প্রোগ্রামারের ফ্রাস্ট্রেশন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: মঙ্গল, ১২/০৬/২০০৭ - ২:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:
সকাল বেলা সাদিকের লেখা বারুদ দিয়েছে আমায়। সারাটাদিন গুঁতিয়ে ঠিক করার চেষ্টা করলাম রীচটেকস্ট এডিটর যেটা দিয়ে অনলাইন বাংলা লেখা এবং ফরম্যাটিং করা যাবে। সময় একেবারেই পাইনা তবু একটা পুরো দিন শেষে হাতে যখন কিছু থাকেনা তখন মহা ফ্রাস্ট্রেটেড লাগে। তারউপর শুরু না হতেই সচলায়তনের জটিলতা দেখে মাথা গরম হয়ে উঠল। সব কিছু অচেনা অচেনা লাগে।

মন্তব্য

সৌরভ এর ছবি
আমিও হতাশ । ------ooo0------ বিবর্ণ আকাশ এবং আমি ..

আবার লিখবো হয়তো কোন দিন

অরূপ এর ছবি
মুর্শেদ চলো বিষয় পরিবর্তন করি ভাল্লাগছে না এইসব নিয়ে তুমি আর আমি কামলা মানুষ চলো টেকী ডিসকাশন শুরু করি ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
হ কও তো দেখি getElementsByTagName কেন কিছু রিটার্ন করে না!
অরূপ এর ছবি
করে তো, বাট আইটারেট করা লাগে ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
করে না বাহে করে না। বিশাল অবজেক্ট ট্রির কোথায় যে আমি দাঁড়িয়ে আছি সেটাই বের করতে পারছি না। আমি টোটালী লস্ট।
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
অরূপ next ডিরেক্টরী থেকে টপে উঠিয়ে সচলায়তনকে।
অরূপ এর ছবি
ভরসা দিলা? ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
নজমুল আলবাব এর ছবি
ভুল সময়ের মর্মাহত বাউল এইত ঠিক হইছে। দুই টেকমোল্লায় টেক গজাক আমরা মারামারি করি।! :( :)
অরূপ এর ছবি
সুমন, ৩০০জিবি কিনলে ৩০০ জন ইউজার সামাল দেওন যাবে না? ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
আরিফ জেবতিক এর ছবি
আচ্ছা ভাইয়া,ফায়ার ফক্স কি?সেটা কেন ফায়ারগোট হলো না?(কম্পকানার টেক আলোচনার ব্যর্থ চেষ্টা)
কনফুসিয়াস এর ছবি
৩০০ জিবি? অনেক টাকা লাগবে তো তাহলে! ৩০০ জন ইউজার অবশ্যই সামাল দেয়া যাবে। সন্দেহ নাই। -যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অরূপ এর ছবি
কনফু আমরা মাস দুয়েকের মধ্যে ৩০০জিবি স্পেস নেবো.. তোমার ভরসা নিলাম! ঝামেলা হইলে মাইর! ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
নজমুল আলবাব এর ছবি
ব্যান্ডউইথ কি ভাইয়া? আমারে আইএসপি ওয়ালা শুধু এইটা শুনায়... না কইলে কিন্তু আমি হিজিবিজি ভাইয়ার কাছে চলে যাব। হু। :( ভুল সময়ের মর্মাহত বাউল
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
একজন ইউজার গড়ে তিন ঘন্টা এইখানে কাটাবে আশা করা যায়। তিনঘন্টায় তিন থেকে চারটা পোস্ট পড়বে, কমেন্ট করবে ১০ থেকে ১৫ টা। প্রতি কমেন্টের প্রতি কমেন্ট পড়বে গড়ে তিনটা, ধরি। তাহলে মোট পেজ রিফ্রস ১৫ × ৪ = ৬০। ধরে নাও ১০০। প্রতিটা ফাইলের সাইজ ধরো ১৫ কি.বা.। ১৫০০ কি.বা. প্রতি ইউজার / প্রতি দিন। ১.৫ মে.বা./ইউজার/দিন × ৩০০ ইউজার × ৩০ দিন = ১৩৫০০ মে.বা = ১৩.৫ গিগা বাইট। ইনাফ মনে হয়।
অরূপ এর ছবি
এই না হইলে সুমন!!! ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
8)
সৌরভ এর ছবি
মাত্র ৩০০ জিবি । আরো বেশি কিনেন । আমার লোকাল মেশিন ৪৫০ জিবি .. (এই শুরু করলাম টেকি গর্ব দেখানো।‍:P) ------ooo0------ বিবর্ণ আকাশ এবং আমি ..

