ছোট্ট মানুষ

মর্ম এর ছবি
লিখেছেন মর্ম [অতিথি] (তারিখ: শুক্র, ২৬/০৪/২০১৩ - ১২:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফেরেশতা তুই, না পরী,
তা হয়নি কারো জানা,
ছোট্ট মানুষ, ক্যান এলি তুই?
কেউ করেনি মানা?

কীসের এত বল তাড়া তোর?
বল কীসে তোর ভাল?
মায়ের আধার সইল না আর?
চাইলি এতই আলো?

অন্ধকারের আড়াল ঘেষে
এই যে তোরা এলি-
ঘুমোয় মা তোর, কাঁদছে খালা,
বল না কী আর পেলি?

ভাবিস কেঁদে চোখ ভাসাবি,
মিলবে সবই তাতে?
ছোট্ট রে তুই, বুদ্ধি কোথা?
নেই কিছু তোর হাতে-

নেই বিছানা, নেই বালিশ আর
নেই মশারী, কাপড়,
স্বান্ত্বনা নেই, নেই খাওয়া,
নেই ঘুমপাড়ানীর চাপড়,
নেই হাসি, নেই ঠোঁট বাঁকানো
নেই অভিমান, জল,
এত্ত নেই-এর প্রাসাদস্তুপে
ক্যান এলি তুই বল!

বলবি না তুই? দ্যাখ না ফিরে!
চাস যদি নে চুমো!

ছোট্ট মানুষ! ঘুম পেয়েছে?

বেশ, তবে থাক, ঘুমো!!

[মানুষগুলো আজকে কেবল খবর আর ছবি হয়ে সামনে ভাসছে। কিছু বলার মানসিক শক্তিটুকু অল্প মানুষেরই আছে এখন।

কিন্তু এমন খবরে ভাবলেশহীন থাকাটা দুরূহ নয় কেবল, অসম্ভবও :-(]


মন্তব্য

জোহরা ফেরদৌসী এর ছবি

নির্বাক বিষাদের দিন আজ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

মর্ম এর ছবি

মন খারাপ

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

অতিথি লেখক এর ছবি

মন খারাপ
কিছুই বলার থাকে না...

সুবোধ অবোধ

মর্ম এর ছবি

আসলেই থাকে না মন খারাপ

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।