কথা

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: রবি, ০২/১০/২০১১ - ২:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কথা বলার ভেতর যে আনন্দভাব থাকে
কথা বলার শেষে তাও কি ধরে রাখা যায়?
সারাক্ষণ জীবন-জিজ্ঞাসা, ফোটে কি ফোটে না
এই প্রাবল্যে কাটছে সময়, বহু দিনের ইচ্ছা
আর ক’টা দিন পর সব কথা পরবে মুখোশ
-হারাবে অঙ্গের সচলতা
চোখ খুললেই দেখি জটিল রূপ রেখার ভেতর
হাঁটতে হাঁটতে তুমি তুলে আনছো রোদক্লান্তবুক
পাতার ছায়া!
পপকর্ন, সে-তো ভালোই জানে—
কতদিন কাটিয়েছি একাকী সময়, নিঃসঙ্গতা


মন্তব্য

কর্ণজয় এর ছবি

এই কবিতাটা আমি এর মধ্যে ৫ বার পড়লাম।
সত্য ভাষণটা হচ্ছে - অনেক ভাল লেগেছে, সেই কারণে পড়েছি তা নয়।
পড়েছি - ভাল লেগেছে...
বারবার পড়েছি ... কারন একেকবার একেকটা শব্দ বা রূপকল্প কিংবা অনুসঙ্গ, মাথার মেধ্য এগেথ এগেছ অন্য শব্দরা দরজার বাইএর মাথা খুটে মরেছে...
এবং সম্ভবত আমি যদি আরো কয়েকবার পড়ি তবে নিশ্চয় আরো কয়েকটা অর্থ খুজে পাব।
তাই পড়ার চেষ্টাটা আপাতত থাক...
যতদুর মনে পড়ছে প্রথমবার প্রথম দুটো লাইনই মাথায় ঢুকলো...
অনেকক্ষন মাথার মধ্যে থাকলো বাক্যদুটো...
অন্য লাইনগুলো পড়লাম... কোন কিছু অনুভব করলাম না..

দ্বিতীয়বার পড়লাম
'‌‌আর কটা দিন পর সবকথা পরবে মুখোশ...'
আমি আটকে থাকলাম একটা বিবশ ভবিষ্যতের দমবন্ধ অপেক্ষার ভেতরে...

আর তৃতীয়বার পপকর্ণ।

আপাতত আমি আর পড়ছি না।
কেননা কবিতা একটা ঘোর-মাছ।

সৈয়দ আফসার এর ছবি

পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

তানিম এহসান এর ছবি

আফসার ভাই - শুরু থেকে শেষ পর্যন্ত একটা ঘোর নৈঃশব্দের বাতাবরন টের পেলাম। চমৎকার লাগলো কবি!!

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ আপনাকে।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

তাপস শর্মা এর ছবি

একটা আবছায়া খোলসের পরিসীমা ছাড়িয়ে নৈমত্তিক সত্তার অবগাহনে ভারাক্রান্ত হয় নিঃশব্দ চেতনার 'একাকী সময়'।

খুবই ভালো লাগলো আফসার ভাই।

সৈয়দ আফসার এর ছবি

দাদাকে ধন্যবাদ।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

উজানগাঁ এর ছবি

সুন্দর ঝরঝরে কবিতা। তুই নিয়মিত লিখছিস দেখে ভালোলাগলো।

ভালো থাকিস।

সৈয়দ আফসার এর ছবি

তোর কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে লইজ্জা লাগে লাগছে।
কেমন কাটছে সময়? কি চমৎকার একটি সময় কাটিয়েছি
আমরা; এখন সবাই যে ডানা ভাঙা গাঙচিলের মত হয়ে
গেলাম সবাই।
তুইও ভালো থাকিস অনেক।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

রোমেল চৌধুরী এর ছবি

অল্প কটি শব্দে কী বিস্ময়কর অভিব্যক্তি! অল্প কটি শব্দ, মুখোশ, রোদক্লান্তবুক, পপকর্ণ, নিঃসঙ্গতা। এই শব্দচতুষ্টয়ে কী অসাধারণ প্রতীতি। সেলাম আপনাকে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ আফসার এর ছবি

আপনার মন্তব্যে লইজ্জা লাগে লাগে।
জানি না,আদো কি কবিতা হয়ে ওঠে?
সে দ্বিধায় ঠোঁট কাঁপে।
ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

রিশাদ_ময়ূখ এর ছবি

অদ্ভুত সুন্দর

সৈয়দ আফসার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

জ.ই মানিক এর ছবি

পছন্দ লাগছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।