্ছে করছে... ইচ্ছে করছে দেখতে যে সাহসী মেয়েটার স্বাপ্নিক চোখের দ্যুতিতে আবার ঝলমল করছে চারপাশ, আগেরমত।

নীল রোদ্দুর এর ছবি

সময় অনেক কিছু বদলে দেয় ভাইয়া। হয়ত আবারো বদলে দেবে। এভাবেই এগিয়ে যাবে জীবনটা। হাসি.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।