![]()
খুব শক্ত কবিতা বুঝিনি কোনদিন। ভাল লাগা-খারাপ লাগার কালে তাই বারবার ঘুরে ফিরে গেছি শুধু হেলাল হাফিজের কাছে। সেসব কবিতা কোনদিন হতাশ করেনি। গতকাল সে কথাই হচ্ছিল আরেক সমমনা বন্ধুর সাথে। তাই আজকে হেলাল হাফিজের অনেক প্রিয় কবিতার একটা তুলে দিলাম এখানে।
মানবানল
 আগুন আর কতোটুকু পোড়ে?
 সীমাবদ্ধ তার ক্ষয় সীমিত বিনাশ,
 মানুষের মতো আর অতো নয় আগুনের সোনালী সন্ত্রাস।
 আগুন পোড়ালে তবু কিছু রাখে
 কিছু থাকে,
 হোক না তা ধূসর শ্যামল রঙ ছাই,
 মানুষে পোড়ালে আর কিছুই রাখে না
 কিচ্ছু থাকে না,
 খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই।
মন্তব্য
নতুন মন্তব্য করুন