চে তোমার মৃত্যু কি আমাদের অপরাধী করে ?

রাহা এর ছবি
লিখেছেন রাহা (তারিখ: বুধ, ১০/১০/২০০৭ - ৩:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মন খারাপ করা একটা দিন । নাকি মন খারাপ বলে দিনটা খারাপ গেল ?? সম্পুরক না পরিপূরক প্রশ্ন তা নিয়ে ভাববার ফুসরত ছিল না । বেশ ব্যস্তায় কাটছে , আরো কাটবে কটা দিন । সন্ধ্যা হয়ে গেছে , আমি আজিজ এ দ্রুত ঢুকছিলাম । হঠাৎ চির তরুণ , প্রায় ৪০ পেরিয়ে যাওয়া চিরযুবা টয়ের সাথে দেখা । ক্যাম্পাস এমন অনাকাংক্ষিত বন্ধ হওয়ায় আড্ডাবাজ টয় এদিকটায় অনেকদিন আসে না । তাই আমি প্রশ্ন করলাম তুমি ??
আমায় চমকে দিয়ে বলল ভন্ড চে ভক্তদের দেখতে এলাম , কি করছে ??
সারাদিন প্রায় বিস্মৃতই ছিলাম আজ চে গুয়েভারার মৃত্যুদিবস ।
চে এর টি-শার্ট বুকে জড়িয়ে ছুটে চলে হাজার হাজার যুবা কিন্তু কয়জনের মনে আছে কিংবা জানে আজ (৯ অক্টোবর) চে সিআইএ-র হাতে ১৯৬৭ সালে নিহত হয় ।
আমার চোখের সামনে ভাসতে থাকে সুনীলের চেকে নিয়ে কবিতা ..... 'তোমার মৃত্যু আমাকে...'
কেন যেন নিজেকে অপরাধী করে মনে হয়। চে এর টি-শার্ট আজ তরুণদের ফ্যাশন আইকন । বুকে চে-এর টি-শার্ট ঝুলিয়ে আমরা ছুটে চলছি সাম্রাজবাদের মুক্তবাজার অর্থনীতির পিছে । অথচ যেই সাম্রাজবাদের বিরুদ্ধে যুদ্ধে চে নিজের জীবন উৎসর্গ করল আমরা সেই সাম্রাজবাদীদের খপ্পরে । সাম্রাজবাদের চক্রে ঘুরতে ঘুরতে চে এর আদর্শ ভুলে চে-কে বুকে ঝুলাই শুধুই টি-শার্ট হিসেবে ।
তবে চে কি আমাদের কাছে আজ শুধুই পণ্য ??
চে আমাদের ক্ষমা করো ।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

একটু আপত্তি আছে রাহা ।
'সেই স্বপ্ন নেই,প্রতিরোধ নেই'- এরকম হাল ছেড়ে দেয়াটা খুব সহজ । তবে প্রকৃত সত্য হলো সাম্রাজ্যবাদের যেমন চেহারা বদলেছে,তার প্রতিরোধ আন্দোলন ও বদলেছে অনেক । হ্যাঁ,সরাসরি সামজতান্ত্রিক আন্দোলনের নামে হয়তো বিশ্ব কেঁপে উঠেনা এখন আর কিন্তু ইরাক যুদ্ধ বিরোধী লক্ষ মানুষের সমাবেশ যখন লন্ডন কিংবা নিউইয়র্কের রাজপথ কাঁপায়, জি-৮ বিরোধী সমাবেশ সহিংস হয়ে উঠে জার্মানে- কি বলবেন তখন?
সাম্রাজ্যবাদের আগ্রাসন এবং তার প্রতিরোধ দুটোই বিজ্ঞানের মতো সত্য ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমি এই উত্তরে এসে চে'র ছবিওয়ালা টিশার্ট যতটা পড়তে দেখেছি, বাংলাদেশে ততটা দেখিনি।

রাহা এর ছবি

আসলে চে টি-শার্ট পড়তে আপত্তি নয় আপত্তিটা আসলে চে এর আদর্শ না জানা নিয়ে । চে টি-শার্টে ছাপিয়ে শুধু বুকে নয় যেন মানস পটেও চে থাকে তারই আকুতি শুধু ।

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

অমিত আহমেদ এর ছবি

হুম!
আমার কেন জানি মনে হয় চে কে সেটা না জেনেই পশ্চিমা অনেকে টিশার্ট ঝুলিয়ে ঘুরে বেড়ায়।


ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।