এলোমেলো - ৪

মাশীদ এর ছবি
লিখেছেন মাশীদ (তারিখ: সোম, ১২/০৩/২০০৭ - ১:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:


এলোমেলো বোকা আমি
ভেবেছিলাম এমনি এমনি পেয়ে গেছি বেশ ক'টা ভোর।
ভুলেই ছিলাম ভীষণ দামী
এই জীবনের প্রতি প্রহর।
সে দাম দেবার একেক রকম নিয়ম-রীতি!
রাত পেরিয়ে নতুন ভোরে রঙ-বেরঙের সেসব স্মৃতি
কাঠঠোকরা পাখির মতো
অবিরত যায় ঠুকে যায় বুকের ক্ষত।
যেমন করে মেঘ ঢেকে দেয় সোনালী রোদ -
তেমনি ভাবেই কষ্ট দিয়ে করছি আমি গভীর সুখের দাম পরিশোধ।


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

তোমার আমার ব্যাকুল চাওয়ায়
আমাদের এই শূন্য দাওয়ায়
আসবে ঠিকই সুবর্ণ দিন
বন্ধু মনে রেখো...

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।