আমাদের মায়েরা

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: শুক্র, ২৪/০২/২০১৭ - ৪:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

‘আমাদের বয়স হয়েছে, খোঁজ রাখবেন’-
কত সহজে মা বলে যেতে পারলো কথাটি
আমাদের মায়েরা সেই অমোঘ বাক্যে
বিচলিত হল না, একটু হয়তো ঝরে পড়লো
সন্ধ্যার বনজ অন্ধকার শূন্যতা থেকে শেষ আলোটুকু
নিংড়ে নিয়ে আমাদের মায়েদের মুখে ছড়িয়ে দেয়
তাদের হাসি শালবনের বাতাসে সহজ ভঙ্গিতে তোলে মর্মরধ্বনি
পরস্পরের চোখে বহুদিনের গড়া সংসারকে পূর্ণ রেখে
আমাদের মায়েরা এখন
ফাল্গুনের এই বনের মত নিঝুম, নির্জন।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

মায়ের ভালবাসার কোনো তুলনা হয় না।
Mamun Mehedee

রোমেল চৌধুরী এর ছবি

খুব ভাল লাগল।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

দেবদ্যুতি এর ছবি

চলুক

...............................................................
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”

অতিথি লেখক এর ছবি

অসাধারণ একটি কবিতা।বিশেষ করে এর শেষ দুটি লাইন আমাদের মা জাতির জন্য বোধ করি বড় বেশী মিলেমিশে একাকার “আমাদের মায়েরা এখন
ফাল্গুনের এই বনের মত নিঝুম, নির্জন।”

বাইফোকাল লেন্স

অতিথি লেখক এর ছবি

অসাধারণ!
"আমাদের মায়েরা এখন
ফাল্গুনের এই বনের মতো নিঝুম, নির্জন!"
ভালো লাগলো..

অতিথি লেখক এর ছবি

কবিতা ভালো লেগেছে অবশ্যই। তবে নিজেকে কেমন যেন নিজের কাছেই অপরাধী মনে হচ্ছে। এই অপরাধবোধ শুধু মনে হয় আমাদের মত নাগরিক সন্তানদের নিজস্ব।

-ইকরাম ফরিদ চৌধুরী

সোহেল ইমাম এর ছবি

সুন্দর লিখেছেন।

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

অতিথি লেখক এর ছবি

ভালো লিখেছেন

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।