তোমার সাথে পালিয়ে যাব বলে

লীনা ফেরদৌস এর ছবি
লিখেছেন লীনা ফেরদৌস [অতিথি] (তারিখ: মঙ্গল, ১০/০২/২০০৯ - ১:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমার সাথে পালিয়ে যাব বলে
প্রহর গুণে কাটিয়েছি সেই রাত
অশ্রু নয়ন ঢেকেছি কাজল এঁকে
শাসনের বেড়ী ভেঙ্গেছে এদুটি হাত।

তোমার সাথে পালিয়ে যাব বলে
মায়ের আদর সিন্দুকে দিয়ে তালা
বাবার স্নেহ ভেবেছি সুখের পথে
শাড়ীতে জড়ানো চোরকাঁটারই জ্বালা।

তোমার সাথে পালিয়ে যাব বলে
ছোট বোনের ভাবিনি ভবিষ্যত
শুতে নেইনি আদরের ভাইটিকে
পাছে মায়ায় আটকায় মোর পথ।

তোমার সাথে পালিয়ে যাব বলে
দেখিনি শখের বাগানের ফুল ধরে
পালা ময়নাটা চেঁচায় যদি জোরে
খাঁচা খুলে তাই উড়িয়ে দিয়েছি তারে।

তোমার সাথে পালিয়ে যাব বলে
বাড়ির উঠোন, পুকুর পাড়ে যাইনি
পাশের বাড়ির বউদির কাছে যেয়ে
শখের জমানো গল্পের বই আর চাইনি।

তোমার সাথে পালিয়ে যাব বলে
লুডু খেলিনি রেনু খালার বাড়ি
ছোট্ট বেলার পুতুল খেলার সাথী
জনমের তরে দিয়েছে আমায় আড়ি।

তোমার সাথে পালিয়ে যাব বলে
এক কাপড়ে নেমেছি যে রাজপথে
তোমায় পাওয়ার স্বপ্ন বুকে নিয়ে
সিন্ডারেলার মত চড়ি ভালবাসার রথে।

তোমার সাথে পালিয়ে যাব বলে
সারাটারাত দাঁড়িয়েছিলাম ঠাঁয়
এসেছিল যে বিভৎস হায়নার দল
সেদিন তুমি আসনিতো নিতে আমায়।

তোমার সাথে পালিয়ে যাব বলে
সুখের কপাল পুড়িয়েছি নিজ হাতে
প্রতিদিন আমি হাতে হাতে বদলাই
রাস্তায় নেমেছি রঙ মেথে প্রতিরাতে।


মন্তব্য

সচল জাহিদ এর ছবি

লীনা অসম্ভব সুন্দর আপনার কবিতাটি । আপনার কবিতাটি পড়ে আমার রবীঠাকুরের সেই গানটি মনে পড়ে যায়ঃ

আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি সকল দাগে হব দাগী কলঙ্কভাগী
__________________________________
জাহিদুল ইসলাম
এডমনটন, কানাডা


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

অনেক ধন্যবাদ। খুব বেশি উৎসাহ দিলেন

Lina Fardows

পান্থ রহমান রেজা এর ছবি

কবিতার শেষ বেলায় এসে এমন টুইস্ট!
খুব সুন্দর হয়েছে।
একই সঙ্গে সরল এবং অসাধারণ।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

অনেক ধন্যবাদ পান্থ , এভাবে বললে লিখতে ইচ্ছে করে । ভাল লাগল

Lina Fardows

মুশফিকা মুমু এর ছবি

শেষে এসে মন খারাপ হয়ে গেল মন খারাপ খুব ভাল লাগল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

এরকম অনেক স ত্যি ঘটনা আছে মুমু, ওদের দেখলে ভিষণ কান্না পায়। আপনি ভাল আছেনতো? আপনার গান এখনো কানে লেগে আছে

Lina Fardows

মুশফিকা মুমু এর ছবি

কি যে বলেন আপু, কানে লেগে থাকার মত কিছু ছিলনা, আপনি কেমন আছেন? হাসি আমি ভালই আছি, আসলেই এমন কখনো কারো জীবনে সত্যিই হতে পারে ভাবলে খুব খারাপ লাগে।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সাইফুল আকবর খান এর ছবি

