দেয়াল

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বুধ, ১৪/০৪/২০১০ - ৮:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মেঘের পালক অব্দি বিস্তৃত দেয়ালে বসে চেয়ে গেছি বটের পাতার মত বাঁচা; বিরল ঋদ্ধতা নিয়ে ঝরে যাবো বিকেলের চমক আলোয়; শুকাবেনা মন্বন্তরে, অনাহারেও আর্দ্রতায় উদ্ভাসিত হবে উপশিরা। এসব কি হয় নাকি! আটটা-পাঁচটা ঘরবার, ওৎপেতে বসে থাকা ঠুলো মোড়ে মোড়ে। অন্ধকার গাঢতর হলে অপ্রেম দখল নেয় মানবিক সূক্ষ্ম চেতনা! মুখের আড়ালে মুখ, প্রেমের আড়ালে কৌশল , রঙের আড়ালে খুব্ধ ভীতিপ্রদ জীবনযাপনের কংকাল-বসে থাকে! এভাবে কি হয় বলো! যৌবন চিনে নিতে কত কত যুগ চলে যায়! নিম্নগামী রক্তক্ষরণ- নাড়ির ভেতরে নাড়ি শরীরের ভেতরে শরীর সমূলে উচ্ছেদ করে স্বার্থপর নিঃশ্বাস্টুকু কোলে নিয়ে বসা-যেমন বাস্তবে হয়; অবোধ বোধের মেঘে কল্পিত সাতরঙে ঢাকা থাকে সভ্যতার সন্ধিলগ্ন, প্রসাধনী ব্যবহার সেই থেকে শুরু। এখনো সমান ক্রোধে পথ খোঁজে গর্ভের সন্ত্রাস। এসব কি হয় নাকি- আকাশের নীল দেখা দেয়ালের কোনে বসে আরেক দেয়াল..।।আসলে এখনো বাঁচা প্রেমরূপী প্রশ্রয়ের তিক্ত করুণায়।


মন্তব্য

মামুন হক এর ছবি

আসলে এখনো বাঁচা প্রেমরূপী প্রশ্রয়ের তিক্ত করুণায়।

--বাড়াবাড়ি রকমের ভালো লাগলো মণিকা। কবিতার জয় হোক।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বেশ লাগলো। কয়েকটা বানানে সমস্যা আছে, সেগুলো ঠিক করলে আরো ভালো হবে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বেশ ভাল্লাগলো। কম লেখেন নাকি এখন?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।