হঠাৎ এক সন্ধ্যায়

মাশীদ এর ছবি
লিখেছেন মাশীদ (তারিখ: বুধ, ০৪/১০/২০০৬ - ৩:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


কবিতার ফ্লাডিং দেখে আমার পুরনো একটা ছড়ার কথা মনে পড়ে গেল। 1996-97 এর দিকে ভিকারুনি্নসা নুন কলেজে (VNC) পড়ার সময় কলেজের বার্ষিকীর জন্য লেখা। ছাপার অক্ষরে আমার প্রথম ছড়া। তবে দুঃখের ব্যাপার - নামের বানান উঠেছিল 'মাকিদ'। কপাল! মজার ব্যাপার হচ্ছে, সেবার বাষির্কীতে আরো অনেক কবিতা বের হয়েছিল যাদের প্রায় সবগুলোই মেগা সিরিয়াস টাইপের, মাঝখানে শুধু আমারটাই ছিল জীবনের গূঢ় অর্থ বা ভালবাসার দুঃখ বা স্বদেশপ্রেম বাদে অন্যকিছু নিয়ে - খাঁটি ফাইজলামী টাইপ। সেসময় ভিকারুনি্নসায় খুব ক্যারাটে শেখার ক্লাস চলত। আমার খুব শখ ছিল, কিন্তু শেখা হয়নি। জীবনের একটা আফসোস। এখনো শেখায় কিনা কে জানে। যা হোক, আজকে এটাই তুলে দিলাম। হঠাৎ এক সন্ধ্যায়সন্ধ্যার আগমন রাস্তাটা নির্জনদূরে গান শোনা যায় মাইকে,এদিক-ওদিক দেখে ছুরিটা পকেটে রেখেউঠে পড়ি তিনজন বাইকে।চাকরি-বাকরি নাই ছিনতাই করি তাইব্যবসাটা কিঞ্চিৎ রিস্কি -পকেট আর ব্যাগ ফাঁকা করে মোরা পাই টাকাটানি সিগারেট, খাই উইস্কি।ঐ যে যাচ্ছে দেখা কে ঐ আসছে একা,কাল্লু বলল, 'দোস্ত, রেডি থাক -দুল যদি থাকে কানে ছিঁড়ে নিবি একটানে,দেখিস করে না যেন হাঁকডাক'।বাইকটা ঘুরিয়ে নিয়ে একটু এগিয়ে গিয়েচলে যাই রিকশার নিকটে।মনে মনে বলি,'ওরে, দু'এক মিনিট পরেদ্যাখ ভাল করে মজা কি ঘটে!''যা কিছু আছে সাথে তাড়াতাড়ি দিন হাতেনা হয় ফেলব চেঁছে চামড়া' -এই ডায়ালগ ঝেড়ে ব্যাগটাকে নিয়ে কেড়েঅ্যাকশানে নেমে পড়ি আমরা।কিন্তু হঠাৎ একি! দু'চোখে সর্ষে দেখিকে এল প্রাণে ভীতি জাগাতে?মাজার হাড় ক'খানি ভেঙে গেছে ঠিক জানিক্যারাটের নিদারুণ আঘাতে।অদ্ভুত এক ঘোরে কোনমতে উঠে পড়েদেখি পলায়নরত দুইজন বলছে আমায় ডেকে, 'তাড়াতাড়ি পড় ভেগে,জান বাঁচা, ছুট দে প্রাণপণ'।বাঁচার কোন উপায় হল না যে মোর হায়কলার ধরল চেপে তখুনি -রিকশার মেয়েটাকে বড় বেশি ভয় লাগেমনে হয় যেন এক শকুনি।আমার কলার ধরে বলল ভীষণ জোরে,'আমায় চিনতে নাহি পেরেছিস -কতকিছু ভেঙে-চুরে ক্যারাটে শিখেছি, ওরে,ভুল করে তুই আজ মরেছিস!পড়েছি VNC তে জানি তোকে টাইট দিতেঘুরে আসি হাজতটা চল যাই -সেখানে যাবার পরে একপায়ে কান ধরেবলবি - ছাড়িয়া দেব ছিনতাই'।হাজতেরই এক কোণে বসে ভাবি মনে মনেছেড়ে দেব বিশ্রী এ ব্যবসা -মাজাটা গিয়েছে বেঁকে সারারাত থাকি জেগেফিউচার আমাদের ঝাপসা ।।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।