রাতের রজনীগন্ধা

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: বুধ, ১৭/১২/২০০৮ - ১:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাতের রজনীগন্ধা
আসলে এক সিনেমার নাম
ওই সিনেমা দেখতে
ভালো লাগতেছিলো তোমার

বিকেলের বাতাস তার
কোনো ভূমিকা রাখে নাই তাতে?

রিকশায় যেতে-যেতে
ভয় লাগতেছে এখন
এই রিকশায় চড়া-
পড়ে যাবো নাকি রাতের রজনীগন্ধা?

এ-জীবন কে
চাইছিলো মানুষের মতো
রাতের রজনীগন্ধা সামান্য
একটা সিনেমা মাত্র
আমারও আর
পাওয়া হলো না তোমায়-

আহা ভাতের যোগাড়যন্ত


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

নিদারুণ কবিতা ! হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পলাশ দত্ত এর ছবি

নিদারুণ কেনো? পাঠঅযোগ্য হইছে হাসি

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

কীর্তিনাশা এর ছবি

আপনি তো দেখি বহুত পেঁচাইন্না লোক পলাশ দা।
নিখাদ প্রশংসা কেও নেতিবাচক হিসেবে নিচ্ছেন। রেগে টং

আমি কইতে চাইছিলাম আপনার কবিতা দারুণকে ছাড়িয়ে নিদারুণ পর্যায়ে পৌঁছে গেছে। তার মানে আরো এক কাঠি এগিয়ে। আর আপনে কি না কেম্নেকি উল্টা ভাইবা বসলেন।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পলাশ দত্ত এর ছবি

উফ্।

শব্দটা অইত্যাধুনিকে বদলায়া যাওয়ায় বুঝতে পারি নাই। হাসি

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অছ্যুৎ বলাই এর ছবি

ভাতের যোগাড়যন্ত বিধাতার এক বিরাট ষড়যন্ত। কবিতা আসলেই নিদারুণ (কষ্টের অর্থে)

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

পলাশ দত্ত এর ছবি

মন খারাপ

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

ধুসর গোধূলি এর ছবি

- একবার মনে হইলো, আরে আমি তো কোবতে বুইঝা ফেললাম দেখি। কিন্তু পরেই মনে হইলো, কিছুই বুঝি নাই। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পলাশ দত্ত এর ছবি

চোখ টিপি

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।