হৃদয়ে শেষসীমানা থেকে

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: শনি, ১৪/০২/২০০৯ - ৮:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

১৩ তারিখটা লুকিয়ে থাকতে চেয়েছিলাম একান্ত নিজের দুনিয়ায়।
সকালে আন্তর্জাল খুলতেই দেখি হিমুর পোস্ট। আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে।
খুব ছোট, অথচ কী প্রাণমত্ত!

ওই পোস্টেই কয়েকজনের শুভেচ্ছাও।
তারপর পলাতক। কারণ, জানি
বেশিক্ষণ সচলায়তনের সামনে থাকলে ঢুকে পড়তে বাধ্য হবো।
শুভেচ্ছার জবাব না-দিয়ে পারবো না। আর সচলে ঢোকা মানেই

আমার আর নিজের মতো ক'রে পালিয়ে থাকার সুযোগটা থাকবে না।

তাই এই বিলম্বিত প্রত্যাবর্তন
আজ!

সবাইকে অফুরান কৃতজ্ঞতা
হৃদয়ের শেষসীমানা থেকে।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু


মন্তব্য

রেজওয়ান এর ছবি

আপনাকেও অশেষ শুভেচ্ছা। লিখতে থাকুন, এভাবেই।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

রণদীপম বসু এর ছবি

হৃদয়ের শেষ সীমানায় নিয়া গেলেন ?
শুভেচ্ছা আপনাকে...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ধুসর গোধূলি এর ছবি
অভ্রনীল এর ছবি

আফনে তো ব্যাজায় ছিরিয়াস দেখি...

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

অনিকেত এর ছবি

শুভেচ্ছা, পলাশ দা।

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভেচ্ছা ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

tuli এর ছবি

শুভেচ্ছা মাটির বাবাকে।

পলাশ দত্ত এর ছবি

সিরিয়াসনেস ইজ আ পার্ট অব লাইফ ম্যান। @ অভ্রনীল

বাকিদের পুনর্শূভেচ্ছা।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।