লস এঞ্জেলসে ভয়াবহ দাবানল - বাঙ্গালীরা ভালো আছেন তো?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ১৬/১১/২০০৮ - ১:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

দক্ষিন ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে হাজার হাজার লোক গৃহহারা হতে বসেছেন। প্রায় শতখানেক মিলিয়ন ডলার বাড়ি পুড়ে গেছে। এদের মধ্যে আছে ওপরাহ উইনফ্রে, ক্যাথরিনা জিটা জোনস সহ বেশ কিছু বিখ্যাত ব্যক্তির বাড়ি। আরো খবর পাবেন এখানে এবং এখানে

লস এঞ্জেলসের একটা অংশে বাঙ্গালীদের বিরাট একটা কমিউনিটি থাকেন। তাদের কোন খবর কেউ জানলে অনুগ্রহ করে আমাদের জানাবেন।


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

লস এঞ্জেলস প্রবাসী বাঙালীদের প্রতি শুভ কামনা রইলো।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৌরভ এর ছবি

এই দাবানল জিনিষটা একেবারেই অচেনা ধরনের দুর্যোগ আমার কাছে। কয়েকটা নিউজ ভিডিও দেখে ভীষণ আতঙ্কিত হলাম।


আবার লিখবো হয়তো কোন দিন

রাগিব এর ছবি

বাঙালি পাড়া সেরিটোস শহর এলাকাটা লস এঞ্জেলেস এলাকার মাঝখানে, ঐ পর্যন্ত আগুন যাওয়ার সম্ভাবনা কম।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

ধুসর গোধূলি এর ছবি

- ক্ষতো হইছে বোধহয় সান্তা বারবারাতে বেশি। ঐদিকে বাঙালী থাকার চান্স কেমন? আমিতো শুনলাম উইনফ্রে'র বাড়ি নাকি রক্ষা পাইছে।

এইরম ক্যালামিটি আর ভাল্লাগেনা। যেকোনো দুর্যোগরেই মাইনাস।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।