ভাতের বাতাস

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: বুধ, ০৯/০৭/২০০৮ - ২:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আগে কোথায় ছিলে
কোনোদিন জানেনি কেউ
এখন শুনি আসতেছো
আমাদের এই দিকে
ভাতের কথা কি তোমার মনে আছে?

আগামীর দিনগুলিতে
আমাদের আরো ধান লাগবে
এইরকম
বাতাস লাগবে বাতাসে।
ভাত খেতে-খেতে তখন কি মনে হবে
ভাতই একমাত্র মৌলিক?

জানি তো না।
তোমার আসাটাই হচ্ছে শেষ জরুরি কথা

ততোদিন খেয়েপরে বেঁচে থাকি
অপো করি তোমার
একবার এই আমাদের দিকে
নেমে আসার

এইদিকে
বাতাসে দুলতেছে ভাতের ধান-
ভাত বড়ো জরুরি;
বাতাস আর কী

তবে তোমারও লাগবে
যখন আমাদের এইদিকে
তুমি
বাঁচার কৌশলে চ’লে আসবে
জরুরি সব কাজ ফেলে
ভাতের ধান তখনো কাটাকাটি হবে

আর বাতাসে শ্বাস নেয়াকে তোমার
মনে হবে আবিষ্কার-

ভাতের চেয়েও দামি॥


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

পলাশ দা খুব ভালো লাগলো।

--------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ফারুক ওয়াসিফ এর ছবি

ভাত নিয়ে বাংলা ভাষার গুটিকতেক কবিতার আরেকটি পেলাম।
আছুইন কেমন?

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

খেকশিয়াল এর ছবি

ভাল লাগল, নমস্কার

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

এহেছান লেনিন এর ছবি

ক...বি প...লাশ দত্ত,
ভালো লাগলো আপনার কবিতা।
ধন্যবাদ।

রক্তে নেবো প্রতিশোধ...

রক্তে নেবো প্রতিশোধ...

রানা মেহের এর ছবি

পলাশ দা,
আপনার সবকটা কবিতা ভালো হচ্ছে খুব।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

ফারুক হাসান এর ছবি

দারুণ কবিতা পড়লাম!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুন লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

খুব ভাল লাগল।
চালিয়ে যান পলাশদা।

[ভূঁতেঁরঁ বাঁচ্চাঁ]

তীরন্দাজ এর ছবি

খুব সুন্দর আপনার কবিতা! আশা করি আরো লিখবেন।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পলাশ দত্ত এর ছবি

শুধু ‍"ভালো ভালো ভালো" শুনতে থাকবো?

কেউ বলবে না কেনো ভালো? কেউ বলবে না কেনো খারাপ?

কেনো ভালো/কেনো খারাপ সেটা না-বললে মন্তব্য না-করাই ভালো না কি!

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

হাসান মোরশেদ এর ছবি

ব্যাখ্যা বিশ্লেষন সমালোচকদের কাজ । সবাই তা নয় ।
শরতের আকাশ দেখে অস্ফুটে কেউ বলে উঠে-'সুন্দর' । তার ও নিশ্চয়ই ব্যাখ্যা আছে কোন ।

যাদের প্রয়োজন তারা ব্যাখ্যায় যাক , আমি আমার ভালোলাগাটুকু প্রকাশ করতেই আগ্রহী ।

কেনো ভালো? কি জানি কেনো হাসি

-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ফারুক ওয়াসিফ এর ছবি

তাইলে বলি, কবিতাটার জোরালো সারল্য সত্ত্বেও এই লাইনটা গদ্যের মতো শুষ্ক লেগেছে।

ভাতই একমাত্র মৌলিক?

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

আহমদ িমলটন এর ছবি

তুই ইদানিং আর আগের মতো ভালো লিখতে পারিসনা। মনে হয় তোর কলম মরে ষাচ্চে। বিশ্ববিদ্যালয়ে তোর লেখাগুলো সবার আগে আমার পড়ার সুষোগ ছিল। এখন কেমন ষেন প্রানহীন। তারপরও ভালো লেগেছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।