আরেকটা ছড়া

মাশীদ এর ছবি
লিখেছেন মাশীদ (তারিখ: রবি, ০৫/০৩/২০০৬ - ৭:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ক্ষমা

এ কটা দিন কাজের চাপে একটু ছিলাম বিজি
ঝুট-ঝামেলা লেগেই থাকে প্রায়ই -
সেসব নিয়ে এই প্রবাসে ক্লান্ত আমি খুবই
তোমার কথা হয়নি ভাবা তাই।

এই পৃথিবীর দুইটি দেশে দুইটি শহর আছে
সেথায় আছে একলা দুটো ঘর -
নাম না জানা সেই দুটো ঘর যায় না পাওয়া খুঁজে
গুগল আর্থে সার্চ দেয়ারই পর।

তোমার আমার মতন এমন নাম না জানা কত
ব্যস্ত কাজে অচেনা সব খানে -
জীবন তাদের ভীষণ রকম অন্যভাবে কাটে
সময় তাদের অন্য নিয়ম মানে।

হয়ত তারাও কাজের চাপে এই আমারই মত
তোমার মতই কাউকে হঠাৎ ভোলে -
কিন্তু জানো মনের মাঝে কেবল তুমিই আসো
রাত পেরিয়ে আবার সকাল হলে।

এ কটা দিন কাজের চাপে ব্যস্ত ছিলাম বলে
ফোন করলেই বলতে হত 'বাই' -
আজ একটু ছুটি পেতেই তোমার কথা ভেবে
সেই জন্যে একটু ক্ষমা চাই।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।