তনুজা ভট্টাচার্যের সাক্ষাৎকার - পর্ব ১/৩

বেতারায়তন এর ছবি
লিখেছেন বেতারায়তন (তারিখ: শনি, ০৬/০৩/২০১০ - ১১:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সম্প্রতি সচলায়তন থেকে তনুজা ভট্টাচার্যের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। তিন পর্বের এই সাক্ষাৎকারের প্রথম পর্বটি এখানে প্রকাশ করা হল।

তনুজা ভট্টাচার্য আমার ব্লগে নিয়মিত লিখে থাকেন। সম্প্রতি তিনি অমর একুশে বইমেলা ২০১০ এ প্রকাশিত কাব্যগ্রন্থ "সাময়িক শব্দাবলী" এর জন্যে সিটি-আনন্দ আলো সাহিত্য পুরষ্কারে পেয়েছেন।

তনুজা ভট্টাচার্য: (আলোক শিল্পী শরৎ চৌধুরী)

এই সাক্ষাৎকারে নীচের প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে।
==============================
অমর একুশে বইমেলা ২০১০ এ প্রকাশিত কাব্যগ্রন্থ "সাময়িক শব্দাবলী" এর জন্যে সম্প্রতি পুরস্কৃত হয়েছেন ব্লগার তনুজা ভট্টাচার্য। বেতারায়তন এ প্রসঙ্গে তাঁর মুখোমুখি হয়েছে। এই টেলিফোনিক আলাপটি সরাসরি ধারণ করা হচ্ছে, এবং তনুজা ভট্টাচার্যের সম্মতিক্রমে তা প্রকাশিত হবে। সাক্ষাৎকারে আছেন সচল মুর্শেদ ও হিমু।
তনুজা, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ পুরস্কৃত হয়েছে। আপনি আপনার অনুভূতিকে একটি শব্দে প্রকাশ করতে বলা হলে কী বলবেন?

পুরস্কার পাওয়ার আগ পর্যন্ত নতুন গ্রন্থপ্রকাশের অনুভূতি নিয়ে কিছু বলুন।

পুরস্কার পাবার পর অনুভূতিটা কেমন ছিল?

অনলাইন লেখক সমাবেশের সাথে প্রচলিত গণমাধ্যমের কিছু দূরত্ব আছে। সেই আলোকে এই পুরষ্কারকে কীভাবে দেখছেন?

প্রচলিত মাধ্যমে আপনাকে ওয়েব মাধ্যম নিয়ে কিছু বলতে বলা হলে কী বলবেন?

তনুজা, আমরা ধারণা করেছি আপনি মূলত ব্লগেই লেখেন। ব্লগ ছাড়া প্রচলিত মুদ্রিত মাধ্যমে লেখালেখিতেও কি আপনি নিয়মিত?

==============================

দ্বিতীয় পর্ব
তৃতীয় পর্ব


মন্তব্য

সাইফুল আকবর খান এর ছবি

তনুজা ভট্টাচার্যকে অভিনন্দন! এবং শুভকামনা।
সাক্ষাতকারে এঁর এমন সাক্ষাত পেয়ে ভালো লাগলো। বেতারায়াতনকে ধন্যবাদ। বাকি দু্ই অংশের জন্যও কানিয়ে রইলাম। হাসি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

রিখি এর ছবি

লিখিত ভাবে সাক্ষাতকারটা পড়তে চাই। আমার নেট স্পীড খারাপ মন খারাপ কেউ কি একটু লিখে দিবেন?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সাক্ষাৎকার নেয়া বেশ সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমতঃ অতিথির সাথে যোগাযোগ, নিজেদের মধ্যে আলোচনা, টেকনিক্যাল ব্যাপার গুলি ঠিকঠাক করা, গুগল ডকস দিয়ে প্রশ্ন তৈরী এবং কোলাবোরেট করা এসবে প্রায় ঘন্টা দুয়েক ব্যয় হয়ে যায়। তারপর ইন্টারভিউ নিতেই যায় প্রায় ঘন্টা দেড় থেকে দুয়ের মতো। সেটা এডিট করে প্রকাশ করতে আরো ঘন্টা দুয়েক।

