ছন্দ জট - ১.৩

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: শনি, ১৪/০৬/২০০৮ - ১:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.

বৃষ্টির শব্দেরা টুপ্টাপ পড়ে যায়
ভোরবেলা শিউলীরা চুপচাপ ঝরে যায়
বুকে জমা সময়েরা তাও নাকি মরে যায়
ভুল করে স্মৃতিগুলো মাঝে মাঝে নড়ে যায়
সময়ের জানলাতে পর্দাটা সরে যায়
এলোমেলো "তুমি" এসে অগোছালো করে যায়।

২.
বৃষ্টি পড়ে টুপটাপ টুপটাপ
জানলা দিয়ে দৃষ্টি মেলে
বৃষ্টি দেখি চুপচাপ।

বৃষ্টি পড়ে ঘাসের ডগায়,ফুলের পরে
কেউ জানেনা মনের মেঘে
নিত্য কত বৃষ্টি ঝরে।

ঐ আকাশে মেঘ ফুরোলেই বৃষ্টি থামে
এই আকাশে টিপটিপিয়ে
বৃষ্টি তবু বৃষ্টি নামে।

বৃষ্টি পড়ে টূপটাপ টুপটাপ
চোখটা ভিজে, গালটা ভিজে
মনটা ভিজে চুপচাপ।

একটা কথাঃ প্রথমটা নতুন, দ্বিতীয়টা পুরোনো।


মন্তব্য

রেনেট এর ছবি

বস ছড়া/কবিতা হইছে। (ছড়া না কবিতা শিওর না, আর এই ইস্যু নিয়া সচলের অনেকে আমারে দৌড়ানি দিতেসে, আপনিই ঠিক কইরেন, আপনি কি লিখসেন)
২য়টা তো আমি প্রতিদিনই বলি, মনে মনে......
পঞ্চ তারকা হাকাইলাম।
থাকেন কৈ আপনি?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

স্বপ্নাহত এর ছবি

থাকি আই ইউ টি র সাউথ হলের ৫২৮ নাম্বার রুমে দেঁতো হাসি

আর ছড়া না কবিতা আমিও সেটা ঠিক শিওর না। এই জন্যেই তো ব্লগর ব্লগর দিসি। পাবলিক যাতে দৌড়ানি না দিতে পারে দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

রণদীপম বসু এর ছবি

অদ্ভুত সুন্দর !
নিশ্চিৎভাবেই কবিতা। ছড়ার ছন্দ আর মিলের মাখামাখি।
দুটোই দারুণ হয়েছে। প্রথমটার তো জবাব নাই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্বপ্নাহত এর ছবি

আপনাকেও একটা লা জওয়াব ধন্যবাদ হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍প্রথমটা দারুণ লাগলো।

এলোমেলো "তুমি" এসে অগোছালো করে যায়।

দুশ্চিন্তা করবেন না। পরে পোক্ত হয়ে এসে সে-ই সব গুছিয়ে দেবে হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দ্রোহী এর ছবি

সংসারে এক সন্ন্যাসী লিখেছেন:
দুশ্চিন্তা করবেন না। পরে পোক্ত হয়ে এসে সে-ই সব গুছিয়ে দেবে

হ! আসুক।

তখন বুঝবেন ঠ্যালা কাকে বলে!!!


কি মাঝি? ডরাইলা?

রায়হান আবীর এর ছবি

ঠ্যালা খাইয়াই তো সে সন্ন্যাসী হইছে... হাসি
---------------------------------

দ্রোহী এর ছবি

    হ। কিন্তু আমি কই স্বপ্নার ইয়ের কথা।


কি মাঝি? ডরাইলা?

রায়হান আবীর এর ছবি

স্বপ্নার ইয়ের কথাই কন আর মেম্বব সাবের কথাই কন, বউ মানেই ঠ্যালা...

---------------------------------

দ্রোহী এর ছবি

রায়হান আবীর লিখেছেন:
স্বপ্নার ইয়ের কথাই কন আর মেম্বব সাবের কথাই কন, বউ মানেই ঠ্যালা...

ব্লগের তাবৎ আপামণি, যারা কারো না কারো বউ। তাদের হাতে ঠ্যাঙ্গানি খাবার জন্য প্রস্তুত হয়ে যাও ভ্রাত!!!!!!!!!!!!


কি মাঝি? ডরাইলা?

স্বপ্নাহত এর ছবি

যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শীর ঘুম নাই চিন্তিত

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এই কথা ?
ওঠ ছোঁড়া তোর বিয়ে
ছেঁড়া পান্জাবি দিয়ে...
(অখন খুশি?)

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রায়হান আবীর এর ছবি

উত্তম ঠাডা প্রদিত হৈলো।
---------------------------------

স্বপ্নাহত এর ছবি

আজ্ঞে, কই দিলেন? চিন্তিত

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

দ্রোহী এর ছবি

কবিতা/ছড়া যাই হোক পড়তে ভাল লেগেছে।

নামকরণের আইডিয়াটা জব্বর লেগেছে। ১.১, ১.২ দেখলে মনে হয় সফটঅয়্যারের ভার্সন আপডেট।


কি মাঝি? ডরাইলা?

স্বপ্নাহত এর ছবি

জ্বী, এইগুলাও আমার অনুভূতির ভার্সন আপডেট হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

পরিবর্তনশীল এর ছবি

এ ধরণের কাব্য পড়লে মনটা ভরে যায়।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত এর ছবি

মন ভরানোর বিনিময়ে পকেট খালি করতে হয়... চোখ টিপি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

স্পর্শ এর ছবি

ঐ আকাশে মেঘ ফুরোলেই বৃষ্টি থামে
এই আকাশে টিপটিপিয়ে
বৃষ্টি তবু বৃষ্টি নামে।

এই লাইন কটা ভাবালো!
ছড়ার ছলে দারুন কবিতা হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্বপ্নাহত এর ছবি

বেশি ভাবা ভালো নয় হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

(থাম্বসআপ)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জি.এম.তানিম এর ছবি

দারুণ ছড়া। (ছড়াই তো?)

টুপটাপ বানানে দুই এক জায়গাতে টাইপো চোখে পড়লো। ২ এর ব্যাপারে একটু পাকামো করি। ৩য় আর ১২শ লাইনে চুপচাপ দুইবার হলে পড়তে বেশি ভালো লাগত।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।