ছড়ার ভালবাসা-১

লীনা ফেরদৌস এর ছবি
লিখেছেন লীনা ফেরদৌস [অতিথি] (তারিখ: সোম, ০৬/১০/২০০৮ - ১২:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছিন্ন পাতায় ঘর বেঁধেছি
ঘরের মাঝে চাঁদ
প্রেমের সুতায় বাঁধা ঘরে
ভালবাসার ফাঁদ।

দখিণ হাওয়া দোলা দিলে
সুখের বৃষ্টি ঝরে
ঘূণী হাওয়া দাপিয়ে এলে
ঘর নড়বড় করে।

সুখ সোহাগের আবীর মাখা
স্বপ্ন আমার ঘর
ছিন্ন পাতায় শক্ত বাঁধন
সেথায় নিরন্তর।


মন্তব্য

পলাশ দত্ত এর ছবি

মজার। এবং ভালো।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

পলাশ দত্ত এর ছবি

মজার। এবং ভালো।

*ভুলবশত একই মন্তব্য দুইবার হয়ে গেছে।*

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

ভূঁতের বাচ্চা এর ছবি

ভালই লাগল লীনা ।

--------------------------------------------------------

পুতুল এর ছবি

ভাল পেতেছেন "ভালবাসার ফাদ"।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

শেখ জলিল এর ছবি

ছন্দ, শব্দচয়ন আর ভাবনা দোলা দিয়ে গেলো।
ভাল্লাগছে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।