ছন্দ জট - ১.৬ (শেষ বিকেলের 'তুমি')

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: সোম, ২২/০৯/২০০৮ - ২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দুপুর বেলার রোদটুকু শেষ হলে
সেদিন শেষ বিকেলে বৃষ্টি নেমেছিল
ছটফটে খুব মনটা তোমার হঠাৎ
আমার কি দেখে ছাই সামনে থেমেছিল।

কোন সুদূরের কন্যা ছিলে তুমি
হঠাৎ করেই আসলে চলে কাছে
এতটা পথ পাড়ি দেবার পরেও
বিকেলটা আজ তোমার মনে আছে?

কয়টা দুপুর কয়টা বিকেল বেলা
দুই জীবনে আসলো এরও পরে
কতটা রোদ মিইয়ে গেল রোজই
বৃষ্টি আরও পড়লো কত ঝরে।

স্মৃতির পিঠে পড়লো স্মৃতি জমা
স্বপ্ন কত ভীড়লো দুপুর ঘুমে
মাকড়সা রোজ জাল বুনে যায় একা
বাড়িয়ে আকাশ, একলা আঁধার রুমে।

কয়েকটা সুখ আসলো ভুলে তবু
দু:খ কতক গাড়লো বসত ভুমি
প্রিয় আরও মুখ চলে যায় দূরে
যায়না শুধু সেই বিকেলের 'তুমি'।


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

বাহ্‌, ভালই তো লিখেছ জিহাদ মিয়া।
পড়তে ভাল লাগছিল।
স্মৃতির প্যারাটা সবচেয়ে ভাল লাগছে আমার।

--------------------------------------------------------

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ ভাইয়া হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সৌরভ এর ছবি

হায় হায়।


আবার লিখবো হয়তো কোন দিন

স্বপ্নাহত এর ছবি

কি হইলো বস। এরকম হাহাকার ক্যান হঠাৎ। খালি একবার কন, কে আপনার এত বড় সর্বনাশটা করলো রেগে টং

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

ধূসর মানব [অতিথি] এর ছবি

পয়লা পড়লাম, কাইন্দো না জনি, এরপর, বন্ধু কাহিনী, তারপর এইবেলা, চাইর লাইন কইরা ইউছুপ জুলেখা কাহিনী।

তুমি তো মনে হয় ফান্ধে পইড়া গাছো

স্বপ্নাহত এর ছবি

বস, তাইলে পারলে আরো আগের লেখাগুলাও পইড়া দেইখেন। তখন মনে হইতে হইতে কুল পাইবেন না। দেঁতো হাসি

কাজেই তারচে না পড়াই ভাল। আমি বলি, যাহা মনে হয় তাহার বেশির ভাগ মনেই রয়। বাস্তবে দেখা পাওয়া ভার। ইহা নিতান্তই ক্ষণিকের ছন্দ জট। অন্য কিছু ভাবার কোন অবকাশ নাই।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

খেকশিয়াল এর ছবি

জটিল ! জটিল ! খাইছে টাইপ জটিল !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্বপ্নাহত এর ছবি

তাইলে আর দেরি কিসের। রিকোয়েস্ট গ্র্যান্টেড। খাইয়া ফালান খাইছে

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

মুশফিকা মুমু এর ছবি

অসাধারণ!, খুবি সুইট লাগল হাসি
"স্মৃতির পিঠে পড়লো স্মৃতি জমা" - খুব ভাল লাগল কথা গুলো, খুব সুন্দর লিখস হাসি
চলুক
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্বপ্নাহত এর ছবি

ব্লগে ইমোয়িত মুমু বিবির দেখা না পাইলে কেমন জানি সব খালি খালি লাগে।

সুইট মন্তব্যের জন্য থ্যাংকু হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

পান্থ রহমান রেজা এর ছবি

কবিতা বুঝি না, তবে পড়ি অহনির্শি। তাই কেমন হইছে তা বলতে পারুম না। তয় আমার ভালো লেগেছে এটা জানাতে কসুর নাই।

