প্রতিশোধ

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: মঙ্গল, ১৭/০৬/২০০৮ - ৬:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সিগারেট পোড়াই
তোমাকে পোড়াতে পারি না তাই।

ধোঁয়ায় মিশে যাই
ডুবে যাই কালোয় সাদায়
বুক ভরে ধোঁয়া তবু পাওয়া যায়
সিগারেট ফেলে না ধাঁধায় ।


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

আমাকে ভেদ করে ধোঁয়ার আঁধার
দৃশ্যের অন্তরালে জেগে ওঠে রঙ,রঙের আলাপ

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মাহবুবুল হক এর ছবি

ধোঁয়া আর অন্তরালের কাব্য আমাদের জন্য খুবই কঠিন।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

হাসান মোরশেদ এর ছবি

সিগারেট পোড়াই
তোমাকে পোড়াতে পারি না তাই।

আপনে তো ভাই,নারী নির্যাতনের কেইস খাবেন মন খারাপ
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মাহবুবুল হক এর ছবি

নারী নির্যাতন না- সিগারেট নির্যাতন

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

দ্রোহী এর ছবি

হাসান মোরশেদ লিখেছেন:
সিগারেট পোড়াই
তোমাকে পোড়াতে পারি না তাই।

আপনে তো ভাই,নারী নির্যাতনের কেইস খাবেন মন খারাপ


সহমত ...


কি মাঝি? ডরাইলা?

রণদীপম বসু এর ছবি

বুঝছি, ভালা কইরা পোড় খান নাই। নইলে সিগারেট পোড়াইবার মতো আর কিছু তো বাকি থাকার কথা না !
হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুবুল হক এর ছবি

ভাইরে আগুনের লেজ কত লম্বা জানেন ! জীবনে যত সিগারেট পোড়াইছি সবগুলারে এক করলে নায়াগ্রা জলপ্রপাতও ঠাণ্ডা করতে পারবো না।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

মুশফিকা মুমু এর ছবি

কাকে এত পোড়াতে চান? ইয়ে, মানে...
--------------------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍--@

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মাহবুবুল হক এর ছবি

যারা পুড়িয়ে গেছে কিন্তু পুড়তে চায়নি।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।