বিশ্বব্যাংকও চাপা পড়ে, পদ্মা সেতুর পিলারে!

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: সোম, ২১/১২/২০২০ - ১১:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

করছি শুকুর, শাইনপুকুর
স্প্যানের পরে স্প্যান!
হইনি নিঃস্ব,অবাক বিশ্ব
"ক্যাম্নে পারো, ম্যান?!"

অথচ ঐ বিশ্বব্যাংকের বদ্দায়
কইছিলো ব্রিজ,হইবোনা নিজ,পদ্মায়!

থাকলে নাকি শেখের বেটি গদিতে
হাবুডুবু খাইতে হবে নদীতে!

ভাবসিলো ঠিক রাখবে বেঁধে
উচ্চ সুদের বেড়িতে
জীবনটা পার হইয়া যাবে
মাওয়া ঘাটের ফেরিতে!

দূর থেকে দুর্নীতির বড়ি চাবায়ে
বাঙালিরে যায়না রাখা দাবায়ে!

অনর্থক এই বীর বাঙালির
করলে মেজাজ বিলা রে
বিশ্বব্যাংকও চাপা পড়ে
পদ্মা সেতুর পিলারে!


মন্তব্য

হিমু এর ছবি

শেষ ছড়া তব পড়েছিলো চাপা পদ্মাসেতুর পাইলে
সবকটা স্প্যান বসানোর পরে নয়া ছড়া নিয়ে আইলে?

স্পর্শ এর ছবি

অনেক দিন, থুক্কু, বছর পরে লিখলে! ছড়াকাটার এই গিফটটায় মরচে ধরতে দিও না।


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনার্য সঙ্গীত এর ছবি

আমার মনয় বিয়ার পরে আর কাউরে লেখালেখি নিয়া চাপাচাপি করা অনুচিত! দেঁতো হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

@অনার্য সঙ্গীত, তুমি কি এই যুক্তি দিয়ে নিজেকে রক্ষা করতে চাইছ?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনার্য সঙ্গীত এর ছবি

দেঁতো হাসি লইজ্জা লাগে

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

পুনরুজ্জীবিত স্বপ্নাহতকে অভিনন্দন!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

এইটা কি "স্বপ্নিহত" পর্যায়ের প্রথম ছড়া? চোখ টিপি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অবনীল এর ছবি

গুল্লি

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।