সাইন্টিস্ট গগাবাবুর ছড়া

জ্বিনের বাদশা এর ছবি
লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: সোম, ২০/১০/২০০৮ - ৩:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ব্লগার অনিকেতের ছড়াটা দেখে সেদিন একটু একটু মাথায় খেলছিলো একটা প্যাঁচানো ছড়া বানানোর উপকরণ, মেলাতে পারছিলামনা বলে আর দেয়া হয়নি সেদিন। আজ শিমুল/গোধূলীর "শান্টিং"য়ে ভাবলাম, নাহ্, আর কতকাল? এবার কিছু একটা লিখতেই হবে ;)। সেই জেদের ফলাফল, বারো লাইনের এক আবজাব ছড়া। সামান্য প্যাঁচ আছে, ঠিকমতো চোখ বুলালেই ধরে ফেলতে পারবেন কোথায় প্যাঁচটা;

সাইন্টিস্ট গগাবাবুর ছড়া
====================
নিউটন উট হলে, আইনস্টাইন নস্টা,
উই পোকা ডারউইন, "বলে, নেই স্রষ্টা!"

কোপারনিকাস তুমি পারনি তো বুঝতে,
কলি হাতে ফ্রাংকলিন কাকে গ্যাছে খুঁজতে।

লিলি নাম জপে গ্যালিলিওটার দিন যায়,
কেপলারও পলাদির প্রেমে পড়ে খাবি খায়।

যেন-তেন বলে, সততেনবোস, কত আর,
গদীতে যে জগদীশ, রেখেছো কি খোঁজ তার?

"দুসসালা" বলে আবদুস সালামের হাঁক,
ইবনেসিনাটা শুধু বনে যেতে চায়, যাক।

লেজ কেটে মাথা ছেঁটে বলি আর কতকাল!
বিগগানী গগাবাবু, মিটলো মনের ঝাল?


মন্তব্য

পথে হারানো মেয়ে এর ছবি

বুজচ্ছি দেঁতো হাসি

জ্বিনের বাদশা এর ছবি

বলছিলাম না? বুঝে ফেলবেন চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মারাত্মক!
লেগে থাকেন, লেখার ফর্ম আসতে কতক্ষণ?

জ্বিনের বাদশা জ্বি জ্বি করে বাদ পড়ে কী দশায় না আটকালো চোখ টিপি

জ্বিনের বাদশা এর ছবি

চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আকতার আহমেদ এর ছবি

আমি বুঝছি - ছড়াটা দুর্দান্ত হইছে!
আর বুঝিনাই - এত চমতকার ছড়া লিখতে পারেন, তাও নিয়মিত লেখেন না ক্যান?

জ্বিনের বাদশা এর ছবি

আরে বস্,
আপনের কমেন্ট পাইয়াই তো ধন্য বোধ করতেছি!
এই জিনিস বাইর করতে আমার সপ্তা লাগছে ... বুঝেন অবস্থা!! চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

রাশেদ এর ছবি

আপ্নের নাম প্যাচাইন্না বাদশা রাক্তে হইবে। মন খারাপ

একটা কবিতা লেকচেন, তাও প্যাচ খেলেন। খাইছে

অফটপিকঃ এইরকম কবিতা হইতে পারে, আইডিয়াও ছিলো না। জট্টিল হইছে। দেঁতো হাসি :D

জ্বিনের বাদশা এর ছবি

প্যাঁচের বাদশা!!! চোখ টিপি

ছড়াটা আরেকটু বড় করতে পারলে আরাম পাইতাম, তবে বিজ্ঞানীগুলার নাম একেকটা যা খটখইট্টা, কিছুতেই কিছু মিলেনা চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কীর্তিনাশা এর ছবি

দারুন ছড়া !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জ্বিনের বাদশা এর ছবি

ধন্যবাদ কীর্তিনাশা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কনফুসিয়াস এর ছবি

পঞ্চতারকা!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

জ্বিনের বাদশা এর ছবি

ধন্যবাদ কনফুসিয়াস

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

রাফি এর ছবি

ছড়া কড়া হইছে।
লা- জওয়াব; কিন্তু প্যাঁচের কিছু দেখলাম না তো!!!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

জ্বিনের বাদশা এর ছবি

ঐ লেজ কাটতে গিয়ে আর চুল ছাঁটতে গিয়ে একটু প্যাঁচে পড়া আর কি চোখ টিপি
ধন্যবাদ পড়ার জন্য
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অনিকেত এর ছবি

দারুন...!!!!!

জ্বিনের বাদশা এর ছবি

ধন্যবাদ ,,, বিশেষ করে আপনার ছড়াটাকে চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

তীরন্দাজ এর ছবি

সাবাস ছড়াকার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

জ্বিনের বাদশা এর ছবি

ধন্যবাদ, তীরুদা

=======================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

রণদীপম বসু এর ছবি

এইবার বুঝছি, মানুষের ভিতরেই যে জ্বীন-ভুত লুকাইয়া থাকে !

দুর্দান্ত হইছে। আপনি সত্যি জ্বীন-ই। নইলে নামের ভিতরের এই জ্বীনগুলার চেহারা আপনার চোখে পড়লো কেমনে !

বুইড়া আঙুল উঁচা কইরা ধরলাম।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জ্বিনের বাদশা এর ছবি

আজকে বুইড়া আঙুল না, তর্জনী উঁচা করেন ... আটটা ফালান লাগবো মন খারাপ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

হাসান মোরশেদ এর ছবি

আমরা আপনাকে ভুলি নাই জনাব হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জ্বিনের বাদশা এর ছবি

শরম দিলেন .... আমি ভুলছি কিভাবে? চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যাক... লিখছেন তো... পরের লেখা কয় বছর পরে পড়তে পারবো?

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জ্বিনের বাদশা এর ছবি

আপনে মিয়া আজকে টাইট হয়া বসেন ... নো চ্যানেল, নো নাটক চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দারুণ আইডিয়া!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জ্বিনের বাদশা এর ছবি

ধন্যবাদ, সন্ন্যাসী দা ...

অফ টপিক, কালকে ৩১৬ তে নিউজি'র ৭ম উইকেটটা পড়ার পর একটু স্বপ্ন দেখা শুরু করলাম -- পরের ওভারে রাজ্জাক এসে হ্যাট্রিক করছে চলুক ... মন খারাপ
পরের খেলায় আপনে ভালোমতো তন্ত্র-মন্ত্র ঝাড়ফুঁক কইরেন তো চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।