এসো নাচি প্রিয়ে

মন মাঝি এর ছবি
লিখেছেন মন মাঝি [অতিথি] (তারিখ: শনি, ১২/১১/২০১১ - ৮:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গোধূলির লালিমায় মাখামাখি হতে হতে পাহাড়ের চূড়ায় রক্তাক্ত সূর্যের পটভূমিতে, দু'টি ছায়া একাকার হয়ে গেল শেষবারের মত নিমগ্ন নৃত্যে ....

................................................................................................


গোধূলির লালিমায় মাখামাখি হতে হতে পাহাড়ের চূড়ায় রক্তাক্ত সূর্যের পটভূমিতে, দু'টি ছায়া একাকার হয়ে গেল শেষবারের মত নিমগ্ন নৃত্যে। রঙের হোলিখেলায় পেঁজা তুলোর মত দাউদাউ মেঘে আচ্ছন্ন আকাশের নিচে দাঁড়িয়ে, মেয়েটি ছেলেটির কানে কানে গেয়ে উঠল :


এ তো নির্মম গিলোটিন আর তীক্ষ্ম ফলার ছুরি
গোধূলির বুকে লাল খুন বুঝি, জীবনের লাল ঘুড়ি


ছেলেটি তার সঙ্গিনীকে তুর্কি দরবেশের তুরীয় ঘুর্ণিপাকে ঘোরাতে ঘোরাতে, মন্ত্রমুগ্ধের মত চেয়ে রইলো সদ্য বিধবার নিকাবের মত কালো চুলে ছেয়ে যাওয়া তার মুখখানির দিকে।


তবে এসো তুমি বেঁধে ফেলো ফাঁস নিপুণ ফাঁদের মতো
এখানে আমার প্রিয়তম সখা তোমার প্রতীক্ষারত


ছেলেটি ডুবে গেল, সঙ্গিনীকে পেছনে হেলিয়ে, নিজেকে হারিয়ে ফেলল তার গোলাপি ঠোঁটের অথৈ সাগরে। তারপর... কত যুগ পরে কে জানে, উড়িয়ে দিল তাকে আকাশ পানে। মেয়েটি ঝমঝমিয়ে হেসে উঠল চঞ্চল নির্ঝরের অবিরল আনন্দে। সঙ্গীটি মনে করতে পারল না শেষবার কখন সে তাকে এত সুখী দেখেছে।


এসো নাচি প্রিয়ে, পাহাড়ের বুকে, বল্গিত বেগে ছুটি
যতক্ষণ বাঁচি জীবনামৃতের প্রতিটি ভাঁড়ার লুটি।


তারপর সব সংগীত থেমে গেল। পূর্ব দিগন্তে প্রেমের দেবী ভেনাস শুকতারা হয়ে ফুটে উঠলেন তাদের স্মরন করিয়ে দিতে অমৃতের মৃত্যুর কথা। ছেলেটি মাথা নোয়ালো সঙ্গিনীর পানে। দু'জনেরই ইষৎ বিস্রস্ত চুল থেকে ঝরে পড়ছে মুক্তোর মত সুখের স্বেদবিন্দু। মেয়েটির মুখে তখন এক চিলতে দুর্বোধ্য হাসি খেলা করে বেড়াচ্ছে।

"সময় হয়ে গেছে, তাই না?" ছেলেটি জিজ্ঞেস করে।

"হ্যাঁ," মেয়েটি বলে। "জেগে ওঠার সময় হয়েছে এবার।"

ছেলেটি জেগে উঠে। কিন্তু বিছানার ওপাশটি তখন ধূ ধূ মরুভূমি। আবারো সে এক বিপত্নীকে পরিণত হয়েছে।

আঙুলে আংটিটা পরে নিয়ে রৌদ্রকরোজ্জ্বল নতুন দিনের মোকাবেলায় উঠে পড়লো সে।

--------------------------------------------------------------------------------------------------------------------

মূলঃ প্যাট্রিক জোহানসন
ভাবান্তরঃ মনমাঝি
কাব্যানুবাদ কৃতজ্ঞতাঃ রোমেল চৌধুরি


মন্তব্য

তারেক অণু এর ছবি
মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

আশফাক আহমেদ এর ছবি

কাব্য-নাট্য-গদ্য---সব মিলিয়ে ভাল্লাগলো

-------------------------------------------------

ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

তাপস শর্মা এর ছবি

খুব ভালো লাগলো চলুক

মন মাঝি এর ছবি

****************************************

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।