বিজ্ঞাপন

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: সোম, ০৬/১০/২০০৮ - ১:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বলি নয়ন, বলি তারা,
বলতে-বলতে ম’রে যাই
আটকে যাই মরামুখে।

এর চেয়ে মানুষ অনেক আকর্ষণের-
গৌরবের কথা বলে,
বলে না নিজের পতন

চলতে-চলতে দেখিতেই হয়
বিজ্ঞাপনের চোখ
ভরামুখে তাকিয়ে আছে সব

এর চে’ মানুষ অনেক আকর্ষণের,
চোখ বুজে ব’সে থাকতে পারে

তবু তার মেলতে হয় নয়ন,
দেখতে হয় তারা

বলতে-বলতে ম’রে যায়
তবু আটকায় না মরামুখে


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পলাশ দত্ত এর ছবি

।। ।।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

শেখ জলিল এর ছবি

সত্য কথা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।