সরল জিজ্ঞাসা

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: বুধ, ২৮/০১/২০০৯ - ৪:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কে কখন ঘুমিয়ে যায়

তা কি আর সূর্য মনে রাখতে পারে
তার দুনিয়ার এইদিকে দিন
তো ওই পাশে রাত

ভিড় করে আসতেছে সব আলোর অনাথ-

সম্ভাবনা শব্দটির ওপর
আস্থা নাই এমন মানুষ
সঙ্গীমতো দরকার

খুঁজে-খুঁজে তুমি দুনিয়াবিদারী সূর্যের কাছে

এদিকে কে কখন
ঘুমিয়ে যে যায়-
এ-কৌতূহলে তুমি
সূর্যসঙ্গে সন্ধি করতেছো

দুনিয়ার ওপর নজর রাখবে বলে...


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

আলোর অনাথ!!!
কবিরা কি অদ্ভূত কৌশলে নতুন শব্দে প্রান দিতে জানে
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

পলাশ দত্ত এর ছবি

অভিবাদন।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

শেখ জলিল এর ছবি

বেশ গুরুগম্ভীর ও অর্থবহ।
ধন্যবাদ কবি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মৃন্ময় আহমেদ এর ছবি

সূর্য নির্ঘুম রয়, সর্বপ্রহর এপাশ-ওপাশ
সন্ধিকালে গোধূলি মায়ায়
আঁধারে জোছনার ছায়ায়...

====================
অনিকেত প্রান্তরে ভেসে বেড়াই

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

ইশতিয়াক রউফ এর ছবি

ভিড় করে আসতেছে সব আলোর অনাথ-

এই কথাটুকুর জন্যই পুরোটা সার্থক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।