প্রস্তরিত

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বিষ্যুদ, ১৩/০৯/২০১২ - ৯:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তটভূমির কাছে মাথা নত করে বলতে চাইছি
সূর্যদেবের জ্বলন্ত চোখের দিকে এখনো তাকাতে পারিনি আমি
এমনকি স্বচ্ছ স্রোতের কাছেও রেখে যেতে পারি্নি স্পষ্ট কোনো রাত-আয়না
ভৌগলিক সীমারেখার অবলুপ্তি প্রার্থনা করি আজ
আমাকে আমার ইচ্ছের উষ্ণতায় বিনা-বাঁধায় যেতে দেয়া হোক
আর অস্থির অগ্নিপিন্ডের সাথে দৃষ্টি-বিনিময়ে আগ্রহী নই
স্মৃতিপ্রণালীর নিরাপদ রেখায় নিরপরাধ ঢেউ যেন
নিয়ে না আসে যজ্ঞের কাঠ, বাঁচবার যাদুমন্ত্র

যেমন একদিন চাঁদের স্খলনে মর্মরিত হয়েছে রাত
নিজস্ব আঙুলের কাছে শর্তহীন সমর্পনের গায়ত্রী
প্রাগৈতিহাসিক সূর্যোদয় আর সর্বগ্রাসী প্লাবন
আনন্দ নামক কম্পনের গভীরে নিয়েছিল শ্রুতির উপবীত
যেমন আমি তারপর
আনন্দে গলে গলে একদিন নদী, একদিন ফল্গু, একদিন আলো---

আবার তেমন আমি অন্ধ রাতের সাথে
গলে যেতে চাই
জ্বলে যেতে চাই
গভীরের গুহার পাশে
নিঃশব্দে দাঁড়িয়ে থেকে বিরামহীন
অশ্রুপাত করতে চাই!


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

ভালো কবিতা পড়ার রেশটাই আলাদা।

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বাহ্‌! নীড়পাতায় একইসাথে দুই দুইটা ভালো কবিতা।

মাত্রা, ছন্দ ইত্যাদি ব্যাকরণে এই কবিতাটিকে কী বলবে জানি না। তবে আমার ভালো লেগেছে এটা নিশ্চিত করে বলতে পারি। যে চৌদ্দটা নতুন উপমা অথবা শব্দকল্প পাওয়া গেলো সেটুকু বাড়তি পাওনা।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অমি_বন্যা  এর ছবি

ভালো লাগলো । উত্তম জাঝা!

স্যাম এর ছবি

বাহ্‌!

অতিথি লেখক এর ছবি

কবিতাটা আবৃত্তি করলে সুন্দর লাগবে।

আমাকে আমার ইচ্ছের উষ্ণতায় বিনা-বাঁধায় যেতে দেয়া হোক

এখানে 'বাধা' লিখলে কী ক্ষতি ছিল?
ছন্দটা বোধহয় অসম পদবিভাগের মাত্রাবৃত্ত?

নির্ঝর অলয়

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

নিঃশব্দে দাঁড়িয়ে থেকে বিরামহীন
অশ্রুপাত করতে চাই!

লাইনটা অনেকদিন মনে থাকবে।
চলুক দারুন কবিতা।

করোটিতে আকাশ এর ছবি

চমৎকার কবিতা। বিশেষ করে শেষ প্যারা-টা অসাধারণ। অনেকদিন পর একটা genuine ভাল কবিতা পড়লাম।

করোটিতে আকাশ

গৌতম এর ছবি

দারুণ!

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

প্রৌঢ় ভাবনা এর ছবি

ভাল লাগলো।

ফকির লালন এর ছবি

উপমা ভালো লাগলো খুব। শিখলাম।

অতিথি লেখক এর ছবি

চমৎকার। ভালো লেগেছে। মন্তব্যে সময়পার না করে জমানো বাকী কবিতাগুলো পড়তে চাইছি। পরে কখনো মন্তব্য করবো যদি পেরে উঠি। ধন্যবাদ

স্বয়ম

সবজান্তা এর ছবি

মণিকাদি, কবিতাটা দারুণ লাগলো। শেষের প্যারাটা অদ্ভুত...

তানিম এহসান এর ছবি

চমৎকার!

অতন্দ্র প্রহরী এর ছবি

অদ্ভুত সুন্দর। হাসি

মণিকা রশিদ এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

ভৌগলিক সীমারেখার অবলুপ্তি প্রার্থনা করি আজ ! মণিকাদি'র এই প্রার্থনার সাথে আমিও বলছি আমিন ।
এই লাইনটা খুব ভালো লাগছে ।এই যে কবিদের বিশ্বমানব হবার আজন্ম প্রার্থনা ।

আলেক সাই

এক লহমা এর ছবি

ভাল লাগল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।