কারো জন্যে নয়

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: বিষ্যুদ, ০৮/১১/২০০৭ - ১১:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সহজ পাঠ
একটি মানুষ কত বছর বাঁচে ?
-স্মৃতির পাতায় যত বছর আছে
স্মৃতির পাতা থাকে কতকাল?
-যতদিন তা না হয় জঞ্জাল।

মৃত্যু তবে স্মৃতির আরেক নাম?
-স্মৃতি মেটায় বেঁচে থাকার দাম
মানুষ মরে, থাকবে কেন স্মৃতি ?
-এটাই তোমার মানুষ হওয়ার রীতি।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এটা নতুন ই-বই করতে চেয়েছিলেন। কিন্তু নতুন ই-বই করার ক্ষমতা বাই ডিফল্ট অর্পিত হয় না। আপাতত এটাকে নতুন ইবই করে দিলাম। পরবর্তী বইয়ের পাতা প্রকাশের সময় এটাকে প্যারেন্ট করে প্রকাশ করবেন। তাহলে ভুল জায়গায় প্রকাশ হবে না।

তাছাড়া আরো নতুন ই-বই করতে চাইলে অনুগ্রহ করে জানাবেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুবুল হক এর ছবি

আপনার ইমেইল ঠিকানা দেয়া যাবে? ই-বই প্রকাশ ও তৈরি সম্পর্কে জানতে চাই

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

মাহবুবুল হক এর ছবি

'আইয়া নাপা-১৯৯৩' কবিতাটি বইয়ের বাইরে পোস্ট হয়ে গেছে
বইয়ে আনতে পারছি না। কোন উপায়?

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।