তিওমান আইল্যান্ডস

মাশীদ এর ছবি
লিখেছেন মাশীদ (তারিখ: সোম, ০৫/০৬/২০০৬ - ১১:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:


তিওমান ভ্রমণের বর্ণনা অরূপ দিয়ে দেয়ায় আমি আর দিলাম না (http://www.somewhereinblog.net/arupblog) । কিন্তু ওর দেয়া তথ্যের শুরুতে একটু ভুল আছে। এই ভ্রমণের মূল পরিকল্পনা ইন্দ্রনীলের। আমরা দু'জন একই ল্যাবের বন্ধু। যখন-তখন আড্ডা আর পট করে কোথাও বেড়াতে যাওয়ায় Advanced Manufacturing Lab আর Microfab Lab এ আমাদের দু'জনকে কেউ হারাতে পারে না। দিনের কোন এক ফাঁকে ইন্দ্রনীল হঠাৎ বলে ওঠে, চ'! আমিও সাথে সাথেই কোথায় যাব সেটা না জেনেই বলি চল! কিন্তু ল্যাবের অন্য কোন বেরসিক বাগড়া দেয় বলে অধিকাংশ দিনেই শেষ পর্যন্ত কোথাও যাওয়া আর হয়না।

গত সপ্তাহে হঠাৎ জানা গেল টিনা Switzerland এ একটা স্কলারশিপ পেয়েছে এক বছরের জন্য। টার্ম দেরীতে শুরু হলেও জুলাইয়ের মধ্যেই চলে গিয়ে জার্মান শিখতে হবে। এদিকে হুট করে হওয়ায় অনেক কাজ জমে গেছে। আর একবারে যাওয়ার আগে দেশেও (দিল্লী - ভারত) একবার যেতে হবে। তাই সিঙ্গাপুর ছাড়বে 15ই জুনের দিকে। প্রায় আড়াই বছর সিঙ্গাপুরে থাকলেও কোনদিন মালয়েশিয়া যাওয়া হয়নি দেখে হঠাৎ ঠিক করল ঘুরে আসবে। আর্কিটেক্ট হিসেবে প্রথমেই ইচ্ছা ছিল KL যাবে পেট্রোনাস টাওয়ার্স দেখবে। এদিকে ইন্দ্রনীলের তখন সামনে ঝুলছে PhD Qualifying Exam , 2 তারিখে। পরীক্ষা শেষে কোথাও না গেলেই না। কিন্তু ওর জীবনের একটা স্বপ্ন Snorkeling করা। অনেকদিনের শখ Tioman এ যাওয়া। টিনাকে বলায় তাকেও বেশ উৎসাহী দেখা গেল। হাজার হোক, কিছুদিন আগেই কোন এক জরিপে বিশ্বের শ্রেষ্ঠ 10 টি দ্্বীপের একটি হয়েছে তিওমান। গত সপ্তাহে ইন্দ্রনীল হুট করেই তাই আমাকে বলল, চ'! আমিও as always রাজী!

প্রথমে প্ল্যান ছিল শুধু তিন বন্ধুই যাব। শেষবারের মত একসাথে ঘোরা হবে দেখে টিনারও ইচ্ছা ছিল না বড় গ্রুপে যাওয়ার। অপুকে নেবার কোন প্ল্যানই ছিল না। আমার বন্ধুদের এমনিতে ও সহ্যই করতে পারে না তাই যাবে না ধরে নিয়েই ওকে এমনি বলেছিলাম,'তিওমান যাচ্ছি, যাবে?' ওমা! বেটা দেখি সাথে সাথে রাজী!

তিওমানে গিয়ে কি কি হল সেসব ওর ব্লগ থেকেই জানা যাবে। আমি এখানে আমার তোলা কিছু ছবি দিলাম।

বেশ মজার দু'টো দিন কাটল।

Next adventure, definitely Redang! বাসে ফেরার পথে ইন্দ্রনীল অলরেডী এ উদ্দেশ্যে আমাকে বলে ফেলেছে, চ'! আর আমিও as always বলেছি, চল!


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।