নীল অভিসার

লীনা ফেরদৌস এর ছবি
লিখেছেন লীনা ফেরদৌস [অতিথি] (তারিখ: রবি, ২৮/০৯/২০০৮ - ৬:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

নীল শাড়ি, নীল চুড়ি, নীল নীল ফুলে
নীল টিপ, নীল মালা, নীল নীল দুলে
নীলঞ্জনা হয়ে যাব আমি অভিসারে
নীল মেঘে ভেসে ভেসে তোমার নিলয়ে।

নীল আকাশ ডেকে বলে শোননা এই মেয়ে
আমার নীলে যাও বিলীণ হয়ে
নীলঞ্জনা হয়ে যেও নাকো অভিসারে
নীল যে বিষ আছে গেছ কিতা ভুলে।

নীল নদী বলে ডেকে বস না মোর কূলে
নীল প্রজাপতি দেখ পা ভিজিয়ে জলে
নীলঞ্জনা হয়ে যেও নাক অভিসারে
নীল যে বিষ আছে জানে কি ওই ছেলে।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ্।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

তানবীরা এর ছবি

সুন্দর।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রণদীপম বসু এর ছবি

এতো এতো নীলের মধ্যে এক্কেবারে লীন হয়ে গেলেন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

নীল যে বিষ আছে জানে কি ওই ছেলে।

নীলের ব্যাকরণ যারা বোঝে তারা জানে নীলে না যতটুকু বিষ থাকে তার চেয়ে বেশি নীল করে দেয় বিষ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ট্যাগ দেখছি ছড়ার। এটি কি ছড়া?
প্রথম পড়ছি লীনা ফেরদৌসের লেখা। সুতরাং কিছু শব্দের বানান-রীতি বুঝতে পারছি না। ভুল না কি স্বেচ্ছাকৃত।

শব্দটি নীলাঞ্জনা হিসেবে আমরা জানি। সন্ধি করলে তাই দাঁড়ায়।
বিলীন শব্দটির শেষে দন্ত্য-ন হওয়ার কথা।

কিতা বলে একটা শব্দ লেখা দেখছি, ওটা আলাদা করে 'কি তা' হওয়ার কথা।

'নীলাঞ্জনা হয়ে যেও নাক অভিসারে' বাক্যটির নাক শব্দটির ব্যবহার স্পষ্ট হয়নি।

তবে নীল নীল একটা লেখার জন্য লীনা ফেরদৌসকে শুভেচ্ছা। আরো বেশি বেশি লিখুন।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

অনেক ধন্যবাদ। আমি নতুন লিখছি। লিখে বেশ আনন্দ লাগছে, তাই লিখছি। আমি অনেক দিন বাংলা লিখি না। আসলে লেখালিখির দৌড় ঐ অফিসিয়াল কাজ পর্যন্ত। ব্লগ এ লেখা লিখি করার উদ্দশ্য হল, এখানে অনেক ভাল লেখক আছেন, তাঁদের কাছ থেকে কিছু শিখতে পারাবো। আপনাদের এরকম সহযোগীতা পেলে আসলেই অনেক কিছু শিখতে পারবো।

Lina Fardows

রূপক কর্মকার এর ছবি

আমারও প্রিয় ছন্দময় পৃথিবী। আপনার ছড়ায় কবিতাগুণ আছে। কিছু ছন্দপতনও চোখে পড়ল। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর 'কবিতার ক্লাশ'পড়লে উপকৃত হবেন। শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, আবু হাসান শাহরিয়ার ও জয় গোস্বামীর কবিতা বেশি-বেশি পড়লেও এ ত্রুটি দ্রুত কাটিয়ে উঠতে পারবেন।

"নোবেল-বুকার নিয়ে এত কেন ফুর্তি করে বোকা পাঠকেরা?/মিডিয়ার উলুবনে সবই যেনতেনপ্রকারেণ।/প্রাচ্যের পদক হাতে স্নানে যায় বনলতা সেন।" -আবু হাসান শাহরিয়ার

____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]

ভূঁতের বাচ্চা এর ছবি

ভাল লাগল।

--------------------------------------------------------

স্বপ্নাহত এর ছবি

বউনি হিসেবে খারাপ না। বেশ হাসি

সচলে স্বাগতম।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।