মূক চৈতন্যের কথকতা

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শনি, ০৫/০৩/২০১১ - ৭:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

১/
আমি কি লিখছি-
পাশে বসে বারুদে-আগুনে জ্বলছে
ছাইচাপা রহস্য!

২/

ছবির ভেতর মৌলিক আলোছায়া
রমনী একটু মেধা দিয়ে দেখুক,
অন্ধকার দেয়ালে
আলোর অধিক আরো কিছু আছে!

৩/
অভিমান ক্রোধ হলে আমি
মামুলী পৌরুষ ভস্ম করে দিতে পারি
যদি পায়ের কাছে বস প্রথম দিনের মত
ভাবতে পারি জলপদ্মের কথাও!

৪/

দুঃস্বপ্ন নামে অশ্রাব্য বৃষ্টি নামল
প্রেমিকই পৌঁছে দিল অঘাটায়
ফিরবার পথে শামুকে কেটেছে পা-
ওহে বেনে, তোমার অশৌচ সারবে না!

৫/
তীর্থ ভেবেছে ফুল-মালা সব থেকে যাবে
পায়ের ধূলা মিশেছে মেঘের ত্বকে
মৃতদেহ থেকে ধুয়ে মুছে গিয়ে পাপ
ভর করেছে দেবতার স্থুল কাঁধে!

৬/

ফিরে আসবে যখন ঠিক করেছ
আর সাবান মেখে লাভ কি-
ভুল০ভ্রান্তি সঙ্গে নিয়েই ফিরো!


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

২, ৩ আর ৬ অসাধারণ !

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মণিকা রশিদ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- শিমুল!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অনার্য সঙ্গীত এর ছবি

অসাধারণ!

৩ নাম্বার পড়ে ডরাইছি দেঁতো হাসি আমার প্রেমিকাদের আপনার কবিতা থেকে দূরে সরায়ে রাখতে হবে! শয়তানী হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মণিকা রশিদ এর ছবি

ডরাইলা, বাহে?

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

কবিতা ভালো লাগলো।

ভুল০ভ্রান্তি

হাইপেন হবে মনে হয়।

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

শেখ জলিল এর ছবি

সব ক'টিই ভালো লাগলো। তবে বেশি ভালো লাগলো ৬ নম্বরটা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মণিকা রশিদ এর ছবি

খুব সুন্দর! ভালো লাগলো মন্তব্য!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

পাঁচ নাম্বারটা মনে হয় এই সিরিজের সাথে খাপ খায় না (তার মান নিয়ে কোন প্রশ্নই নেই, তবে ভাবটা আলাদা লাগছে)।
গোটা সিরিজটা এক কথায় অসাধারণ, বাকরুদ্ধ হয়ে যাবার মতো।
বয়স কম হলে সবগুলো মুখস্থ করে ফেলতাম - জায়গামতো ব্যবহার করার জন্য।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মণিকা রশিদ এর ছবি

হাসি

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ফকির লালন এর ছবি

অন্যরকম লাগলো, অসাধারণ।

রোমেল চৌধুরী এর ছবি

প্রথমা স্নাত ইমেজিসমের ঝরণায়
দ্বিতীয়ার স্তনে বিমূর্ত আলোছায়া
তৃতীয়ার বুকে স্পর্ধিত সত্যভাষ
চার যে ছেড়েছে আবিল দীর্ঘশ্বাস
পাঁচে বিপ্লব, প্রথা তুমি দূরে সরো
ছয়েতে আবার হৃদয় মস্ত বড়ো।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মণিকা রশিদ এর ছবি

সুন্দর খুব! ভালো লাগল মন্তব্য!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

guest writer rajkonya এর ছবি

৩,৪,৬...খুব ভাল লেগেছে।
ইস! আমি যদি আপনার মত লিখতে পারতাম!

জলপদ্ম এর ছবি

৩ আর ৬ খুব ভাল লাগল। লেখা কিছুটা নিয়মিত হচ্ছে দেখেও আনন্দ পেলাম।

আব্দুল্লাহ্ এ.এম. এর ছবি

ভুলভ্রান্তি সঙ্গে নিয়েই ফিরো!

কোন ধরনের ভুলভ্রান্তির প্রতি এই সযত্ন প্রশ্রয়?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

জরুরী প্রশ্ন করেছেন তো দাদা! আপনার সাথে আমারও একই প্রশ্ন থাকলো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

পান্থ রহমান রেজা এর ছবি

পড়েছিলাম আগেই। আজ মন্তব্য করে গেলাম। মানে বলতে চাইছি, ভালো লেগেছে, তাই জানিয়ে গেলাম! হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।