নীল জলের গল্প থেকে যায়

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শনি, ১১/০৬/২০১১ - ৮:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সবুজ বৃষ্টিতে থেমে
চাঁদের আলোয় কিছু গল্প লেখা ছিল
সেখানেই থেমে গেলে, মুখে নিয়ে মুগ্ধ চিরকূট
তোমাকে তখন আর কামড়ে খেতে হতো না অক্ষর;
নিষিদ্ধ দুপুর নিয়ে কেউ আর ফিরত না ভাঙা উপকূলে।

রাত্রি তবু নিঙড়ে নেবে হৃদয়ের ভাঁজ থেকে ভেজা বিরহ
একাকী হওনি বলে আঁধারমথের বুঝি অর্থ বোঝ না
একাকী হওনি বলে খেয়ে ফেলো বিস্মিত রক্তের কালো দাগ
একাকী হওনি বলে
এখনো মালতীর মত হেসে ওঠো যথার্থ সুযোগে
পুরানো গানের খাতা যে বিকালে ভিজে যায় জলে...
কী যে হতো, যদি হতে, যদি একা হলে!

থেমেছে এখন এসে ভীষণ রৌদ্রদিনে, কোলের কাছের কোলাহল
কেবলই শব্দের বোঝা দূর থেকে দূরে চলে যায়
সবুজ বৃষ্টির হাতে বেঁধে দিয়ে বৃদ্ধবয়সী উন্মাদসম হাওয়া
চলে যায় বসন্তের দিন;
স্থির জলের কাছে কল্পলোকের নীল রাখা থাকে
চাঁদের আলোয় চলে মৃদু বিচ্ছুরণ!


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

তিনটা অনুচ্ছেদ, তিনটা স্বতন্ত্র কবিতা।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনার্য সঙ্গীত এর ছবি

অদ্ভুত ভালো লাগলো মনিকা'দি।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো

______________________________________
পথই আমার পথের আড়াল

ফকির লালন এর ছবি

ভালো লাগলো।

আশালতা এর ছবি

সকাল থেকে অনেক কবার পড়ে ফেলেছি, ঠিক ঠাক অর্থ ধরতে পেরেছি বললে মিথ্যাচার হবে, কিন্তু ভালো লাগছে পড়তে নিঃসন্দেহে ।

নৈষাদ এর ছবি

চলুক

কবি-মৃত্যুময় এর ছবি

করবো কাকে বিয়া, শুধুই ডেভিড ভিয়া !!

থেমেছে এখন এসে ভীষণ রৌদ্রদিনে, কোলের কাছের কোলাহল
কেবলই শব্দের বোঝা দূর থেকে দূরে চলে যায়
সবুজ বৃষ্টির হাতে বেঁধে দিয়ে বৃদ্ধবয়সী উন্মাদসম হাওয়া
চলে যায় বসন্তের দিন;

ভালো লাগল আপু। চলুক

কবি-মৃত্যুময় এর ছবি

খুবই বিব্রত! প্রথম কোটটি সুহানের পোস্টের মন্তব্যে ছিল, এটি এখানে কীভাবে আসল, অবাক হলাম! প্রকৃতপক্ষে কোটেড ছিল এটি>>

মুখে নিয়ে মুগ্ধ চিরকূট
তোমাকে তখন আর কামড়ে খেতে হতো না অক্ষর;
নিষিদ্ধ দুপুর নিয়ে কেউ আর ফিরত না ভাঙা উপকূলে।

তিথীডোর এর ছবি

চমৎকার লাগলো দিদি... হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সৈয়দ আফসার এর ছবি

চলুক

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

মণিকা রশিদ এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল লেখাটি পড়ার ও মন্তব্য করার জন্যে।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।