পিটস্‌বার্গের ধুসর পান্ডুলিপি - ০১০ (অর্থনৈতিক মন্দা)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ২০/০৯/২০০৯ - ৩:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমেরিকার অর্থনীতির পুনুরুত্থান শুরু হয়েছে। পত্রপত্রিকায় খবরটা আসছে ঠিকই। কিন্তু অবস্থার উন্নতি কই?

গত সপ্তাহে আমাদের গ্রুপের ম্যানেজার হঠাৎ একটা মিটিং ডেকে বসলেন। বললেন এইচ আর আপডেট। খানিকটা টেনশন করছিলাম। আবার ছাটাই শুরু হচ্ছে নাকি? বার্ষিক বেতন বৃদ্ধি হবে না এবার, লভ্যাংশ বলে কিছু থাকবে না আর প্রোমোশন হবে না - এই বিষয়গুলোই আবার জানালেন তিনি। ছাটাই হলেও আমেরিকার কর্মীদের চিন্তার কিছু নেই বললেন।

এসব অজানা ছিল না। সি.ই.ও. বছরের শুরুতেই আভাস দিয়েছিলেন। তবে অবাক হলাম পরের দিন থেকেই অভ্যন্তরীন জব পোস্টিংয়ের বন্যা দেখে! কিছুটা হলেও তাহলে অবস্থা ফিরছে?

আমার স্ত্রী চাকুরী করছে কলম্বাস নামের ইন্ডয়ানার এক শহরে। সে বেশ কিছুদিন ধরে পিটস্‌বার্গে আসার চেষ্টা করছে। কিন্তু চাকুরীর বাজার একেবারে ফাঁকা। তাহলে এই চাকুরী গুলি কোথায় যাচ্ছে?

আন্দাজ করলাম সব চাকুরী এখন যাচ্ছে আমেরিকান কর্মীদের হাতে। বাজারে যে পরিমান আমেরিকান কর্মী চাকুরীবিহীন আছে তাদের দীর্ঘ্য লাইন শেষ হতে দেরী আছে। তাই অবস্থা স্বাভাবিক হতে আরও অনেক অনেক দেরী। ততদিন সাবধানে থাকা ছাড়া আর গতি কি?


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

হুম ... খবরাসে মন খারাপ
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চাকরী করলে একটু খিয়াল কৈরা। কিছুদিন আগে এক বাঙ্গালী বড় ভাইয়ের চাকরী গেল পলিটিক্সের শিকার হৈয়া। সুতরাং খিয়াল কৈরা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

গত দুই টার্ম তো ইন্টার্ণশীপ করলাম, মোটামুটি চাকরির হাওয়া-বাতাস বোঝা গেসে ...

সামনের বছর মে থেকে আবার পথে নামতে হবে, পরিস্থিতি ততদিনে আরেকটু ভালো হইলে বাঁচি ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সাইফ তাহসিন এর ছবি

একই অবস্থা সবখানেই, আশা করি ভাবী চলে আসতে পারবেন খুব শীঘ্রই পিটসবার্গে। আমার খুব পছন্দের শহর পিটসবার্গ।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনাদের ডাক্তারদের অবস্থা সবচেয়ে ভালো। চলুক

পিটস্‌বার্গ পছন্দের কেন?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সাইফ তাহসিন এর ছবি

কথা সত্যি, ডাক্তারদের চাকরির বাজার একটুও পড়ে নাই। কিন্তু অন্যান্য চাকুরিতে যারা ছিল তাদের মোটামুটি ধ্বস নেমে গিয়েছিল এক সময়, হায়ারিং ফ্রিজ এবং ছাটাই সমান তালে চলছিল, এখন ভালো হয়েছে আবার। হাসপাতাল ছাড়া অন্যান্য হেলথ সেক্টরেও একই অবস্থা ছিল, এখন তো আবার ধুমায় লোক নিতেছে।

পিটসবার্গ ভালো লাগে সিনারির জন্যে, আমার কাছে মনে হয়েছে, আমাদের রাঙ্গামাটিকে কাড়ি কাড়ি টাকা ঢেলে উন্নত করলে তা পিটসবার্গের মত হবে।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনিকেত এর ছবি

লেখাটা ভাল লাগল মাহবুব মুর্শেদ।

আমার এক আত্মীয় প্রায় এক বছরের উপর হল চাকুরী হীন অবস্থায় আছেন। তাদের ছোট্ট একটা শিশু সন্তান আছে। তাঁর স্ত্রী উপায়ন্তর না দেখে 'জে সি পেনি'-তে কাজ নিয়েছেন। কিন্তু মন্দার ছোবল সেখানেও পড়েছে। সামান্য এই চাকুরী। কিন্তু এইটে নিয়েও তার প্রতিদিনের উদবেগ। এদিকে আত্মীয়টি কাজ করতেন ডাটা বেসের। গত এক বছর ধরে ক্রমাগত ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন। কিন্তু কোন লাভ হচ্ছে না। চূড়ান্ত বাছাই হয়ত হচ্ছেন কিন্তু ভাগ্যে শিকে ছিঁড়ছে না। দেখা যাচ্ছে আম্রিকান কারো হাতে সে চাকুরি চলে যাচ্ছে।

সব মিলিয়ে আসলেই বড় শঙ্কাগ্রস্ত দিন গুলো আমাদের----

ভাল থাকবেন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।