আবার লিখবো হয়তো কোন দিন

কনফুসিয়াস এর ছবি
ইমেজের ব্যাপারে আরো কড়াকড়ি শুরু করেন তাহলে। ৩০০ কি স্পেসই বলছেন তো? নাকি ব্যান্ডউইথ? ৩০০ স্পেস দিলে ব্যান্ডউইথতো হাজার পেরিয়ে যাবার কথা! -যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অরূপ এর ছবি
এইটা হইল ডিল! 300 Gigabyte Hosting Space (NEW!) web hostingHost UNLIMITED Domains!!! 2,500 POP/Imap Email Accounts 3,000 GIGS of Transfer (NEW!) SSH (Secure Shell), SSL, FTP, Stats CGI, Ruby (RoR), Perl, PHP, MySQL 2000/2002/2003 Front Page Extensions Free Domain Forever!
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
নিয়া ফালাও আর সবাইরে একটা কইরা ইমেইল ফরোয়ার্ডিং দিও - আনলিমিটেড পাবার কথা।
অরূপ এর ছবি
;) ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
কনফুসিয়াস এর ছবি
সর্বনাশ! এ তো দেখি মহামারী কান্ড! :) -যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আরিফ জেবতিক এর ছবি
২৫০০ লোক তো দেখি ইমেইল আইডিও পাইব!!
নজমুল আলবাব এর ছবি
আমারে ইমেল আইডি না দিলে আমি হিজিবিজি ভাইয়ের লগে যোগ দিমু। এইটা একটা থেরেট...):) ভুল সময়ের মর্মাহত বাউল
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
শয়তান দিলেন কেমনে? >:)
অরূপ এর ছবি
http://www.sachalayatan.com/next/node/233 এই খানে বলা আছে ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
<:)
নজমুল আলবাব এর ছবি
):) এইতো এমনে। এখন আমারে ইমেইল আইডি দেবেন কীনা বলেন। আরেকটা থেরেট দেই? দিলাম ):) ভুল সময়ের মর্মাহত বাউল
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
):) আমিও থ্রেট দিতে পারি। :D
নজমুল আলবাব এর ছবি
:০ 8) তাইলে আমারে মেইল আইডি দেয়া হবেনা। =)) ভুল সময়ের মর্মাহত বাউল
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
হবে হবে আলবাব। এট্টু ধৈর্য্য ধরুন। 8)
নজমুল আলবাব এর ছবি
ব্যান্ডউইথ নিয়া একটা প্রশ্ন ছিল তার উত্তরো পাইনি। :( ভুল সময়ের মর্মাহত বাউল
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
প্রতিবার যখন আপনি এক পেজ থেকে আরেক পেজে যান তখন পেজ গুলো সার্ভার থেকে ডাউনলোড হয়। সার্ভার প্রতিটা পেজের ওজন যোগকরতে থাকে। এইভাবে মাসে মোট কত ওজনের পেজ বা ফাইল ডাউনলোড হল সেটার হিসাব রাখে। পয়সার উপর ডিপেন্ড করে ওজন কত দিবে সেটা ঠিক করে। এই মাপটাকেই বলে ব্যান্ডউইথ বা প্রতিমাসে দেয়া মোট ফাইল ডাউনলোডের লিমিট।
নজমুল আলবাব এর ছবি
মাপ করেন ভাই। এত কঠিন মাল বুঝলে জিগাইতামনা...=(( ভুল সময়ের মর্মাহত বাউল
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
:) সহজ করে বললে মোটা কত সাইজের ফাইল ডাউনলোড করা যাবে তার একটা মাপ। মনে করেন একটা পানির ট্যাঙ্কি আছে। সবাই সেখান থেকে পানি কিনে। প্রতিমাসে কত গ্যালন পানি পাওয়া যাবে সেইটা এই ব্যান্ডউইথের সাথে তুলনীয়।
সুমন চৌধুরী এর ছবি
আইচ্ছা কত গিগাবাইটে এক টেরাবাইট? ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
উৎস এর ছবি
১০২৪
সুমন চৌধুরী এর ছবি
এই বাইটের জগতে সর্বত্রই ২৪ এর লেজ দেখা যায়..কঠিণ-তরল-বায়বীয় কিন্তু অন্যরকম.. ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অরূপ এর ছবি
বোজলাম না :-? ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
সৌরভ এর ছবি
২৪ বাদ দিয়া চিন্তা করলেও কোন দোষ দেখি না । ১০০০ দিয়া গুণ কইরা নিবেন। কিলো -> মেগা -> গিগা -> টেরা -> পেটা -> এক্সা -> জেটা -> ইওটা আমি নিশ্চিত আমার ছাওয়াল পাওয়াল এর যুগে আর মেগা-গিগা আর থাকবো না । =(( ------ooo0------ বিবর্ণ আকাশ এবং আমি ..

আবার লিখবো হয়তো কোন দিন

সিরাত এর ছবি

আলোচনা মজা পাইছি! হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।