ছবি ব্লগ: ওয়েসাক ডে

মাশীদ এর ছবি
লিখেছেন মাশীদ (তারিখ: বিষ্যুদ, ১৪/০৫/২০০৯ - ১১:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

অপু এখানের একটা ফোটোগ্রাফি ক্লাবের মেম্বার। সেই ক্লাবের মাঝে মাঝেই এদিক-সেদিক 'ফোটো ওয়াক' থাকে। সবাই একসাথে কোথাও যায়, একটা গ্রুপ ছবি তোলে, তারপর নিজেদের মত বেড়িয়ে পড়ে আশে পাশে সাবজেক্টের সন্ধানে। গত উইকেন্ডে অপু বলল ওরা বান্টিং যাচ্ছে। কুয়ালা লামপুর থেকে বেশ কাছেই, একটা বৌদ্ধ মন্দিরে যাবে ওয়েসাক ডে'র (Wesak Day) ছবি তুলতে। ওয়েসাক ডে হল বৌদ্ধ পূর্ণিমা। শনিবারে বৌদ্ধ পূর্ণিমা পড়েছে। এ সময় অনেক মন্দির ল্যান্টার্ন দিয়ে সাজানো হয়। ছবি তোলার জন্য আইডিয়াল। এমনিতেও জায়গাটা নাকি বেশ সুন্দর তাই বিকেলের আগেই আলো থাকতে থাকতে পৌঁছাতে হবে। আমাকে বলল,'চল, এবার আমাদের সাথে ঘুরে দেখ'। আর তেমন কোন প্ল্যান ছিল না তাই চলে গেলাম বান্টিং এর ডং জেন টেম্পলে অপুর সাথে। আসলেই খুব সুন্দর একটা মন্দির। মাইকে ক্রমাগত চান্ট বাজছিল, চারিদিকে ছিমছাম বাগান আর তার মাঝে নানা মূর্তি - সব মিলে খুব শান্তি-শান্তি পরিবেশ। ঘুরে-ফিরে অনেক ছবি তুলে ফেললাম আলো থাকতে থাকতে। ওখানে সন্ধ্যা পর্যন্ত ছিলাম। রাতের আলোকসজ্জার তেমন কোন আয়োজন দেখলাম না। তাই ডিনার করতে ক্লাবের আরো দু'জনের আহ্বানে চলে গেলাম পোর্ট ক্ল্যাঙের সী ফুড রেস্তোরায়। বেশ অন্য রকম ভাল কাটল একটা দিন। অনেকের ছবি ব্লগ দেখে মন্দিরে তোলা কিছু ছবি এখানে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।

ছোট্ট বুদ্ধের এই ফ্লোটটা ক্রমাগত চক্রাকারে ঘুরছিল
Little Buddha

মন্দিরের ভিতরের বুদ্ধমূর্তি
Buddha

মন্দিরের মোমবাতি
Flower Lights

মন্দিরের পূজারীরা সেই একইভাবে পূজা করে যাচ্ছে কত কাল ধরে, পিছনে দেয়ালের মূরালের অতীতে আর সামনের বর্তমানে
Same Prayer Now and Then

কয়েকটা ছেলে খবরের কাগজ দিয়ে ঘুড়ি বানিয়ে উড়াচ্ছিল বাইরের বাগানে
Kids will be Kids

মন্দিরের এক পাশের দেয়ালে শিশুদের আঁকা বুদ্ধের চমৎকার কিছু ছবি টাঙানো ছিল
Buddha Art

ফিশ পন্ডের ধারে কই মাছকে খাওয়াচ্ছিল অনেকের সাথে লাল জামার এই পিচ্চিটাও
Fishy Fishy

মন্দিরের বাগানে বুদ্ধ ও বৌদ্ধ পুরাণের আরো অনেকের মূর্তি সাজানো ছিল
Wesak Day

Lazy Afternoon

Enjoying the View

Afternoon Nap

আবারো ছোট্ট বুদ্ধ
Little Buddha

বাগানে নানা ধরনের অনেক ফুল ফুটেছিল সেদিন
Flower & Shadow

Wesak Blossom

Wesak Blossom

Wesak Blossom

Wesak Blossom

Wesak Blossom

আর মন্দিরের টালির ছাদে কিছু স্টারলিং পাখি বসে আড্ডা দিচ্ছিল
Dong Zen Starlings

Dong Zen Starlings

Dong Zen Starlings


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

মাঝে মাঝে ফটুরেদের লোভ হওয়া পাঠকের জন্য ভাল। বেড়াতে হবে একবার ওদিকটায়...

মাশীদ এর ছবি

আয় চলে আয়। চকলেট খাওয়াব।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

লুৎফুল আরেফীন এর ছবি

অসম্ভব সুন্দর সব ছবি! ধন্যবাদ শেয়ার করার জন্য।

মূলত পাঠক এর ছবি

নাঃ আর আমার তোলা ছবি পোস্টামু না!

এই সব ভয়াবহ রকমের ভালো ছবি যারা এমন হেলাফেলায় তোলে তাদের প্রতি ধিক্কার রইল!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

আমিও দিক্কার জানাই...