এতো কিছুর পর আবার ট্রান্সক্রাইব করাটা একটু শক্তই। মানছি যে ধীর গতির ইন্টারনেটের জন্য লিখিত ইন্টারভিউ থাকাটা খুব জরুরী। কিন্তু লেখকের যে সত্ত্বাটা তার কণ্ঠস্বর দিয়ে আমাদের কাছে ধরা দেয় সেটা লিখিত মাধ্যমে আসবে কিভাবে বলুন? তাছাড়া, লিখিত ইন্টারভিউ নিতে হলে তো প্রশ্নগুলো অতিথিকে পাঠিয়ে দিলেই হত। তিনি উত্তর লিখে পাঠাতেন।

কেউ যদি অনুগ্রহ করে ট্রান্সক্রাইব করে দেন তাহলে খুবই চমৎকার হয়। নইলে আয়োজকদের পক্ষ থেকে দুঃখিত বলা ছাড়া কোন উপায় দেখছি না।

ধন্যবাদ আপনাকে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৈয়দ আফসার এর ছবি

তনুজা ভট্টাচার্যকে অভিনন্দন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

হিমু এর ছবি

ইন্টারভিউয়ি বেতারায়তনের অনুরোধে নিজেই তাঁর এই ছবিটি সরবরাহ করেছেন।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

বোহেমিয়ান এর ছবি

হায়রে! আমার কাছে এর চেয়ে ভালো ছবি ছিল!!
আপু কিন্তু দেখতে অনেক সুইট । এই ছবির মত না!

সাক্ষাৎকার টা এখন শুনবো না । স্পিড নাই ।
আপু এমনিতে অনেক সুন্দর করে কথা বলেন , আমি অটোগ্রাফ সহ বই পাইছি। মনে রাখার মত ব্যাপার!

অভিনন্দন ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

খানিকটা বুঝতে পারছিলাম তনুজা সুন্দর করে অনেক কথা বলছিলেন চলুক
সাউন্ড কোয়ালিটি অফ যা
অফটপিক: প্রশ্নগুলোর সাথে ওনার কথাগুলোও টাইপ করে পোস্টে যোগ করা যায় না? সেটা অবশ্য বেতারায়তনের মূল উদ্দেশ্যই ভন্ডুল করে মন খারাপ

অতিথি লেখক এর ছবি

এতগুলা ছবি থাকতে দিদি'র এইরকম ভূতের মত ছবিটা নিলেন?
যাই হোক, পুরস্কার প্রাপ্তিতে তনুজাদিকে অভিনন্দন। আর, স্বাক্ষাৎকারের জন্য বেতারায়তনের পেছনের মানুষ হিম্ভাই, মা. মু. ভাইকে ধইন্যাপাতা। হাসি

- মুক্ত বয়ান

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অভিনন্দন রইল।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তনুজা ভট্টাচার্যকে অনেক অনেক অভিনন্দন। উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

- তনুজা ভট্টাচার্যকে অনেক অনেক অভিনন্দন। মা.মু এবং হিমুকেও ধন্যবাদ তাঁকে সচলায়তনের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।

কোয়ালিটি এতো ফল করলো কেমনে? টেলিফোনে বলে? অনেক শব্দ স্পষ্ট বুঝতে পারিনি। কানে লাগছিলো খুব। অবশ্য সর্দির কারণে কান বন্ধ হয়ে আছে, এমনটাও হতে পারে। দেখি বাকিরা কী বলেন!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

উঁহু আবার শুনে দেখলাম। কোয়ালিটির পার্থক্য ঘটাইনি আমি এডিটিংয়ের সময়। শব্দ ড্রপ করেই বারোটা বেজেছে মনে হচ্ছে। একারনেই বাংলাদেশে ল্যান্ড ফোনে ইন্টারভিউ নিতে চেয়েছিলাম। মন খারাপ

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শব্দ অনেক ড্রপ করছিল। আর কথাও খানিকটা গমগমে শোনাচ্ছিল। তবে কথা বলার সময় অতটা মনে হয়নি। আমি কি এডিটিংয়ের সময় কিছু করে ফেললাম? চিন্তিত

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির