মদালস

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: শনি, ২০/০৯/২০০৮ - ২:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

মদের দোকানও তেমন
স্থায়ী কিছু নয়
মরে না গেলেও
বাস্তুচ্যুত হয়

তোমার মদের সবুজ বিতান
পোস্টিং হয়ে গেছে
এর চেয়ে জঙ্গলে
মদের পাশেপাশে থাকা
ভালো ছিলো মনে হয়
সবুজের ভেতর মদামদ

কোথায় আসছো পৃথিবীতে
মদের বিতানও মাস্তান
অনাস্বাদিত যতো স্মৃতি
ছিনিয়ে নিয়ে যায়


মন্তব্য

পুতুল এর ছবি

"সবুজের ভেতর মদামদ"
এক সময় সাধু হবার খুব সখছিল!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

পলাশ দত্ত এর ছবি

কার? আমার? না, না, কখনো ছিলো না।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আলমগীর এর ছবি

পয়লা চার লাইন উদ্ধার করতে পারলাম। বাকীটুকু বুঝি না। পড়তে ভাল লাগল।

পলাশ দত্ত এর ছবি

ভালো লাগার হাত ধরে বাকিটুকুরও বোঝাবুঝি ও উদ্ধার ঘটবে আশা করতেছি।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মদের দোকানও তেমন
স্থায়ী কিছু নয়

হ... আপনের অফিসের উল্টাবাড়িতে একসময় প্রত্যেকদিন যাইতে হইতো। নাগরিক নাট্য সম্প্রদায়ের রিহার্সেল। আর সেই গলির ঠিক উল্টাপাশে ছিলো ওয়াইন এম্পোরিয়াম। আমরা কি সুন্দর গলিতে ঢোকার আগে পরে জরিনা কিনতে পারতাম।
তারপর সেখানে জনকণ্ঠ ভবন উঠার অজুহাতে সেইটা সইরা গেলো কতদূরে... দিলু রোডের মাথায়... উফ... এতদূর হাটতে হয়!!

অবশ্য অস্থায়ীর আরেক্টা সুবিধা আছে... উত্তরা ছিলো মরুভূমি। গুলিস্তানের ডিম্পল এখন উত্তরাতে স্থায়ী। দেঁতো হাসি

আপনার কবিতা নিয়ে তো আসলে নতুন কিছু বলার নাই... তাই এইসব আজাইরা কথা বলি।

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।