যে গান গাওয়া হয়নি

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: রবি, ০৯/০৩/২০০৮ - ১০:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

মন যমুনার মাঝিরে তুই মনের কারিগর,
নাও ছাইড়া দে, পাল তুইলা দে, হবো দেশান্তর,
রে মাঝি, হবো দেশান্তর।

গহীন রাইতে নদীর জলে পড়ে চান্দের ছায়া,
সেই ছায়াতে খুইঁজা বেড়ায় বন্ধু তোরই মায়া।
তোর লাগিয়া মরবো ঘুরি সারা জনমভর,
নাও ছাইড়া দে, পাল তুইলা দে, হবো দেশান্তর,
রে মাঝি- হবো দেশান্তর।

উতল হাওয়া নদীর বুকে করে শুধু খেলা,
সেই হাওয়াতে ওড়াই আমি দু:খ সারাবেলা।
তোর লাগিয়া বান্ধি আমি নিরিখে অন্তর,
নাও ছাইড়া দে, পাল তুইলা দে, হবো দেশান্তর,
রে মাঝি- হবো দেশান্তর।


মন্তব্য

অনিকেত এর ছবি

বেশ গানটা।

এইটা কি সুর করা হয়েছে?
না হয়ে থাকলে, আমি কি একটু চেষ্টা করতে পারি?

সুর করা হয়ে থাকলে, গানটা কি শোনা যেতে পারে?

অনিকেত এর ছবি

আরো কি জানি বলব ভেবেছিলাম, এখন ভুলে গেছি
মনে পড়লে এসে বলে যাব।

ঝরাপাতা এর ছবি

আপনার ভালো লাগলো জেনে খুব ভালো লাগছে। গানটা লেখার সময় নিজে সুর করে লিখেছি। তবে আপনি সুরারোপ করতে পারেন এবং কোন শিল্পীকে দিয়ে গাওয়াতে পারেন। শুধু গীতিকার হিসেবে অভ্র পথিকের নামটা উল্লেখ করলেই চলবে। আর কোন দাবী নেই।

আবারো ধন্যবাদ মন্তব্যের জন্য।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অছ্যুৎ বলাই এর ছবি

ব্লগের কন্ঠশিল্পীরা এগিয়ে আসুন।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সব কিছু থাইকা..
মোর পানিতে ঘর
বন্দরে আসি তোর লাইগা...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ধুসর গোধূলি এর ছবি

- আমারে দিয়া গাওয়াইতে পারেন। গাতক হিসাবে খারাপ না কইলাম আমি!
_________________________________
<সযতনে বেখেয়াল>

ঝরাপাতা এর ছবি

ঠিকাছে গাতক সাহেব, নামিয়ে ফেলুন চটজলদি।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কারও কন্ঠে শোনার আশায় রইলাম।
দুইবার 'দোশান্তর' আছে, টাইপো। ঠিক করে নিয়েন। চোখ টিপি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।