অনেক ভালো হৈছে লীনা'পু।
বিষয়ের সরলতার সাথে ট্যুইস্টও মিলে অসাধারণ অ্যাপিল হৈছে।
তবে শেষের দিকের প্যারাগুলোতে বেশ কয়েকটি শেষের লাইনে ছন্দের একটু ভেজাল হয়ে গ্যাছে- হয়তো খেয়াল করেছেন। তা না হ'লে তো আরো দৌড়াইতো! শুরুর দিকটা কিন্তু একদম সুপার্ব সেদিক থেকেও।
বেশ ভালো লাগছে। হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

অনেক ধন্যবাদ ভাই। নতুন লিখিয়েতো , তাই একটু বেশি তাড়াহুড়া করি, ভবিষ্যতে আরো একটু সচেতন হব। ব্লগে লেখার উদ্দেশ্যই হল সবার গঠন মুলক সমালচনা শুনে ভুলটা শুধরে নেওয়া। আশাকরি এভাবে আমার ভুল শুধরে দেবেন । আর আমার ব্লগে বেড়াতে আসবেন

Lina Fardows

আরিফ জেবতিক এর ছবি

শেষ দিকে ছোট গল্পের টুইস্ট আছে ।
তবে ছন্দ নিয়ে দ্বন্ধ আছে বলে মালুম হয় , কেমন যেন হোচট খায় ।

অবশ্য ভালো বলতে পারবেন সচলের ছড়ারুরা , আমরা নিরীহ গদ্যবিদ তার কতোটুকুই বা জানি ।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

ছন্দ নিয়ে দ্বন্ধ আছে আমিও মানছি। আরেকবার রিভিঊ করব

Lina Fardows

কারুবাসনা এর ছবি

কিস্যু নাই। বাতিল।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

আমারো একই মত

Lina Fardows

ঝরাপাতা এর ছবি

আরেকটু ছন্দময় হলে পড়তে আরো আরামবোধ হতো।


নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

অনেক ধন্যবাদ পড়ার জন্য, চেষ্টা করব ছন্দের দ্বন্ধ ঘোচাতে

Lina Fardows

মাহবুব লীলেন এর ছবি

পড়তে পড়তে মাথার মধ্যে অনেকগুলো ফাইজলামি কমেন্ট তৈরি হচ্ছিল

কিন্তু শেষ প্যারায় এসে আটকে দিলেন একটা ধাক্কা দিয়ে

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

কবিতাটা অনেকের বাস্তব জীবনের প্রতিচ্ছবি, ভাবুন তো ওরা কতটা ধাক্কা খাচ্ছে। ভাল থাকবেন

Lina Fardows

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক ভাল লেগেছে ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

অনেক ধন্যবাদ , ভাল আছেন তো?

Lina Fardows

হরিপদ কেরাণী [অতিথি] এর ছবি

কবিতার স্টাইল দেখে প্রথমে মনে করেছিলাম "পয়ার" অথবা সাধারণ অক্ষরবৃত্ত হবে! তাই চোখ বুলালাম। কিন্তু তা পাইনি।

মাত্রায় কিছু গন্ডগোল আছে। অক্ষরবৃত্ত আর মাত্রবৃত্তের মধ্যে টানাটানি। তবে কবি বলেছেন-"সদ্য ফোঁটা কাব্য ফুলে ছন্দ খুঁজে দেখতে নেই"। তাই দেখিওনি।

কাহিনী সিলেকসন অসাধারণ! শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধারাবাহিকতা এবং নাটকীয়তা দুইই আছে। খুবই বাস্তবধর্মী সময়োপযোগী প্রফেশনাল কবিতা। আবেগটাও মনকে নাড়া দিয়েছে দারুণভাবে!

ধন্যবাদ লীনা ভালো কবিতা লেখার জন্য!

hafij2005@gmail.com

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

অনেক অনেক ধন্যবাদ ভাই, এরকম সমালচনাই চাই। এই নতুন লিখিয়ের এটা অনেক কাজে লাগবে, অনেক ভুল শুধরে যাবে। আশা করি নিয়মিত আসবেন আমার ব্লগে আর এভাবে ঊৎসাহিত করে যাবেন । ভাল থাকবেন ।

Lina Fardows

হরিপদ কেরাণী [অতিথি] এর ছবি

Okay sometimes i will visit your page and write my comments.

Wish your good luck!

হুমায়ূন কবীর ঢালী এর ছবি

লীনা আপনি চেষ্টা করলে অনেক অনেক ভালো লিখতে পারবেন। অনেক বড়ো কবি হবেন। খুব ভালো লেগেছে আপনার কবিতাটি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।