শুদ্ধাচারী রোবটের স্বগতোক্তি

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: রবি, ১৩/০৪/২০১৪ - ১০:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমাকেই লিখছি, তবু তোমাকে জানাতে নয়
হয়তো এ লিখা নয়—
স্মৃতির দোলচেয়ারে বসে
এলোমেলো ভাবনার আঙ্গিনায়
একটু আধটু ঢেউ তোলা...
অনিমেষ চেয়ে দেখা ভাঙনের বিদীর্ণ বুক।

হয়ত অন্ধের রাস্তা হাটবার মতো করে
হাতড়ে হাতড়ে চলা
তারপর কিছু কথা বলা ঘোরের ভেতর
তারপর বেলাবেলি হলে বুকের ভেতরের কবন্ধ হাহাকারগুলো
আলগোছে নেড়ে চেড়ে দেখা—
হাওয়ার ভেতরে খুঁজে ফেরা দীর্ঘশ্বাসের কিছু বিমূর্ত সংলাপ।

মন নীল হলে তার পরতে পরতে
জমে উঠে কত শত কথা, কত বুদবুদ!
তবু তা বিলীন হয় কর্মব্যস্ত দিনের প্রতাপে
আমরাও শুদ্ধাচারী রোবটের মতো কল্পনার সন্যাসব্রত ঝেড়ে
ফের জেগে উঠি,— জাগি নাকি?

হৃদয়ের এলোমেলো অতলে ডুব দিয়ে দেখ
সেখানে অনুযোগ বড় শীর্ণদেহ,
দিন গত হলে, ফুরোলে সময়—
বেগানা ভাবনার গোলকধাঁধায়
গাঢ় রাত্রির মতো অতল অন্ধকার এক আমৃত্যু জেগে রয়…
তবু আমি এক শুদ্ধাচারী রোবট
ধু ধু এই জীবনের খাতা জুড়ে আলো-অন্ধকারের মতো
জিরো-এক লিখে যাই শুধু...


মন্তব্য

প্রৌঢ় ভাবনা এর ছবি

জিরো-এক লিখে যাই শুধু...

চলুক

রোমেল চৌধুরী এর ছবি

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ক্রেসিডা এর ছবি

মানবিক শরীরের আড়ালে যে রোবট, তারো রক্তে শুধু প্রেম আর প্রেম খাইছে

বরাবরের মতোই সুন্দর ও সাবলীল; শুধু পাঠক হিসেবে একটা কথা যে, "বেগানা" শব্দের বদলে হয়তো অন্য কিছু আরো কমনীয়তা নিয়ে আসতো। যদিও, কবির একান্ত ইচ্ছে; তাই অনুযোগের বা বদলানোর অনুরোধের সুর বলে ভুল করবেন না; শুধু আমার অনুভবের রেশ জানাবার তরে বলা।

ভালো থাকা হোক।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

রোমেল চৌধুরী এর ছবি

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অসাধারণ, মুগ্ধকর!


_____________________
Give Her Freedom!

রোমেল চৌধুরী এর ছবি

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

এক লহমা এর ছবি

"ধু ধু এই জীবনের খাতা জুড়ে আলো-অন্ধকারের মতো
জিরো-এক লিখে যাই শুধু..."
হ! , রোবটের এ ছাড়া আর গতিই বা কি?
চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

রোমেল চৌধুরী এর ছবি

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

শামীমা রিমা এর ছবি

চমৎকার কবিতা

রোমেল চৌধুরী এর ছবি

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ঝিঝি পোঁকা এর ছবি

সুন্দর কবিতা

-----------------ঝিঝি পোঁকা

রোমেল চৌধুরী এর ছবি

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

শাহীন হাসান এর ছবি

পোড়লাম কিছু শব্দপংক্তি, জিরোর পরিবর্তে তবুও টিকে থাক সংখ্যা, বাঁশিটা হাঁতে রেখে লাভ কী, যদি না বাঁজে বাঁশী? হৃদয় রক্তে-মাংসে বেঁচে থাক ।।।।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

রোমেল চৌধুরী এর ছবি

চমৎকার মন্তব্যের জন্যে ধন্যবাদ, কবি শাহীন হাসান।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

সাবলীল, অনন্য, সুন্দর একটি কবিতা।

রোমেল চৌধুরী এর ছবি

সংক্ষিপ্ত, সুন্দর ও চুম্বক মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ, আর দেরীতে মন্তব্যের জবাব লিখবার জন্য আমি লজ্জিত!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।