মাশীদ এর ছবি

হে হে হে!
টেকনিকাল জ্ঞান কম থাকায় মাঝে মাঝে ঝড়ে বক মরে যায়।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

মাহবুব লীলেন এর ছবি

ছবি দেখতে দেখতে আমার লোভ যত বাড়ে
ছবি দেখে দেখে ছবি তোলার শখ তত কমে

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চলুক

ধুসর গোধূলি এর ছবি

- কোনো ললনাটলনা দেখোস নাই? খালি ফুলপাখিনদনদীখালবিলের ফটুক দিয়াই পাঠকের মনের তৃষ্ণা মিটাইয়া দিলি? তবে আর যাই কস, মন্দিরের বাগানে কাগুর কান খাউজ্জানি ফটুকটা যা হইছে না! কী আর কমু, সেইরম মজা পাইছি দেইখা। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মাশীদ এর ছবি

সেল্ফ সার্ভিসের যুগ। ললনার ছবি দেখতে চাইলে নিজে তোল। আমার এই কাগুদের ছবি তুলতেই ভাল্লাগে খাইছে


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

উজানগাঁ এর ছবি

চারদিকে শুধু রঙ আর রঙ। ভাল লাগলো দেখে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বিউটিফুল।
...............................
নিসর্গ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অনেকদিন পরে আপনার পোস্ট... এসেই রাঙিয়ে দিলেন...

আজকে দেখি সচলে ফটোর মেলা বসেছে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আরিফ জেবতিক এর ছবি

অতি সৌন্দর্য হয়েছে ।

দাড়াও , বড় হইয়া নেই । আমরাও এমন ছবি তুলুম ।

তানবীরা এর ছবি

ছেলে আর মেয়ের প্রার্থনার ছবিটা ইউনিক হয়েছে

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মাশীদ এর ছবি

ধন্যবাদ।
আরো যত ছবি তুলেছি সেদিন, সবগুলোর মধ্যে আমার নিজেরও এই ছবিটা বেশি ভাল লেগেছে।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

ভূঁতের বাচ্চা এর ছবি

আহারে কি সুন্দর ফটোগুলা ! মাশীদাপুর ছবি দিন দিন অসম্ভব ভাল হয়ে যাচ্ছে। কম্পোজিশনগুলো এককথায় চমৎকার। ছবিটবি দেখে আপনাদের ওখানে বেড়াতে যেতে ইচ্ছে করছে। অসম্ভব ভাল লাগল।
--------------------------------------------------

--------------------------------------------------------

বিপ্রতীপ এর ছবি
তুলিরেখা এর ছবি

কী সাংঘাতিক!
অতি চমত্‌কার!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

জুলফিকার কবিরাজ এর ছবি

ইহাকে সুন্দর বলে।

ফারুক হাসান এর ছবি

একেই বলে, সঙ্গদোষ বা আবেশ।

মাশীদ এর ছবি

হে হে হে!
তবে সঙ্গটা যদি শুধু অরূপের ভাবিস তাহলে ভুল হবে, সেই সিঙ্গাপুরে থাকতেই সাদিক আর ইন্দ্রনীলের সঙ্গদোষে প্রায়ই একসাথে ছবি তুলতে বের হতাম। তখনকার ক্যামেরাটা অবশ্য বেশি সুবিধার ছিল না। সাদিকের খুব শখ ছিল ওর, ইন্দ্রনীল আর আমার ছবি দিয়ে NUS এর লাইব্রেরীতে একটা ছোট্ট একজিবিশান করব। হল না।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বাচ্চাদের আঁকা ছবিগুলো কিউট তো !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অর্জুন মান্না [অতিথি] এর ছবি

খুব সুন্দর ছবি।
হলুদ ফুলটার (জবা?) পুরো ছবি নাই?

মাশীদ এর ছবি

না মনে হয়। খুব বাতাস ছিল সেদিন। এক হাতে ফুলের গোড়া ধরে অন্য হাতে ছবি তুলছিলাম। পুরো ফুলের ছবিতে হাত চলে আসছিল তাই তোলা হয়নি।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

নজমুল আলবাব এর ছবি

আমি মাশীদের ছবির পুরানা ভক্ত।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

মুস্তাফিজ এর ছবি

স্পীড কম ছিলো বলে সেদিন দেখতে পারিনাই।
দূর্দান্ত হয়েছে।

...........................
Every Picture Tells a Story

মাশীদ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ সবাইকে।
হাসি


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

রণদীপম বসু এর ছবি

এমুন মাথা খারাপ করইন্যা ছবি পোস্টাইলে চুরি হো হইবোই ! আমার কী দোষ ?
চার নম্বর ছবিটার কপি রাখলাম।

দারুণ বললেও হয়তো কম বলা হয় ! ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাশীদ এর ছবি

ছবি চোর! ছবি চোর!
হাসি


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

আনিস মাহমুদ এর ছবি

ছবি তোলা ছেড়ে দিচ্ছি।

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

এই পোস্টের ছবিগুলো দেখে? নাকি অফিসের ব্যস্ততায় ছবি তোলার সময় পান না বলে? হো হো হো

মাশীদ এর ছবি

আনিস ভাই, এইটা একটা কথা হইল?


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ সব ছবি। খুব ভালো লাগলো। বিশেষ করে ফুলের ছবিগুলোর প্রথম তিনটা। দুর্দান্ত।

মাশীদ এর ছবি

অনেক ধন্যবাদ।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।