পাওয়ার ইয়োগা ভিডিও প্রশিক্ষন

অবনীল এর ছবি
লিখেছেন অবনীল (তারিখ: সোম, ১৫/১২/২০০৮ - ৩:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

রণদীপমদার ইয়োগা বিষয়ক সিরিজের আমি একনিষ্ঠ পাঠক। চর্চা শুরুও করেছি সহজ আসনগুলো দিয়ে। তবে উনার ব্লগের মন্তব্যগুলো পড়ে মনে হলো অনেকেই এই ব্যাপারে তেমন উৎসাহ পাচ্ছেন না। তাই এই পোস্টের উপস্থাপন।

গাইয়াম বিশ্বব্যপী নামকরা একটি কম্পনি যারা ব্যায়াম বিষয়ক প্রশিক্ষনমূলক ডিভিডি প্রকাশ করে থাকে। তাদের প্রশিক্ষকগণও ব্যায়ামচর্চাকারীদের মধ্যে তারকাদের মতই খ্যাতনামা। তেমনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক হচ্ছেন রডনি ই। তার বেশ কয়েকটি ডিভিডির প্রিভিউ ইউটিউবে পাওয়া যায়। এদের কয়েকটি এখানে উল্লেখ করলাম। আশা করি এই ভিডিওগুলো দেখে আমার মত আপনারাও যোগব্যায়ামে উৎসাহ বোধ করবেন হাসি

1. Power yoga total body work out:

2. Power yoga strength for beginners:

3. Yoga for energy:

4. Yoga Burn:

5. Relaxation and Breathing:


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

উপকারী পোস্ট।
সংশোধন: "রণদীপম" হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রণদীপম বসু এর ছবি

হা হা হা ! ইয়োগা চর্চায় যথেষ্ট মনোযোগ দেয়ায় বোধ করি 'অবনীল' ভাই এদিকটাতে খুব মনোযোগ দিতে পারেন নি। তবে সময়মতো ঠিক হয়ে যাবে আশা করছি।
তবে অবনীলকে ধন্যবাদ এ উদ্যোগে। আর আমার পিসিতে ভিডিও লিংকই আসছে না। দেখা তো দূরের কথা !

আর অতন্দ্র প্রহরী'র কাছে আমার কৃতজ্ঞতার পরিমাণ বেড়ে যাচ্ছে। ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অবনীল এর ছবি

দূঃখিত রণদীপমদা। আশা করি মডারেটেররা ভুলটা সংশোধন করে দেবেন। ভিডিও দেখতে পারছেন না শুনে আবারো দূঃখ পেলাম। দেখবেন কি আপনার সর্বশেষ ফ্ল্যাশ প্লেয়ারটা ইন্সটল করা আছে কিনা ? না থেকে থাকলো নিচের লিঙ্কটা কাজে আসতে পারেঃ

http://www.adobe.com/go/getflash

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

অবনীল এর ছবি

অত্যন্ত দূঃখিত ও লজ্জিত :"> । অতিথি যোদ্ধা আমি, ধনুক থেকে তীর ছুটে গেছে আর ফিরাবার উপায় নেই। মডারেটর ভাইদের দৃষ্টি আকর্ষন করছি।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।