ভাবনা বিবিধ

খন্দকার আলমগীর হোসেন এর ছবি
লিখেছেন খন্দকার আলমগীর হোসেন [অতিথি] (তারিখ: শনি, ২৭/০৮/২০১১ - ১০:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

গোলাপ গোঁজা আম্মুজানের খোঁপায়
কন্যা দেখে বায়না ধরে, ফোঁপায়,
আমার কখন হচ্ছে অমন চুল?
গুঁজবো কবে রক্তজবার ফুল?

আব্বু যখন নেই থাকবেন বাড়ী,
পুত্র করে রেজর নাড়ানাড়ি,
আর ভাবে সে কখন হবে দাড়ি?
শেভটা করার বেজায় তাড়াতাড়ি!

দাদার হাতে সেগুন কাঠের লাঠি,
ঠকঠকিয়ে কষ্টে হাঁটাহাঁটি।
ওনার শুধু ভাবতে ভালো লাগে,
দৌড়েছিলাম তিরিশ বছর আগে।

দাদী কেবল কাটান বসে, শুয়ে,
বাতের ব্যাথায় কোমর গেছে নুয়ে।
সময়টারে পারলে পিছু ঠেলা,
ভাবেন দাদিঃ পেতাম ছেলেবেলা।।


মন্তব্য

রাতঃস্মরণীয় এর ছবি

আমি সবসময়েই আপনার ছড়াগুলোর ভক্ত। সহজ শব্দ ও বাক্য কিন্তু কঠোর ছন্দমিল। আমার খুবই ভালো লাগে। চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

আপনাকে ধন্যবাদ। আপনার লেখা আমি অতি নিয়মিত পড়ি এবং ভালো লাগে। কিন্তু আপনি এখনও অতিথি কেন, সেটাই বুঝলাম না।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, বেশ মজাদার।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

আপনি বেশ মজাদার বলে সাহস যোগালেন। আপনাকে সহস্র ধন্যবাদ।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

তানিম এহসান এর ছবি

হাসি

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

আপনাকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

অনিন্দ্য রহমান এর ছবি

কিছু সাধারণ নীরস সত্যের অতিরিক্ত কিছু পাইলাম না।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

কিছুতো পেয়েছেন মন্তব্য করার জন্য। সেটাই আমাকে আনন্দিত করল। প্লিজ মন্তব্য করতে থাকুন।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

মৌনকুহর এর ছবি

হুম্ম...... চলুক

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

বুড়ো আংগুল দেখালেন বলে ধন্যবাদ।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

তিথীডোর এর ছবি

মজা প্লাম।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

মজা পেয়েছেন জেনে আশ্বস্ত হলাম। আপনাকে ধন্যবাদ।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

মন্তব্য নেই।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

সুমন তুরহান এর ছবি

মজার। চলুক

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

পাঠকের ভালোলাগার মাঝেই যে লেখকের সার্থকতা। শুভেচ্ছা নিন।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

কৌস্তুভ এর ছবি

চলে যায়... তবে এই নিয়ে তো আগেও অগুন্তি ছড়া লেখা হয়েছে...

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

যেমন প্রেম নিয়েও অগুণিত ছড়া লেখা হয়েছে। তারপরও কার কথা কে শোনে!

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

আয়নামতি এর ছবি

আপনি খুব সহজ ভাষায় মজারু কবিতা লিখতে পারেন। আরো লেখুন। শুভকামনা হাসি

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছাও। ঠিক ধরেছেন। সহজ ভাষা ব্যবহার করে আমি কবিতা এবং ছড়ার পাঠক সংখ্যা বাড়াতে চাই।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চলুক চলুক চলুক

হাসি

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। কোলাকুলি

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।