সচলের ব্যান হওয়া বরং ব্লগারদেরই এগিয়ে দেবে

পান্থ রহমান রেজা এর ছবি
লিখেছেন পান্থ রহমান রেজা (তারিখ: বিষ্যুদ, ১৭/০৭/২০০৮ - ২:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ব্লগ জগতে আমার জানাশোনা বেশিদিনের নয়। এই অল্প কয়দিনের জানাশোনায় আমি মাত্র দু'টি বাংলা ব্লগিং সাইটের নাম জেনেছি। তার একটি সচলায়তন। অন্যটি সামহোয়্যার ইন। সচলের পরিচ্ছন্নতা আমাকে মুগ্ধ করে। আর এতেই এখানে লেখালেখিতে উৎসাহী হই। সাইটটার খবর দিয়েছিলেন আরিফ জেবতিক। ফেসবুকে। এখন এসব নিয়ে বলার সময় নয়। তবে যেটা বলতে চাই, সেটা হলো সচল ব্যান হওয়ার পর আমরা নানা মাধ্যম আর আলোচনায় আরো বেশ কয়েকটি বাংলা ব্লগিং সাইটের নাম জেনে গেছি। যারা দেশের পক্ষে, শুভ বুদ্ধি ও মুক্তচিন্তার পক্ষে সব সময় আছেন। আমার ধারণা, সচল-এর মতো এসব জায়গাও স্বপ্ন ও সম্ভাবনার কথা বলার, মুক্তিযুদ্ধ ও দেশমাতৃকার পক্ষে বক্তব্য রাখার প্লাটফর্ম।

সচলকে ব্যান করার প্রেক্ষিতে আমার মতো আরো অনেকেই এসব সাইটের হদিস পাচ্ছেন। সেখানে তারা হয়তো তাদের লেখালেখিও চালাবেন। এতে করে তো আমাদের ব্লগিং জগত এগিয়ে যাবে। যুগে যুগে রাষ্ট্রযন্ত্র মনে হয় এমন করেই আন্দোলনের গোড়ায় সার দিয়ে পরিপক্ক করে।


মন্তব্য

রাফি এর ছবি

অনেক ঘুরপথে ৪ ঘন্টার পাগলপারা চেষ্টায় সচলায়তনে ঢুকলাম।
আপনার মন্তব্যের সাথে সহমত।
সচলায়তন জিন্দাবাদ..

---------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

কীর্তিনাশা এর ছবি

Shohomot.

-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

হাসান মোরশেদ এর ছবি

-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

স্বপ্নাহত এর ছবি

চলুক
---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

স্বপ্নাহত এর ছবি

চলুক
---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

দেবোত্তম দাশ এর ছবি

আমরা কি এখনো হাজার বছর পিছিয়ে আছি ?

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সৌরভ এর ছবি



আহ ঈশ্বর, আমাদের ক্ষোভ কি তোমাকে স্পর্শ করে?


আবার লিখবো হয়তো কোন দিন

Naimul Haque Joarder ( Titu ) এর ছবি

How to Visit Sachalayatan.com from Bangladesh

1. Go... http://www.proxyboxonline.com/

2. Enter the address www.sachalayatan.com and click Go button.

Enjoy Sachalayatan..!!

Please fw this to others..by email..

T2

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।