স্বপ্নাহত এর ছবি

পান্থদা, এত বুঝাবুঝির কি আসে। আমি নিজেও কিসু বুঝিনা। তাই বলে দুয়েক লাইন লিখন যাবোনা এমন কোন কথা আসে নাকি। আসেন কোলাকুলি করি।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

পরিবর্তনশীল এর ছবি

এত রোমান্টিকতা এত প্রেম কৈত্থেকে আসে ক তো। চোখ টিপি
লেখা ছুইট হইছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত এর ছবি

তোরই তো ফেরেন্ড।

একটু আকটু চুঁইয়া চুঁইয়া যদি আমাদের দিকে কিছু না আসে তাইলে ক্যাম্নে কি??
---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিন্দিতা এর ছবি

কবিতা আমি ও বুঝি না ।তবে কেমন জানি ভাল লাগল।
বুঝাবুঝির দরকার কি ভাল লাগাই আমার কাছে শেষ কথা ।

অন্য প্রসঙ্গ:
তোমাদের দুজন কে দেখছি। কিন্তু রায়হান কই?
ওর সেদিনের লেখাটা কোথায় গেল?

স্বপ্নাহত এর ছবি

ঠিকই তো। এত বুঝাবুঝির কি আছে। আপনার ভাল লাগসে সেইটাই আমার কাছে শেষ কথা।

রায়হান একটু দুরে দুরে আছে। খুব শিগগির কাছে চলে আসবে আশা করি।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আহা!

স্বপ্নাহত এর ছবি

আহা!

ভাইজান রে অনেকদিন পর আমার ব্লগে দেখলাম। হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍পরিবর্তনশীল বলেছেন:

এত রোমান্টিকতা এত প্রেম কৈত্থেকে আসে...?

আমারও সেই একই প্রশ্ন! চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

মাথায় প্রশ্ন আসা ভাল। অনেক কিছু শেখা যায় দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্বপ্নাহত এর ছবি

বুড়া আংগুল দেখাইলেন কি মনে কইরা? চিন্তিত

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

খুউব সুন্দর হইছে জিহাদ ভাইয়া হাসি
ওই মিয়া, এই "তুমি" টা আবার কে? চিন্তিত
দেশের সব "তুমি" তো হইল তোমার দখলে! আমরা কই যাই! এই কৃত্রিম সংকট তৈরি করার জন্য তেবরো পেরতিবাদ জানাই! রেগে টং
বাকি প্রশ্নগুলা না হয় নাই করলাম। জানি জবাব দিবা না, পিছলায়া যাবা হো হো হো
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

স্বপ্নাহত এর ছবি

ওই মিয়া, এই "তুমি" টা আবার কে? চিন্তিত

এই 'তুমি' টা হইলো সেই 'তুমি' খাইছে

দেশের সব "তুমি" তো হইল তোমার দখলে!

রোজা রাইখা 'তুমি' সংক্রান্ত এরকম একটা মিথ্যা কথার সাথে 'আমি'কে জড়িত করার 'আপনি' কর্তৃক এই প্রয়াসের ব্যাপক প্রতিবাদ জানাই। কোন কোন দেশি ভায়রা ভাই সংগঠন আছে জানি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

বাকি প্রশ্নগুলা না হয় নাই করলাম। জানি জবাব দিবা না, পিছলায়া যাবা হো হো হো

জানেনই যখন তো আবার কওয়ার কি দরকার (হো হো হো)

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

যথারীতি পিছলায়া গেলা! আমার বলার আর কিছুই নাই! আমি হতাশ! মন খারাপ
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

স্বপ্নাহত এর ছবি

আমিও মন খারাপ

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

বগুড়াতে যখন ছিলাম, তখন একটা কথা অনেকের মুখেই শুনছি (নিজের সম্পর্কে না), "শাটি (অনেকে বলে, টাকি) মাছের মত পিছলা, ছাই দিয়ে ধরা লাগবে"। অনেকদিন পর কথাটা মনে পড়ল আবার চোখ টিপি
কেন যেন বিষন্নতার হাত আমারো খুব ধরতে ইচ্ছা করতেছে! মন ভাল না... কেম্নে কি! মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।